স্পিডার বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে নতুন স্পোর্টস বাইক Speeder NSX165R!
This page was last updated on 09-Jan-2025 05:22pm , By Raihan Opu Bangla
স্পিডার মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল যারা দেশেই মোটরসাইকেল এসেম্বেল করে থাকে। তারা নিয়ে আসতে যাচ্ছে নতুন স্পোর্টস বাইক Speeder NSX165R। বাইকটি পুরোপুরি ভাবে একটি স্পোর্টস মোটরসাইকেল যাতে অনেক ফিচার্স দেয়া হয়েছে।
Also Read: Top 5 160cc Cafe Racer Bikes In Bangladesh
স্পিডার বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে নতুন স্পোর্টস বাইক Speeder NSX165R!
শুরুতেই বলা যায় যে এর সামনে হেডলাইট হিসেবে দেয়া হয়েছে ৪টি এলইডি প্রোজেকশন হেডলাইট, যার দুটি লো বিমে এবং চারটি একই সাথে হাই বিমে দেখা যায়। অন্যান্য ফিচার্স এর মধ্যে রয়েছে স্পোর্টি হ্যান্ডেলবার, স্প্লিট সিট, রেয়ার টায়ার হ্যাগার, ডাবল ব্যারেল এক্সহস্ট, সামনের দিকে ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে মনোশক সাসপেনশন।
বাইকটিতে লিফানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর তারা এটি সেভাবে অন্য থাই ব্র্যান্ডের মত ঢেকে রাখেনি। সরাসরি বলে দিয়েছে যে ইঞ্জিন লিফানের কাছে থেকে নেয়া। ইঞ্জিনটি ১৬৫সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং এটি NBF2 কার্বুরেটর ইঞ্জিন। এর সাথে যুক্ত করা হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।
Also Read: Speeder 160cc Price in Bangladesh At A Glance | BikeBD
স্পিডারের মত Speeder NSX165R বাইকটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ 18 BHP @ 10,000 RPM এবং 14.6 NM @ 8500 RPM টর্ক উৎপন্ন করতে পারবে। বাইকটির হুইলবেস ১৩৮০মিমি যার কারণে বাইকটি বেশ বড়সড় অনেকটা টারো জিপি এর মতো।
Speeder NSX165R দুটি প্রধান ফিচার্সঃ
- ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে সামনের দিকে ডুয়েল ডিস্ক ব্রেক
- টিএফটি মনিটর এর ডিজিটাল স্পিডোমিটার
Also Read: Speeder Force 110 Price In Bangladesh
বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৬০মিমি এবং এর সামনের দিকে দেয়া হয়েছে ১১০ সেকশন টায়ার ও রেয়ারে দেয়া হয়েছে ১৫০ সেকশন টায়ার, যা বাংলাদেশে খুব কম সংখ্যক বাইকে রয়েছে। এর ফিচার্স এর মধ্যে রয়েছে ফোন চার্জ করার জন্য ইউএসবি, এর ফুয়েল ট্যাঙ্কে ১৪ লিটার ফুয়েল নেয়া যায়, আরও রয়েছে 12V 7AH ব্যাটারি। কোম্পানি দাবী করছে যে বাইকটির টপ স্পিড ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে।
Also Read: Top Speeder Bikes Under 1.5 Lakh At A Glance | BikeBD
এখন বাইকটি শুরুতেই যখন আপনি দেখবেন বা বাইকের বাইরের লুকস আপনাকে ভাবিয়ে তুলবে এবং এটিকে ডুকাটি থেকে কপি করা মনে হতে পারে। হ্যা, তারা এটি কপি করেছে, তবে আমরা জানি যে ডুকাটি সারা বিশ্বে এখন পর্যন্ত ৯০০সিসি এর নিচে কোন বাইক তৈরি করেনি। তবে ভবিষ্যতে যদি আপনি ল্যাগালি চান তবে হয়ত রাইড করতে পারবেন।
Speeder NSX165R এর সরাসরি প্রতিযোগী হচ্ছে Taro GP 1, GPX Demon এবং আমরা আশা করছি বাইকটির দাম ৩ লাখ এর নিচেই হবে। অগাস্ট এর মাঝামাঝি সময়ে বাইকটির প্রি-বুকিং শুরু হবে বলে আমরা ধারণা করছি। তবে এটি কোভিড-১৯ এর অবস্থার উপর অনেকখানি নির্ভর করে থাকে।
বিস্তারিত জানতে আপনারা স্পিডার এর হটলাইন নাম্বারে কল করতে পারেন - 01950-102102 । ধন্যবাদ।