লং রাইড এর সময় কি কি স্পেয়ার পার্টস সাথে রাখবেন ? বিস্তারিত
This page was last updated on 18-Jul-2024 05:58am , By Raihan Opu Bangla
আমাদের মধ্যে এমন রাইডার আছেন যারা লং রাইড করতে যেতে চাচ্ছেন, অনেকেই আবার জানেন না লং রাইডে গেলে কি কি স্পেয়ার পার্টস সাথে রাখা জরুরী। আজ আমরা এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যখন দূরের কোন গন্তব্যে যাত্রা শুরু করবেন এই পার্টসগুলো অবশ্যই আপনার সাথে রাখবেন।
লং রাইড এর স্পেয়ার পার্টসঃ
আপনি যখন বাইক নিয়ে লং রাইডে যাবেন তখন মনে করে অবশ্যই বাইকের এই জিনিসগুলো সাথে নিয়ে যাবেন। এই জিনিসগুলো আপনার সাথে থাকলে আপনার চলার পথে অনেক সমস্যাই কমে যাবে।
১- টুল বক্সঃ
প্রতিটা বাইকের সাথেই একটি টুল বক্স দেয়া থাকে, এটি দিয়ে আপনি আপনার বাইকের অধিকাংশ অংশ খুলে নিতে পারবেন। কিন্তু যদি আপনার বাইকে এই টুল বক্স দেয়া না থাকে সেক্ষেত্রে আপনাকে একটি টুলবক্স কিনে নিতে হবে। চলার পথে কখন কি সমস্যা হয় সেটা বলা বেশ মুশকিল। তাই বিপদে পরার আগে অবশ্যই বাইকের সাথে টুল বক্স রাখুন, যাতে চলার পথে ছোট ছোট ছোট সমস্যা হলে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারেন।
২- ক্লাচ ক্যাবলঃ
আপনি যত ভালো বাইক ব্যবহার করেন না কেনো আপনি যখন লং রাইডে বের হবেন অবশ্যই একটা এক্সটা ক্লাচ ক্যাবল সাথে রাখবেন। আর অবসর সময়ে নিজের বাইকের ক্লাচ ক্যাবল পরিবর্তন করা শিখে রাখবেন। আপনি যদি ক্লাচ ক্যাবল সাথে রাখেন তাহলে রাস্তায় যে কোন সমস্যা হলে আপনি আপনার নিজের বাইকের ক্যাবল নিজেই চেঞ্জ করে নিতে পারবেন।
আরও পড়ুন >> কম সিসির বাইক নিয়ে হাইওয়েতে রাইড করার ৬ টি সঠিক নিয়ম
৩- থ্রটল ক্যাবলঃ
আমরা সবাই জানি বাইকের থ্রটল ক্যাবল বাইকের জন্য কতটা জরুরী। চলন্ত অবস্থায় বাইকের থ্রটল ক্যাবল ছিড়ে যাওয়া কতটা বিরক্তিকর সেটা আমরা সবাই জানি। আমাদের অনেকের সাথে এমনটা হয়েছে আমরা হয়তো এমন কোথাও বিপদে পরেছি যেখানে থ্রটল ক্যাবল ঠিক করানোর জন্য কোন ম্যাকানিক পাওয়া যায় না।
কিন্তু এখানে আপনার সাথে যদি থ্রটল ক্যাবল থাকে এবং আপনি যদি নিজে সেটা পরিবর্তন করতে জানেন তাহলে আপনার আর কোন কিছুর জন্য অপেক্ষা করতে হবে না।
৪- বাইকের ফিউজঃ
লং রাইডে গেলে অনেক কারনে অনেক সময় বাইকের বিভিন্ন ফিউজ কেটে যেতে পারে। আর আমাদের অনেকের ফিউজের কথা একেবারেই মনে থাকে না। কিন্তু ফিউজ কেটে গেলে বাইকের লাইট,হর্ন সহ আরও কিছু জিনিস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইকের এক সেট এক্সটা ফিউজ সব সময় নিজের সাথে রাখুন।
৫- টায়ার জেলঃ
আপনার বাইকের চাকা যদি টিউবলেস হয়ে থাকে আর আপনি যদি জেল চাকায় বাইক চালিয়ে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে লং রাইডে যাওয়ার সময় ভালো মানের দুইটা টায়ার জেল নিয়ে যান। বাইকের চাকা লিক হয়ে যাওয়া কোন বড় ব্যাপার না, কিন্তু সেই বাইক যদি আপনার ধাক্কা দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হয় তাহলে সেটা ঝামেলার ব্যাপার। কিন্তু আপনি যদি সাথে জেল রাখেন তাহলে আপনার বাইক যেখানে লিক হউক আপনার বড় কোন বিপদে পরতে হবে না।
৬- টিউবঃ (যদি টিউব টায়ার হয়)
আপনার বাইকের চাকা যদি টিউবলেস না হয়ে থাকে তাহলে আপনার বাইক নিয়ে যেখানে লং ট্যুরে যান না কেনো একটা এক্সটা টিউব সব সময় সাথে রাখবেন। আর নিজের বাইকের ছোট ছোট কাজগুলো সব সময় নিজে করা শিখে নিবেন। আপনি যখন আপনার নিজের বাইকের কাজ নিজে করতে পারবেন তখন আপনার কাছে অনেক সমস্যাই সমস্যা মনে হবে না।
৭- বাইক পাম্পারঃ
বাজারে অনেক ধরনের বাইক পাম্পার পাওয়া যায়, আপনি আপনার সুবিধা মতোন ছোট একটা পাম্পার কিনে রাখুন। তবে এটা কেনার সময় বেশ কিছুদিক বিবেচনা করে কিনবেন। পাম্পারটি এমন সাইজের কিনুন যেনো এটি সব জায়গায় খুব সহজে বহন করা যায়।
৮- ফাস্ট এইড বক্সঃ
আমাদের অধিকাংশ বাইকারদের কাছে এই জিনিসটা থাকে না। কিন্তু মানুষের জীবনে বিপদ কখনো বলে আসে না, ফাস্ট এইড বক্স সাথে থাকলে কখনো যদি চলার পথে কোন সমস্যা হয় এটা আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে। আপনি যখন কোথাও লং রাইডের উদ্দেশ্যে বের হবেন তখন সেফটি গার্ড ব্যবহার করার পাশাপাশি সব সময় ফাস্ট এইড বক্স সাথে রাখুন।
আপনি যদি আপনার বাইকের ছোট ছোট কিছু কাজ জানেন তাহলে আপনি আপনার বাইকের অনেক সমস্যা নিজেই সমাধান করে নিতে পারবেন। হুট করে কোন প্লান ছাড়া কখনো অনেক দূরের পথে যাত্রা শুরু করবেন না।