Bajaj Pulsar NS160 ABS কার্বুরেটর ভার্সন লঞ্চ হলো বাংলাদেশে !
This page was last updated on 03-Aug-2024 08:21am , By Ashik Mahmud Bangla
Uttara Motors Ltd সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করেছে Bajaj Pulsar NS160 ABS কার্বুরেটর ভার্সন । বাইকটির মুল্য ধরা হয়েছে ১,৯৯,০০০/- টাকা ।
Bajaj Pulsar NS160 ABS কার্বুরেটর ভার্সন লঞ্চ হলো বাংলাদেশে
বাইকটির ইঞ্জিন হচ্ছে ১৬০সিসি অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ৪ ভাল্ব যুক্ত DTsI ইঞ্জিন । এর ইঞ্জিনে এফআই এর বদলে দেয়া হয়েছে কার্বুরেটর । ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স । এছাড়া এতে রয়েছে একটি ডিজিটাল স্পিডোমিটার এর সাথে এনালগ রেভ কাউন্টার । বাজাজ পালসার এনএস১৬০ এর ইঞ্জিন হচ্ছে BSIV এবং এতে যুক্ত করা হয়েছে কার্বুরেটর । ইঞ্জিন থেকে 15.3 BHP এবং 14.6 NM টর্ক উৎপন্ন হয় । বাইকটি ওজনে ১৪২ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে ১২ লিটার ফুয়েল নেয়া যায় । এনএস১৬০ আর ফিচারের মধ্যে রয়েছে থ্রি পার্ট হ্যান্ডেল বার, আন্ডার বেলি এক্সহস্ট, হ্যালোজেন, এলইডি হেডলাইড । বাইকটি ১৬০সিসি সেগমেন্টের অন্যতম বেস্ট লুকিং মোটরসাইকেল । বাইকের সুইচ গিয়ার গুলো রাতে জ্বলে থাকে, এতে করে রাইডারের রাইড করতে সুবিধা হয় ।
Bajaj Pulsar NS160 Review
Bajaj Pulsar NS 160 বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে ২৬০মিমি ডিস্ক ব্রেক, যেটাতে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস । অপর দিকে ২৩০মিমি রেয়ার ডিস্ক ব্রেক । এছাড়া বাজাজ রেয়ারে ১১০ সেকশন টায়ার বদলে ১২০ সেকশন টায়ার ব্যবহার করেছে । এছাড়া বাজাজ তাদের Bajaj Pulsar NS160 টুইন ডিস্ক দিচ্ছে ডিস্কাউন্ট । ৪,০০০/- টাকা ডিস্কাউন্ট এরপর বাইকটির দাম হয়েছে ১৮৫,৯০০/- টাকা ।
Bajaj brand তাদের ডিস্কভার সিরিজে দিচ্ছে ৮,০০০/- টাকার ডিস্কাউন্ট । প্রাইস ডিস্কাউন্ট এরপর ডিস্কভার ১২৫ এর দাম ১২৪,৫০০/- ( ডিস্ক ব্রেক ভার্সন) এবং ১১৭,৫০০/- (ড্রাম ব্রেক ভার্সন) টাকা । অপর দিকে বাজাজ ডিস্কভার ১১০ হচ্ছে ১০৮,৫০০/- টাকা । Bajaj Pulsar NS160 ABS কার্বুরেটর ভার্সনটির দাম আমাদের অবাক করেছে, কারন আপনি চাইলে এখন প্রিমিয়াম কোয়ালিটির বাইক এবিএস সহ কিনতে পারবে ২ লাখ টাকার নিচে । ধন্যবাদ ।