বাজাজ বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে Bajaj Pulsar 150 Neon । বাইকবিডি

This page was last updated on 14-Jul-2024 07:57am , By Ashik Mahmud Bangla

উত্তরা মোটরস লিমিটেড খুব শীঘ্র ই বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে Bajaj Pulsar 150 Neon এর মুল্য ধরা হয়েছে ১৫৪,৯০০ টাকা । এই বাইকটি Bajaj Pulsar NS160 with Fi & ABS এর পর এই বছর পালসার মডেলের দ্বিতীয় বাইক হিসেবে নিয়ম বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে ।

মূল বিষয় শুরু করার আগে আপনি যদি  pulsar 150 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল  এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন।  তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটেbajaj pulsar 150 neon in bangladesh

Bajaj Pulsar 150 এর ইঞ্জিন হচ্ছে ১৫০সিসি এয়ার কুল্ড ডিটিএস-আই ২ ভালব, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন । ইঞ্জিন থেকে 13.8 BHP @ 8000 RPM এবং 13.4 NM @ 6,000 RPM টর্ক শক্তি উৎপন্ন করতে পারে । ইঞ্জিনের সাথে একটী ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছ এবং ইঞ্জিনের ফুয়েল ট্রান্সফার করার জন্য দেয়া হয়েছে কার্বুরেটর । সাসপেনশনের ক্ষেত্রে বাজাজ নিয়ন এর সামনের দিকে দেয়া হয়েছে এন্টি-ফ্রিকশন বুশ সাসপেনশন, অন্য দিকে রেয়ার সাসপেনশন দেয়া হয়েছে ৫ স্টেপ এডজাস্টেবল নাইট্রোক্স শক এবজরভার । এর সাথে সামনের দিকে যুক্ত করা হয়েছে ২৮০মিমি ডিস্ক ব্রেক ও ৮০/১০০ সেকশন টায়ার এবং স্ট্যান্ডার্ড ১৩০মিমি ড্রাম ব্রেক এর সাথে দেয়া হয়েছে ১০০/৯০ সেকশন রেয়ার টায়ার । উভয় টায়ার হচ্ছে টিউবলেস টায়ার ।bajaj pulsar 150 neon 2019 edition

বাইকটিতে সর্বোচ্চ ১৫ লিটার তেল নেয়া যায় এবং বাইকটি ওজনে ১৪৪কেজি । বাজাজ পালসার ১৫০ নিয়ন এর কালার কিছুটা ভিন্ন ধরনের । বাইকটির সাইড প্যানেলে পালসার হলুদ কালারে লোগো দেয়া হয়েছে এবং পেছনে দেয়া হয়েছে গ্রেইব রেইল । এছাড়া থ্রী লোগো দেয়া হয়েছে রেয়ার কাউল এবং এলয় হুইল গুলোতে কালার স্কীম দেয়া হয়েছে ।

Bajaj Pulsar 150 Neon In Bangladesh

পালসার ১৫০ নিয়ন বাইকটি বিশেষ করে তরুনদের কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে । যারা বাইকের একটা ইউনিক লুকস চায় এবং সেই সাথে ১৫০সিসি সেগমেন্টের সবচেয়ে বেশি সেল হওয়া বাইকের মধ্যে একটি । আমরা আশা করছি আগামীকাল থেকে বাইকটি সারা বাংলাদেশে জুড়ে পাওয়া যাবে । বাজাজ দাবী করছে যে বাইকটি টেস্ট কন্ডিশনে ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিয়েছে ।

 bajaj pulsar 150 neon

বাজাজ পালসার ১৫০ নিয়নের মাধ্যমে বাজাজ পালসার মডেলের ৫টি ভার্সন বাংলাদেশে নিয়ে এসেছে । বর্তমানে তাদের রয়েছে Bajaj Pulsar, Bajaj Pulsar Twin Disc, Bajaj Pulsar NS160 এবং সম্প্রতি লঞ্চ হওয়া Bajaj Pulsar NS160 With FI & ABS । Bajaj Bike বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হওয়া মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে অন্যতম ব্র্যান্ড । সারা বাংলাদেশ জুড়ে তাদের রয়েছে ২৫০ ওর বেশি ডিলার পয়েন্ট । এছাড়া বাজারের স্পেয়ার্স পার্টস এর দামও কম । ২০১৯ এর শেষ দিকে এসে অনেক কোম্পানি তাদের নতুন নতুন মোটরসাইকেল লঞ্চ করছে যা মোটরসাইকেল মার্কেটে অনেক প্রভাব ফেলবে । ধন্যবাদ ।

FAQ - Bajaj Pulsar 150 Neon

1. বাজাজ মোটরসাইকেলের ১৫০সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক কোনটি?

উত্তরঃ বাজাজ পালসার ১৫০

2. বাজাজ পালসার এনএস ১৬০ এর নতুন ভার্সন কোনটি?

উত্তরঃ বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএস

3. বাজাজ পালসার ১৫০ কোন ভার্সনটি লঞ্চ করা হচ্ছে?

উত্তরঃ বাজাজ পালসার ১৫০ নিয়ন

4. বাজাজ পালসার ১৫০ নিয়ন এর দাম কত?

উত্তরঃ বর্তমানে বাইকটির দাম ধরা হয়েছে ১,৫৪,৯০০/- টাকা ।