10 Most Expensive Bike In The World - সবচেয়ে দামি ১০ টি মোটরসাইকেল
This page was last updated on 14-Jul-2024 07:47am , By Ashik Mahmud Bangla
ছোট্ট একটা প্রবাদ বাক্য দিয়ে আজকের লেখাটা শুরু করা যাক। আমরা সবাই একটা প্রবাদের সাথে খুব পরিচিত সেটি হচ্ছে " শখের দাম লাখ টাকা "। সময়ের সাথে আমাদের চাহিদার অনেক পরিবর্তন এসেছে আর মানুষ তার শখ গুলোকে পূরনের জন্য যে কোন কিছু করতেই প্রস্তুত। প্রতিটি শৌখিন মানুষেরাই চান যেকোন মূল্যে তাদের শখের Expensive জিনিসগুলো হাসিল করে নিতে।
একটা সময় ছিলো সোনা রূপা হিরক ব্যবহার করা হতো শুধু মাত্র অলংকার বানানোর জন্য। কিন্তু বিলাসবহুল মানুষগুলো এখন তাদের প্রয়োজনীয় যন্ত্রেও Expensive জিনিসগুলো ব্যবহার করছেন। আর বিশ্বের সব নামি-দামি ব্যান্ডগুলো এই সব শৌখিন মানুষের কথা মাথায় রেখে প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন Expensive Bike। আর এই জিনিসগুলো এতটাই ব্যয়বহুল যে এগুলার দাম শুনলে হয়তো বা আপনি চমকে উঠবেন। আজ আমরা এমনি সব Expensive Bike সম্পর্কে জানবো যেগুলোর মূল্য আপনাকে অবাক করে দেবে। শুধু মাত্র মূল্যের জন্য না বাইক গুলো দুনিয়া জুড়ে পরিচিতি লাভ করেছে আরো বিশেষ কিছু কারনে। চলুন তাহলে জেনে নেয়া যাক এই বাইকগুলো সম্পর্কে।
Harley Davidson
বিখ্যাত মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান Harley Davidson এবার বাজারে নিয়ে এলো বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল। বিশ্ববাজারে এটির দাম রাখা হয়েছে ১ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর দাম ১৫ কোটি ১৬ লাখ টাকা। কি অবাক হলেন? অবাক হওয়ার মতোই ব্যাপার কারন এই টাকা দিয়ে আপনি চাইলে নামীদামী যে কোন ব্যান্ডের Expensive সব গাড়ি কিনতে পারবেন।
Harley Davidson এই অত্যাধুনিক মোটরসাইকেলে নাম দেওয়া হয়েছে ‘ সফটটেল স্লিম এস ’। বিলাসবহুল এই বাইকটি যৌথভাবে প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিখ্যাত গয়না ও ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ‘ বুশারার ’ এবং মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা ‘ বান্ডানার বাইক ’। আপনি জানলে অবাক হবেন যে এই বাইকটিতে ৩৬০ টি হীরা বসানো আছে। আর বাইকের স্ক্রু সবই সোনার দিয়ে তৈরি করা। এখানেই কিন্তু শেষ না, মোটরবাইকটিতে ছয়টি স্তরে রঙের প্রলেপ দেওয়া হয়েছে।
ফুয়েল ট্যাংকের ডান পাশে ৫ দশমিক ৪ ক্যারেটের ডায়মন্ড রিং বসানো হয়েছে। ফুয়েল ট্যাংকের এক পাশে ঘড়ি এবং অন্য পাশে হীরাখচিত রিং বসানো রয়েছে। আর এই হীরা থেকে বেরিয়ে আসা অসম্ভব সুন্দর আলো বাইকটিকে আরো বেশি আকর্ষনীয় করে তুলেছে। Expensive এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১ হাজার ৮৮৮ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন। মোটরসাইকেলটির গতি প্রতি ঘণ্টায় ১৮৮ কিলোমিটারের বেশি। যেহেতু একটি সুপার মেশিন তাই ওজনটাও বেশ অনেক। বাইকটির ওজন ৩৮৮ কেজি। সুপার ফিচার্ড এই বাইকে বসামাত্রই আঙুলের স্ক্যানিং শুরু করে দেবে মোটরসাইকেলটি। বিলাসবহুল এই মোটরসাইকেলটির নকশা তৈরি করতে আটজন বিশেষজ্ঞের ২ হাজার ৫০০ ঘণ্টা সময় লেগেছিলো।
Niemann Marx Fighter
বিলাসবহুল এই বাইকটি একটা সময় প্রথম স্থান অধিকার করে রেখেছিলো। Niemann Marx Limited এই বাইকটি বাজারে আনেন। তবে খুব অল্প সংখ্যক বাইক এসেছিলো। এই সুপার বাইকটির দাম প্রায় ১১০,০০,০০০ ডলার। বাইকটির টপ স্পিড প্রায় ২৩০ মাইল প্রতি ঘণ্টা।
AJS Porcupine
AJS Porcupine বাইকারটার সাথে অনেক বাইকার পরিচিত। চালানোর সৌভাগ্য না হলেও বাইকটি নিয়ে স্বপ্ন দেখেন আনেক বাইকার।আর তাই বিগত পাঁচ দশক পেরিয়েও অনেক প্যাশনেট বাইকারদের পছন্দের তালিকায় রয়েছে।
Expensive এবং জনপ্রিয় এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৫০০ সিসি-র শক্তিশালী ইঞ্জিন। বাইকটির দাম বিশ্ববাজারে প্রায় ৭০,০০,০০০ ডলার।0
Ecosse Spirit
বিলাসবহুল বাইকের তালিকায় জায়গা করে নেয়া আরো একটি বাইক হচ্ছে Ecosse Spirit। বাইকটিতে ২০০ হর্স পাওয়ারের তিনটি ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটি ঘন্টায় ২৩০ মাইল গতিতে ছুটতে সক্ষম। এই বাইকটির দাম প্রায় ৩০,৬০,০০০ ডলার।
Yamaha BMS
বিলাসবহুল বাইকের তালিকায় জনপ্রিয় ব্যান্ড Yamaha এর জায়গা থাকবে না সেটা হতে পারে না। Yamaha BMS বাইকটি রয়েছে বিলাসবহুল বাইকের তালিকায় প্রথমদিকের কাতারেই আছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৭০০ সিসির ডাবল ইঞ্জিন। বিশ্ববাজারে বাইকটির দাম প্রায় ৩০,০০,০০০ ডলার।
Feline One
Expensive বাইকের তালিকায় জায়গা করে নেয়া আরেকটি মোটরসাইকেল হচ্ছে Feline One। বিশ্ববাজারে বাইকটির মূল্য ধরা হয়েছে ২৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ১৮ লাখ টাকার মতো। বিখ্যাত ফরাসি ডিজাইনার ইয়াকুবা অত্যাধুনিক এই বাইকের ডিজাইন করেছেন। সুইজারল্যান্ডের মোটরবাইক কোম্পানি ফিলাইন বাইকটি বাজারে এনেছে। ফিলাইন ওয়ান নামের এই মডেলটি কার্বন, টাইটানিয়াম, উন্নত অ্যালুমিনিয়াম এবং চামড়ার তৈরি।
বিলাসবহুল সামগ্রী ব্যবহারে কোন কমতি রাখা হয় নি। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৮০১ সিসির ৩ সিলিন্ডার ইঞ্জিন এবং ৬টি গিয়ারবক্স আছে। তবে এই বাইকটির টপ স্পীড সম্পর্কে কিছু জানা যায় নি। সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হচ্ছে এর ওজন মাত্র ১৫৫ কেজি। Feline এই মডেলের মাত্র ৫০টি বাইক ছেড়েছে। কোম্পানিটির মতে ৪ বছর ধরে প্রযুক্তিগত গবেষণা চালানোর পর তারা বাইকটি উৎপাদন করেতে সক্ষম হয়েছে।
Cosmic Starship
বিলাসবহুল বাইকের তালিকার থাকা এই Harley Davidson Cosmic Starship বাইকটি বহু বিখ্যাত হলিউড এবং বলিউড নায়কদের স্বপ্নের তালিকায় রয়েছে। অনেক শৌখিন বাইকারদের পছন্দের তালিকার প্রথমেই রয়েছে এই সুপার বাইকটি। বিশ্ববাজারে বাইকটির দাম প্রায় ১০,৫০,০০০ ডলার।
Dodge Tomahawk V10
Dodge Tomahawk শুধুমাত্র যে একটি বিলাসবহুল বাইক সেটা কিন্তু নয়,এটি একটি সুপার বাইক ও বটে। Dodge Tomahawk বাইকটি তার অদ্ভুত গঠনের কারনে অনেক জনপ্রিয়। বাইকটির দেখতে একেবারেই ভিন্ন ধরনের। আর ইঞ্জিনের অসাধারণ ডিজাইন এর কারনে বাইকটি অনেকের মনেই জায়গা করে নিয়েছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৫০০ হর্স পাওয়ারের ইঞ্জিন যেটি ঘন্টায় ৩০০ মাইল গতিতে ছুটতে সক্ষম। বিশ্ববাজারে এই বাইকটির দাম প্রায় ৫,৫০,০০০ ডলার।
Ecosse Titanium FE Ti X X:
সুপার এই বাইকটির দাম বিশ্ববাজারে প্রায় ৩,০০,০০০ ডলার। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ২২৫ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। যেটি ঘন্টায় ১৯৭ মাইল গতিতে ছুটে চলতে সক্ষম।
Ducati Desmosedici RR
অসাধারণ ডিজাইন আর অত্যাধুনিক সব ফিচারের জন্য Ducati ব্যান্ডটি বাইকারদের কাছে খুব জনপ্রিয়। বিলাসবহুল বাইকের তালিকায় ও অবস্থান আছে ডুকাতির। Ducati Desmosedici RR এই সুপার বাইকটির দাম বিশ্ববাজারে প্রায় ২,৩২,০০০ ডলার। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৯৭.৩ হর্স পাওয়ারের ইঞ্জিন,যেটি ঘণ্টায় ২০০ মাইল গতিতে ছুটতে সক্ষম।
Ducati Testa Stretta NCR
Ducati এর আরো একটি বাইক বিলাসবহুল বাইকের তালিকায় অবস্থান করছে। আর সেটি হলো Testa Stretta NCR । বিশ্ববাজারে এই সুপার বাইকটির দাম প্রায় ২,২৫,০০০ ডলার। ডুকাটি তাদের এই বাইকটিতে ব্যবহার করেছে ১৮৫ হর্স পাওয়ারের ইঞ্জিন। আর এই বিলাসবহুল সুপার বাইকটি ঘন্টায় ৪০০ মাইল গতিতে সক্ষম। এ থেকে স্পষ্ট বোঝা যায় বিলাসবহুল এর পাশাপাশি এই বাইকটি গতির দানব ও বটে।
MTT Turbine
কিছুটা লম্বা আকৃতি হওয়ার কারনে MTT Turbine বাইকটি অনেকের পছন্দের তালিকায় রয়েছে। বিশ্ববাজারে বাইকটির দাম প্রায় ১,৭৫,০০০ ডলার। বিলাসবহুল এই সুপার বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৪২০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। যেটি প্রতি ঘন্টায় ২০০ মাইল গতিতে ছুটতে সক্ষম।
Expensive বাইক ব্যবহার করার স্বপ্ন প্রায় সব বাইকাররা দেখেন। একজন বাংলাদেশি বাইকার হিসেবে সেই স্বপ্নটা আমার ও আছে। আজকের তালিকায় যে বিলাসবহুল বাইকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হয়তো কোন একদিন আমাদের দেশে আসবে কিন্তু কথা হচ্ছে মূল্যটা হয়তো বিশ্ববাজারের চেয়ে অনেক বেশি হবে।