রানার মোটরসাইকেল - ৫ম ঢাকা বাইক শো ২০১৯

This page was last updated on 13-Jul-2024 06:45am , By Saleh Bangla

বাংলাদেশের শীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারকের মধ্যে অন্যতম রানার অটোমোবাইলস লিমিটেড ৫ম ঢাকা বাইক শো ২০১৯-এ অংশগ্রহণ করেছে । এই অনুষ্ঠানে রানার তাদের বর্তমান লাইন আপে থাকা মোটরসাইকেল গুলোর প্রদর্শন করেছে এবং সেই সাথে বিদেশে রপ্তানি বাজারের জন্য প্রস্তুতকৃত তাদের আন্তর্জাতিক মানের মোটরসাইকেলের মডেল গুলোও প্রদর্শন করতে দেখা যায়।

রানার মোটরসাইকেল - ৫ম ঢাকা বাইক শো ২০১৯

runner motorcycle রানার মোটরসাইকেল

রানার অটোমোবাইলগুলি Runner AD80S এর সাথে তার সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে, যা এখনও পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত 80cc মোটর সাইকেল। তাদের Runner Knight Rider 150 এবং Runner Turbo 125 তাদের প্যাভিলিয়নে নতুন কালার এর বাইক প্রদর্শন করে । রানার অটোমোবাইল তাদের মোটরসাইকেল নেপালের মতো দেশে রপ্তানি করছে । রানার তাদের গ্লোবাল মার্কেট পোর্টফোলিও প্রদর্শন করবে যাতে থাকবে  Fire – Blade , এটি একটি নেকেড স্পোর্টস যেখানে ইঞ্জিন ১২৫, ১৫০ এবং ১৬৫ সিসির মধ্যে থাকবে। এছাড়াও রানার স্পোর্টস বিভাগে ২০০ সিসির ডমিনেটর প্রদর্শন কর। 

runner dominator bike bd

আমাদের জন্য এটি সত্যিই কষ্টের বিষয় যে, কারন যেহেতু আমাদের বাংলাদেশে হায়ার সিসি মোটরসাইকেল তৈরি করা যায় সেখানে সামান্য কিছু কারণে আমাদের ১৬৫সিসি এর বেশি মোটরসাইকেল চালানোর অনুমতি নেই। আমি মনে করি বাংলাদেশের সড়কে ২50cc পর্যন্ত সাইকেল চালানোর জন্য যথেষ্ট । এছাড়াও তাদের প্যাভিলিয়নে ১৬৫ সিসির নেকেড মোটরসাইকেল SS3  ও ২০০ সিসির অফ-রোড মোটরসাইকেল Hawk ছিল। এই বাইকগুলি ইতিমধ্যেই নেপালে বেশ জনপ্রিয়তা অর্জন করছে এবং খুব শীঘ্রই রানার আফ্রিকান বাজারে সাশ্রয়ী মূল্যে মোটরসাইকেল বাজারজাত করার জন্য কাজ করবে ।

Also Read: চলতি মাসেই মোটরসাইকেল রফতানি করবে রানার

runner road rodeo bikebd

রানার এর পাশাপাশি, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আর একটি ব্র্যান্ড ইউএম ব্র্যান্ড প্রদর্শন করে। ইউএম রানারের অধীনে তাদের লাইনআপে ৩টি মোটরসাইকেল রয়েছে। UM Renegade Commando একটি ক্রুজার মোটরসাইকেল, UM Renegade Commando Sports এটিও একটি ক্রুজার মোটরসাইকেল ও UM X- Street 150R রানারের একটি নেকেড স্পোর্টস মোটরসাইকেল। 

Also Read: করোনার কারনে পিছিয়ে গেল ৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২০!

৫ম ঢাকা বাইক শোতে রানার অটোমোবাইলস লিমিটেড,  ক্রিকেটের নম্বর ওয়ান অলরাউন্ডার, সাকিব আল হাসানকে একটি UM Runner Renegade Commando Sports মোটরসাইকেল উপহার দিয়েছে । সাকিব আল হাসান ৪ বছরেরও বেশি সময় ধরে রানার মোটরসাইকেলের ব্র্যান্ড এম্ব্যাসডর রয়েছেন। 

runner vespa aprilia

ঢাকার বাইক শোতে রানার  ঘোষণা দিয়েছে যে তারা এপ্রিলিয়া ও ভেসপা মোটরসাইকেলের আনুষ্ঠানিক ডিস্ট্রিবিউটার হবেন। এপ্রিলিয়া ও ভেসপা উভয়ই পিইয়াগো এর অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে ।