গিয়ারএক্স বাংলাদেশ হেলমেট ওয়াশ ও বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং ক্যাম্পেইন
This page was last updated on 30-Jul-2024 10:05am , By Raihan Opu Bangla
গিয়ারএক্স বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বড় মোটরসাইকেল এক্সেসরিজ এবং ব্র্যান্ড শপ। তারা বাইকাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গিয়ার্স এবং এক্সেসরিজ বিক্রয় করে থাকে। এছাড়া বিভিন্ন সময়ে তাদের প্রোডাক্টের উপর ছাড় ও অফার প্রদান করে থাকে।
বর্তমানে বাইকারদের মাঝে সেফটি নিয়ে অনেক সচেতনতা কাজ করে। আর এ কারণেই তারা ভাল ও উন্নত মানের সেফটি গিয়ার্স ক্রয় করতে চান। এই সকল সেফটি গিয়ার্সের মধ্যে হেলমেট সবচেয়ে জরুরী একটি গিয়ার্স।
গিয়ারএক্স বাংলাদেশ Bilmola, KYT, ICON, Soumy, এবং Zeus হেলমেটের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এই সব গুলো হেলমেট ব্র্যান্ড হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট ব্র্যান্ড।
একটা সময় ছিল যখন বাইকাররা হেলমেট ও সেফটির ব্যাপারে তেমন গুরুত্ব প্রদান করত না, তবে এখন অনেক পরিবর্তন এসেছে। তাই এখন সবাই হেলমেট পরে রাইড করে থাকেন। আর হেলমেট পরলে হেলমেট ময়লা হবে এবং সেটা পরিস্কার করতে হবে।
গিয়ারএক্স বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য আবার নিয়ে এসেছে হেলমেট ওয়াশ এবং বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং ক্যাম্পেইন। যেখানে কাস্টোমাররা তাদের হেলমেট ফ্রী ওয়াশ ও বিএমসি এয়ার ফিল্টার ক্লিন করতে পারবেন।
তবে এখানে কিছু শর্তাবলী রয়েছে। শর্ত গুলো হচ্ছেঃ
- এই হেলমেট ক্লিনিং ক্যাম্পেইন শুধু মাত্র KYT, Bilmola, Zeus, ICON, এবং Suomy হেলমেট ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে
- ফ্রী বিএমসি ক্লিনিং ও সেট আপ (শুধু মাত্র অফিশিয়াল প্রোডাক্ট ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য)
- এই ক্যাম্পেইনটি চলবে ২১ মে ২০২২ তারিখ থেকে ২৬ মে ২০২২ তারিখ পর্যন্ত এবং এটি শুরু হবে দুপুর ১২ টা থেকে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ক্যাম্পেইনটি শুধু মাত্র গিয়ারএক্স এর ফ্ল্যাগ শোরুমের জন্য প্রযোজ্য
বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং এর জন্য কাস্টোমারকেই এয়ার ফিল্টারটি খুলে নিয়ে আসতে হবে। আপনি এয়ার ফিল্টারটি ডিসেম্বেল করতে চাইলে গিয়ারএক্স এর আউটলেটের পাশেই মটো গ্যারাজে করতে পারবেন। সেই সাথে এসেম্বলও করতে পারবেন, খুবই কম খরচে।
গিয়ারএক্স বাংলাদেশ শুধু মাত্র বিএমসি এয়ার ফিল্টার ক্লিন ও সেট আপ করবে। এই ক্লিনিং এর জন্য তারা বিএমসি এর জেনুইন ক্লিনিং কিট ব্যবহার করবে।
এই ক্যাম্পেইনটি খুব কম সময়ের জন্য দেয়া হয়েছে। আপনি যদি আপনার হেলমেট ক্লিন করে না থাকেন, তবে এই ক্যাম্পেইনের অফারটি গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।