BMW এর যে দুটি বাইক বাংলাদেশে আসতে পারে - কি কি বাইক ?

This page was last updated on 16-Jul-2024 09:27am , By Raihan Opu Bangla

৩৫০ সিসির পারমিশন পেলে কম বেশি সব জনপ্রিয় ব্রান্ড বাংলাদেশে তাদের বাইক নিয়ে আসবে , আর BMW আন্তজার্তিক বাজারে গাড়ির পাশাপাশি বাইকের জন্যও অনেক বেশি জনপ্রিয়। বিএমডব্লিউ (BMW) হচ্ছে একটি জার্মান মোটরগাড়ি, মোটর সাইকেল, ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৬ সালে। বিএমডব্লিউ ছাড়াও প্রতিষ্ঠানটির মিনি নামে আরও একটি ব্র্যান্ড রয়েছে।bmw logo

এছাড়াও এটি বিশ্বখ্যাত রোলস-রয়েস মোটর কারসও বিএমডব্লিউ-এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। বিএমডব্লিউ মানসম্পন্ন ও বিলাসবহুল গাড়ি নির্মাণের জন্য সুপরিচিত। আমরা আশাকরি ৩৫০ সিসির অনুমতি পেলে আমাদের দেশে BMW এর বাইকও দেখা যাবে। আমরা সবাই জানি BMW হাই সিসির বাইক তৈরী করে থাকে, কিন্তু ৩৫০ সিসির মধ্যেও তাদের বাইক আছে। সেই বাইকগুলো কি কি ? বাইকগুলোতে কি কি থাকছে ? এই নিয়ে কিছুটা ধারণা নেয়া যাক।

BMW

BMW এর যে দুটি বাইক বাংলাদেশে আসতে পারে

BMW G 310 R

১- BMW G 310 R

বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৩১৩ সিসির ওয়াটার কুলড, সিংগেল সিলিন্ডার , 4-Valves, DOHC ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম 34 PS @ 9500 rpm পাওয়ার এবং 28 Nm @ 7500 rpm টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটির স্পীডো মিটার, ট্রিপ মিটার, ওডো মিটার ডিজিটাল । বাইকটিতে ৬ স্পীড গিয়ারবক্স দেয়া হয়েছে।


চ্যাসিস হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে Tubular spaceframe । সামনের দিকে ব্যবহার করা হয়েছে Upside down fork সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে Cast aluminium dual swing arm সাসপেনশন। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 110/70-R17 সেকশন টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 150/60-R17 সেকশন টায়ার এবং বাইকটির উভয় চাকা টিউবলেস। 


বাইকটির হুইল Cast Aluminium এবং বাইকটির ওজন ১৫৮.৫ কেজি। বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১১ লিটার।

BMW G 310 GS

২- BMW G 310 GS

বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৩১৩ সিসির ওয়াটার কুলড ইঞ্জিন, ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 33.5 bhp @ 9,250 rpm পাওয়ার এবং 28 Nm @ 7,500 rpm টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে, বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১১ লিটার। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 110/80 R 19 সেকশন টায়ার এবং পেছনে 150/70 R 17 সেকশন টায়ার উভয় চাকা টিউবলেস। 

সামনে রয়েছে Upside down fork সাসপেনশন এবং পেছনে Cast aluminium dual swing arm সাসপেনশন। BMW যেহেতু হাই সিসির বাইক তৈরী করে তাই তাদের বহরে কম সিসির বাইক খুজে পাওয়া কিছুটা কষ্টকর, তবে ৩৫০ সিসির অনুমতি পেলে বাইক দুটি বাংলাদেশে আসতে পারে, যেহেতু এই দুটি বাইকের সিসি ৩৫০ এর মধ্যে।