রয়্যাল এনফিল্ড রাইড আউট জানুয়ারি ২০২৬
This page was last updated on 29-Jan-2026 12:09pm , By Arif Raihan Opu
১২৫ বছরের পুরাতন ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। এটা কেবল মাত্র বাইক ই না, বরং একটা লাইফস্টাইল লিগ্যাসি। বিশ্বব্যাপী রয়্যাল এনফিল্ড তাদের ব্যবহারকারীদের সাথে নিয়ে শর্ট বা লং রাইডের আয়োজন করে থাকে।

রয়েল এনফিল্ড রাইড আউট জানুয়ারি ২০২৬
সেই একই ধারাবাহিকতায় বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের পরিবেশক ইফাদ মটরস লিমিটেড এর পক্ষ থেকে রাইডআউটের ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

নতুন বছর কে সামনে রেখে আগামী ১০ই জানুয়ারী, ২০২৬ তারিখে তারা সকল রয়্যাল এনফিল্ড ব্যবহারকারীদের সাথে নিয়ে ঢাকা থেকে কিছুটা দূরে একটি ডে লং রাইডের আয়োজন করেছে।
রাইডটি ১০ই জানুয়ারী সকালে রয়্যাল এনফিল্ডের তেজগাঁও ফ্ল্যাগশীপ শোরুম থেকে শুরু হয়ে টাঙ্গাইলের যমুনা স্কাই ভিউ রেস্টুরেন্টে গিয়ে শেষ হবে।

রাইডআউট ইভেন্ট টির আসন সীমিত, তাই এই রয়্যাল জার্নিতে যেতে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
আরো বিস্তারিত জানতে বা রেজিস্ট্রেশন করতে নিকটস্থ রয়্যাল এনফিল্ড শোরুমে ভিজিট করুন।