নওগাতে হিরো মোটরসাইকেল আয়োজন করতে যাচ্ছে Hero Xtreme 125R কেয়ার ক্যাম্প
This page was last updated on 29-Jan-2026 11:33am , By Arif Raihan Opu
বাংলাদেশের বাজারে স্বল্প সময়ে লুকস এবং পারফরম্যান্স দিয়ে Hero Xtreme 125R সহজেই বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে। বাইকারদের এই জনপ্রিয়তাকে ঘিরে হিরো সম্প্রতি দেশব্যাপী সার্ভিস ক্যাম্প এর আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় আগামী ৩০ ও ৩১শে জানুয়ারী নওগাঁয় অনুষ্ঠিত হবে হিরো এক্সট্রিম কেয়ার ক্যাম্প।

হিরো এক্সট্রিম কেয়ার ক্যাম্প জানুয়ারি ২০২৬
নওগাঁর নওজোয়ান মাঠে Hero Xtreme 125R রাইডারদের জন্য দুই দিন ব্যাপী এই আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

সার্ভিস ক্যাম্পে থাকছে ফ্রি FI ডায়াগনসিস এবং ১০-পয়েন্ট ফ্রি চেকআপ। পাশাপাশি ইঞ্জিন অয়েল ও স্পেয়ার পার্টসে ৫% ডিসকাউন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন।
আরও পড়ুনঃ সকল হিরো মোটরসাইকেলের দাম

সার্ভিস কেয়ারের পাশাপাশি বাইকারদের জন্য থাকছে গেমিং জোন এবং এক্সক্লুসিভ গিফটস। তাই দেরী না করে নওগাঁ ও এর আশেপাশের Xtreme 125R ব্যবহারকারীরা উক্ত ইভেন্টে অংশগ্রহণ করুন। সময়মতো কেয়ার নিন— বাইক রাখুন সেরা অবস্থায়, রাইড করুন নিশ্চিন্তে।
আরও পড়ুনঃ হিরোর সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন
স্থান: নওজোয়ান মাঠ, নওগাঁ
ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/orypKNKCP3oYVags5
তারিখ: ৩০ ও ৩১ জানুয়ারি
আরো বিস্তারিত জানতে ও যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন: 01713-667476