সুজুকি বাংলাদেশ দিচ্ছে ৬ মাসের ০% কিস্তি সুবিধা
This page was last updated on 11-Jan-2025 07:38pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে সুজুকি মোটরসাইকেল। র্যানকন মোটর বাইকস লিমিটেড বাংলাদেশে সুজুকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সুজুকি তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার।
সুজুকি বাংলাদেশ ০% কিস্তি সুবিধা
Also Read: Suzuki Gixxer ৭০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - রসেল রানা
সুজুকি বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে কিস্তিতে মোটরসাইকেল ক্রয়ের সুবিধা। এখন সুজুকির মোটরসাইকেল ক্রয়ে কাস্টোমার পাচ্ছেন নির্দিষ্ট ব্যাংক থেকে কিস্তি সুবিধা।
সর্বোচ্চ ৬ মাসে শতকরা ০% হারে আপনি এখন সুজুকির মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। তবে এই ০% সুবিধা শুধু মাত্র প্রথম ৬ মাসের জন্য প্রযোজ্য হবে।
এই সুবিধা শুধু মাত্র সুজুকির নির্ধারিত ব্যাংক থেকে নেয়া যাবে। বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামের ফ্ল্যাগশিপ শোরুম থেকে এই কিস্তি সুবিধা গ্রহণ করা যাবে। তবে আমরা আশা করছি দ্রুত বাংলাদেশের প্রতিটি শোরুম থেকে এই সুবিধা দেয়া হবে।
সুজুকির অফার সম্পর্কে জানতে সুজুকির অফিশিয়াল ফেসবুক পেজ অথবা আপনার কাছাকাছি সুজুকি মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল সাম্প্রতিক খবর, মোটরসাইকেলের তথ্য, দাম, রাইডিং টিপস সহ সব জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।