ACI Motors Ltd – ইয়ামাহা ক্যাশব্যাক অফার ডিসেম্বর ২০১৯

This page was last updated on 14-Jul-2024 03:04am , By Ashik Mahmud Bangla

ACI Motors Ltd তাদের প্রিমিয়াম কোয়ালিটির মোটরসাইকেল গুলোতে দিচ্ছে ১৬,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার । এই অফারটি চলবে আগামী ৩১ শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ।aci motors ltd yamaha fzs fi v3 absইয়ামাহা বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড । তারা মুলত প্রিমিয়াম ক্যাটাগরির বাইকের দিকে বেশি নজর দেয় । সম্প্রতি আমরা টেস্ট করেছি  Yamaha FZS V3 বাইকটি, এই বাইকটি এই সেগমেন্টের প্রথম সিঙ্গেল চ্যানেল এবিএসসহ ফুয়েল ইঞ্জেকশন বাইক । Yamaha FZS Fi V3 বাইকটি এফজেড সিরিজের তৃতীয় জেনারেশন বাইক । বাইকটি ১৫০সিসি এয়ার কুল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন দেয়া হয়েছে । ইঞ্জিন থেকে 13 BHP @ 8000 RPM এবং 12.8 NM টর্ক @ 6,000 RPM উৎপন্ন হয় । এছাড়া ইয়ামাহা বাইক টির ইঞ্জিনে আরও নতুন ফিচারসহ অনেক কিছু যুক্ত করেছে । এই বাইকটিতে নতুন ভাবে যুক্ত করা হয়েছে এলইডি হেডলাইট, নতুন এলসিডি ডিসপ্লে, সিঙ্গেল চ্যানেল এবিএস, স্ট্যান্টডার্ড রেয়ার ডিস্ক ব্রেক, নতুন সুইচ গিয়ার, নতুন ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন যা বাইকটিকে আরও মাসকুলার তৈরি করেছে ।

yamaha fzs fi v2 dual disc

ACI Motors Ltd – ইয়ামাহা ক্যাশব্যাক অফার ডিসেম্বর ২০১৯

ModelCurrent PriceOffer Price till 31st December 2019 
R15 V3485,000469,000
R15 V3 (Monster)495,000479,000
MT 15435,000419,000
FZS Fi V3277,000261,000
FZ Fi V3265,000249,000
FZS Fi V2 Duel Disc245,000229,000


ACI Motors Ltd বর্তমানে বাংলাদেশে  Yamaha FZS V2 বাইকটি সিকেডি হিসেবে বাংলাদেশেই সংযোজন করা হচ্ছে । কারন বাইকটি চাহিদা বাংলাদেশে এখনও অনেক বেশি, এর কারন বাইকটির বেকিং ও ব্যালেন্স ।yamaha r15 v3 monster price bikebd yamaha motorcycle cashback offer 

Also Read: Motorcycle Riding Training Event For Female Riders By ACI Motors


বর্তমানে ACI Motors Ltd ভারত থেকে Yamaha R15 V3 নিয়ে আসছে । এর মুল কারন হচ্ছে -

  • বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস দেয়া হয়েছে, যা বাংলাদেশের রাস্তার জন্য অনেক জরুরী
  • টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, যা বাংলাদেশের রাস্তায় চলার জন্য অনেক বেশি সাহায্য করে । কারন বাংলাদেশ রাস্তা গুলো স্মুথ নয় ।
  • ইন্ডিয়ান ভার্সন হবার কারনে বাইকের পার্টস পাওয়া খুব সহজ । এছাড়া পার্টসের দামও অনেক কম ইন্দোনেশিয়ান ভার্সনের তুলনায় ।

এই বছর এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা রাইডার্স কাব্লের সাথে এক যোগে আয়োজন করেছিল বছরের সবচেয়ে বড় ইভেন্ট কক্স-বাজার রাইডিং ফিয়েস্তা ২০১৯ । দুই দিনের এই ইভেন্টে ৭৫০+ বাইকার অংশ গ্রহন করেছিল । অতীতে তারা এই ধরনের ইভেন্ট আয়োজন করেছিল ঢাকা, খুলনা, চট্টগ্রাম এ । আমরা আশা করব ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা এর যাত্রা বাংলাদেশের অন্যান্য বিভাগ ও জেলা গুলোতে অনুষ্ঠিত হবে ।