৫০ সিসির স্কুটার নিয়ে ১৫,৯২৬ কি.মি অতিক্রম । ওয়ার্ল্ড রেকর্ড
This page was last updated on 12-Jan-2025 12:12pm , By Ashik Mahmud Bangla
৫০ সিসির স্কুটার নিয়ে ১৫,৯২৬ কি.মি পথ অতিক্রম করেছেন দুই বন্ধু। নিজের প্রিয় মোটরসাইকেল নিয়ে বিভিন্ন রেকর্ড করা বাইকারদের জন্য নতুন কিছু না। অতীত কাল থেকে বাইকাররা তার মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ধরণের রেকর্ড করেছে ,যা অনেকেই চিন্তাই করতে পারে না। আমাদের দেশ ও পিছিয়ে নেই, এখন সুযোগ পেলেই আমাদের দেশের বাইকাররা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন রেকর্ড করার করার চেষ্টা করেন।
৫০ সিসির স্কুটার নিয়ে ১৫,৯২৬ কি.মি পথ অতিক্রম ।
আজ আমরা এমন দুই বাইকারদের নিয়ে আলোচনা করবো যারা আমাদের দেশের না, কিন্তু তাদের সম্পর্কে আপনাদের জানা উচিৎ। এই দুই বাইকার ৫০ সিসির স্কুটার দিয়ে ১৫,৯২৬ কি.মি পথ অতিক্রম করে ওয়াল্ড রেকর্ড করেছেন। সুতরাং যারা মনে করেন অল্প সিসির বাইক নিয়ে লং এ ঘুরতে যাওয়া যাবে না তাদের ধারণাটা একদম ভুল। আপনি যেই সিসির বাইক চালান না কেনো আপনার যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে এবং আপনার বাইকের উপর সঠিক নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনিও আপনার বাইক নিয়ে রেকর্ড করতে পারবেন।
Also Read: Yo Edge Price In Bangladesh - BikeBD
ল্যানসডেল, পেনসিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র - ইয়োনাতান বেলিক (ইস্রায়েল) এবং আমেরিকান পাল মাইক রেড একটি ৫০ সিসির স্কুটারে মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত ৪৮ টি সংলগ্ন রাজ্য জুড়ে ৯,৮৯৫ মাইল ১৫,৯২৫.৪১ কি.মি যাত্রা করেছেন। ওয়ার্ল্ড রেকর্ড একাডেমি অনুসারে, ৫০ সিসি স্কুটারে দীর্ঘতম যাত্রার নতুন বিশ্ব রেকর্ড। দুই বন্ধু, শান্তি শিবিরের প্রাক্তন উপদেষ্টা যারা সংঘাতময় অঞ্চল থেকে যুব নেতাদের সম্মান জানায়, হুইলিং ফর ওয়ার্ল্ড (W4W) সম্মিলিতভাবে স্থাপন করেছিল। W4W এর পক্ষে তারা সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০১৯ পর্যন্ত ৯,৮৯৫ মাইল পথ ভ্রমণ করেছে। স্কুটারগুলির বৃহত্তম এই রাইডের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাদের জায়গা করেছিলেন, এবং তারা মোট ৮৬০ জন অংশগ্রহণকারীদের সমন্বিত করেছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্কুটারগুলির বৃহত্তম রাইডের জন্য এই বিশ্ব রেকর্ডকেও স্বীকৃতি দিয়েছেন। বেলিক ব্যাখ্যা করেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গোষ্ঠীর বিভাজন এবং অমানবিকতার সময়ে প্রসারিত মার্কিন যুক্তরাষ্ট্রে সুন্দর বৈচিত্র্য দেখানোর লক্ষ্যে এটি অ্যাডভেঞ্চার, বন্ধুত্বপূর্ণ রাইডের সংমিশ্রণ ছিল।
Also Read: Kalk Price In Bangladesh
রিডের জন্য এই সমস্ত কিছুই ছিল "খোলামেলা এলোমেলো অপরিচিত লোকেরা কীভাবে আমাদের সাথে তাদের জীবন ভাগাভাগি করছিল, তা সে তাদের ঘরে ঘরে গিয়ে দেখতে চেয়েছিলেন এবং এই ভ্রমণের মাধ্যমে অসাধারণ সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের সামতে তুলে ধরতে চেয়েছিলেন" নিজের প্রিয় বাইকটিকে নিয়ে লং রাইড করার স্বপ্ন দেখা দোষের কিছু না, তবে ৫০ সিসির বাইক নিয়ে এতো বড় লং রাইড করা মোটেও সহজ ব্যাপার ছিলো না। কিন্তু এই দুই বাইকারের কঠোর ইচ্ছা এবং চেষ্টা তাদেককে তাদের লক্ষ্যে নিয়ে গেছে। সব সময় হেলমেট ব্যবহার করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন। এখন যেহেতু লকডাউন চলছে তাই বিশেষ প্রয়োজন না হলে বাসার বাইরে যাবেন না।
তথ্য সূত্রঃ World Record Academy