Best Mileage Scooty - সেরা মাইলেজের ৪ টি স্কুটার এবং মোপেড
This page was last updated on 09-Jan-2025 11:54am , By Ashik Mahmud Bangla
কিছুদিন আগে আমি একটি আর্টিকেল প্রকাশ করেছিলাম কম তেলে বেশি চলে এমন ১০ টি মোটরসাইকেল নিয়ে ( আর্টিকেল লিংক ) ,তখন অনেকেই জানতে চেয়েছিলেন Best Mileage Scooty বাংলাদেশে কি কি আছে। যারা বাসা থেকে অফিস যাতায়াত করার জন্য এমন একটি Scooty খুজছেন , যেটার মাইলেজ হবে ভালো , মেইটেনেন্স খরচ হবে কম , তাদের এই আর্টিকেলটি আশাকরি উপকারে আসবে। আমাদের দেশের বাজারে বাইকের দাম প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে , তাই বাংলাদেশের সকল বাইকের আপডেট মূল্য জানতে All Updated Price In BD পেজটিতে ভিজিট করতে পারেন।
Best Mileage Scooty - সেরা মাইলেজের ৪ টি স্কুটার এবং মোপেড
Also Read: Stella Automobili SA 2000 Price In BD
১- TVS XL
আমাদের দেশে যদি মাইলেজ সেরা স্কুটার এবং মোপেড নিয়ে আলোচনা করতে হয় , তাহলে যে নামটি সবার প্রথমে স্থান পায় সেটা হচ্ছে TVS Bike এর XL সিরিজ। আমাদের দেশে TVS XL 100 , TVS XL 100 I-Touch, TVS XL 100 Comfort এই মডেলগুলো পাওয়া যায়। এটি Moped ক্যাটাগরির বাইক, কোম্পানির মতে এইগুলো থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন। কিন্তু যারা বাইকগুলো ব্যবহার করে তাদের অনেকের মতে তাদের Moped থেকে তারা মাইলেজ আরও ভালো পান। বর্তমান সময়ে ডেলিভারি ম্যান চাকরি এর জন্য এই বাইকটি আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয়।
২- Suzuki Lets
Suzuki Bike এর Suzuki Lets স্কুটারে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.6 BHP পাওয়ার এবং 9 NM টর্ক উৎপন্ন হয়। এই স্কুটারে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। স্কুটারটির বর্তমান বাজার মূল্য এবং এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
Also Read: SMK Stellar Graffiti Price In Bangladesh
৩- TVS Wego
TVS Wego স্কুটারে ব্যবহার করা হয়েছে 110 Cc Air Cooled, 4 Stroke, SI Engine ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.8 BHP পাওয়ার এবং 8 NM টর্ক উৎপন্ন হয়। এই স্কুটারটির ওজন 108 Kg , TVS Wego এর মাইলেজ , বর্তমান বাজার মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
৪- TVS Scooty Zest
TVS Scooty Zest স্কুটারে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.8 BHP পাওয়ার এবং 8.7 NM টর্ক উৎপন্ন হয়। এই স্কুটার সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
Also Read: ADMS TTX Price In BD - BikeBD
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা বলি , আপনি যেই স্কুটার ব্যবহার করেন না কেনো স্কুটারের মাইলেজ আপনার রাইডিং স্টাইলের উপর অনেকটাই নির্ভর করে। তাই দেখা যায় একই স্কুটার থেকে একেক জন একেক ধরনের মাইলেজ পেয়ে থাকে। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করার চেষ্টা করুন।
ধন্যবাদ।
FAQ:
১- ইলেকট্রিক স্কুটার এর দাম কত ?
উত্তরঃ বাংলাদেশের সকল ইলেকট্রিক স্কুটারের দাম জানতে এই লিংকে প্রবেশ করুন।
২- মেয়েদের স্কুটার দাম বাংলাদেশ এ কত ?
উত্তরঃ মেয়েদের জন্য সেরা কিছু স্কুটার আছে , সেই স্কুটার নিয়ে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।