স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে কি কি সমস্যা হবে ?
This page was last updated on 12-Jan-2025 04:56pm , By Raihan Opu Bangla
স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে কি বাইকে কোন সমস্যা হবে ? এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই আছে , আজ আমরা এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে আপনি যেমন কিছু সুবিধা পাবেন ঠিক তেমনি আপনি কিছু ছোট্ট অসুবিধারও সম্মুখীন হবেন। প্রতিটা কোম্পানি তাদের বাইক বানানোর আগে অনেক গবেষণা করে তারপর একটি বাইক বাজারে আনে ,আর আপনি যদি সেটার পরিবর্তন করতে চান তাহলে তো আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনে নিতে হবে।
স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে কি কি সমস্যা হবে ?
স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে কি কি সুবিধা পাওয়া যাবে?
আমি আমার দুটি বাইকের স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগিয়েছিলাম সেই অভিজ্ঞতা থেকে বলছি, মোটা টায়ারের বেশ কিছু সুবিধা রয়েছে। সেগুলো হলো,
- স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে আপনি আপনার বাইক থেকে আগের চাইতে কিছুটা ভালো ব্যালেন্সিং পাবেন।
- মোটা টায়ার ব্যবহারের ফলে আপনার বাইকের ব্রেকিং এ আগের চাইতে কিছুটা উন্নতি হবে, তবে আপনাকে অবশ্যই ভালো টায়ার ব্যবহার করতে হবে।
- কর্নারিং এর সময় আগের চাইতে ভালো ব্যালেন্স পাবেন, এর ফলে আপনি কর্নারিং করে কিছুটা বেশি মজা পাবেন।
- ভাংগা রাস্তায় বাইক কন্ট্রোল করতে আগের চাইতে কিছুটা বেশি কম্ফোর্ট ফিল করবেন।
আপনি যখন চিকন টায়ারের কোন বাইকে মোটা টায়ার লাগাবেন তখন এটি আপনার বাইকের কন্ট্রোলিং বেটার করবে আগের চাইতে। কিন্তু এর কিছু ছোট্ট অসুবিধাও রয়েছে সেগুলো আমি মোটা টায়ার লাগানোর পর খেয়াল করেছিলাম।
Also Read: Gazi Tyre Rib (2.50-18) Tyre Price In Bangladesh - BikeBD
স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে কি কি অসুবিধা হবে?
অসুবিধা কিন্তু একেবারেই অল্প কিছু, আবার অনেকের কাছে এগুলো অসুবিধা মনে নাও হতে পারে। চলুন অসুবিধাগুলো কি কি সেগুলো এবার জেনে নেয়া যাক,
- বাইকের মাইলেজ অল্প কিছুটা কমে যেতে পারে, তবে সেটা যে অনেক বেশি তা কিন্তু না।
- বাইকের রেডি পিকাপ এবং টপ স্পীড আগের চেয়ে কিছুটা কমে যাবে, একেক বাইকে কমে যাওয়ার হার একেক রকম। তবে মোটা টায়ার লাগালে টপ কিছুটা কমবেই।
- আপনি যদি স্টক টায়ারের চেয়ে অতিরিক্ত মোটা টায়ার লাগান এবং সেটা যদি ঠিকভাবে সেট না হয় তাহলে আপনি দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
Also Read: স্টক টায়ার চেঞ্জ করে মোটা টায়ার লাগালে কি কি সমস্যা হবে ?
তবে আমি বলবো স্টক টায়ার যেটি থাকবে তার চেয়ে খুব বেশি মোটা টায়ার লাগানোর দরকার নেই, মনে করুন আপনার বাইকের স্টক টায়ার ১১০ সাইজের আপনি চাইলে সেটা ১২০ লাগাতে পারেন।
তবে এটি করার আগে অবশ্যই বাইকের রিম এবং চেসিস অভিজ্ঞ কাউকে দিয়ে চেক করিয়ে নিবেন। কারন অনেক বাইক আছে যে বাইকগুলোতে টায়ার সাইজ পরিবর্তন করা যায় না, আর পরিবর্তন করলেও সেটা ভালোভাবে সেট হয় না। আপনার যদি বাইক থেকে বেশি মাইলেজ প্রয়োজন হয় তাহলে স্টক টায়ারের সাইজ পরিবর্তন করার কোন দরকার নেই, আর যদি আপনি বাইক থেকে ভালো কন্ট্রোলিং চান সেক্ষেত্রে আপনার মনে হলে আপনি মোটা টায়ার লাগাতে পারেন। ধন্যবাদ