মোটরসাইকেল সার্ভিস সেন্টার বাংলাদেশ - থ্রিএস সেন্টার

This page was last updated on 12-Jan-2025 12:41pm , By Saleh Bangla

২০১৭ সালটি বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে একটি বিশাল পরিবর্তন এসেছে। প্রায় ৪০০,০০০ ইউনিট মোটরসাইকেল বিক্রয় হয়েছে ২০১৭ সালে। এর সবচেয়ে বড় কারন হচ্ছে বড় বড় মোটরসাইকেল কোম্পানি গুলো এক সাথে হয়েছে। সবচেয়ে বড় যেই পরিবর্তনটি এসেছে ২০১৭ সালে তা হলো আফটার সেল সার্ভিস। এই ক্ষেত্রে ইয়ামাহাকে আমরা অন্যতম রোল মডেল বলতে পারি , যারা বর্তমানে সারাদেশে ৩৮ টিরও বেশি 3s সেন্টার অত্যন্ত সফলতার সাথে পরিচালিত করছে। এছাড়া মোটরসাইকেল সার্ভিস এ অনেক পরিবর্তন এনেছে ইয়ামাহা

মোটরসাইকেল সার্ভিস সেন্টার বাংলাদেশ

মোটরসাইকেল সার্ভিস

 এখন আসা যাক 3s সেন্টার কি? 3s মানে হচ্ছে সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস এর সমন্বয়। যদিও অতীতে মোটরসাইকেল কোম্পানিগুলো তাদের ডিলারশীপ দিত যাদের শো-রুম রয়েছে, কিন্তু এতে করে বাইকাররা কোন সমস্যায় পরলে তাদের সেন্ট্রাল মোটরসাইকেল সার্ভিস সেন্টারে যেতে হতো বা লোকাল ও দক্ষ প্রশিক্ষিত মেকানিকের মাধ্যমে সেবা নিতে হতো। যা সাধারনত জেলা শহর গুলোতে হতো। তবে ইয়ামাহা এবং হোন্ডা তাদের নিজস্ব কনসেপ্ট নিয়ে হাজির হয়েছে। ইয়ামাহা  শুরু করেছে 3s সেন্টার কনসেপ্ট। এটা শুধু তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াবে এবং ব্র্যান্ড ইমেজ ও বাড়বে। ইয়ামাহা শুধু 3s ডিলারশিপ-ই দেয়নি সেই সাথে আধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটারাইজড পদ্ধতিতে মোটরসাইকেল সার্ভিসিং এর নতুন দিগন্তের সূচনা করেছে । 

Also Read: মোটরসাইকেলের বিক্রয় পরবর্তী সার্ভিস ও সাপোর্ট – ফিচার এবং মান

yamaha bike service

 বর্তমানে মোটরসাইকেলের মার্কেটিং স্ট্রাটেজির ক্ষেত্রে যেসব বিষয়গুলোকে বিবেচনা করা হয় তা নিয়ে আমরা এখন কিছু ধারনা দিব । উদাহরণস্বরূপ ইয়ামাহার অন্যতম সেরা এবং বড় ডিলার ক্রিসেন্ট এন্টারপ্রাইজের কথাই ধরা যাক। যেটি বর্তমানে মিরপুরের ৬০ ফিট এলাকায় অবস্থিত। ৩৭০০ বর্গফুটের এই শো-রুমে আসলে বাইকাররা একটি আদর্শ 3s  সেন্টারের পরিপূর্ণ ধারণা নিতে পারবে । 

Also Read: Yamaha XTZ125 Feature Review - Ride Anywhere You Want

মোটরসাইকেল সেলস মোটরসাইকেল ব্যবসায়ের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেলস। কোম্পানিকে জানতে হবে যে মার্কেটে যে সঠিক প্রোডাক্ট দিতে হবে এবং একই সময়ে খেয়াল রাখতে হবে যে কাস্টোমার যাতে করে উন্নত প্রোডাক্ট পায়। তাই সেলস বাড়ানো লক্ষ্যে ইয়ামাহা 3s সেন্টার ওপেন করেছেঃ ডিসপ্লে এরিয়াঃ এই এরিয়াতে মোটরসাইকেল ডিসপ্লে করা হয়। ইয়ামাহা এই ডিসপ্লে এরিয়াতে তাদের মোটরসাইকেলের বিভিন্ন মডেল ও কালারসহ প্রদর্শন করে। এই এরিয়াতে বাইকারা বাইক গুলোর ৩৬০ ডিগ্রী ভিউ পাবে। যাতে করে বাইকারা বাইকটির প্রত্যেক পার্ট পর্যবেক্ষন করতে পারে। 

yamaha 3s center

Also Read: Bangladesh Police Gets Yamaha FZ25 As Police Patrol Bike

 ডিসকাশন রুমঃ প্রত্যেক ইয়ামাহা 3s সেন্টারে একটি ডিসকাশন রুম রয়েছে। এখানে বাইকারা তাদের পছন্দের বাইকের বিষয়ে শো- রুমের বিক্রয় প্রতিনিধির সাথে আলোচনা করতে পারে। বিক্রয় প্রতিনিধি বাইকারের চাহিদা অনুযায়ী সঠিক মোটরসাইকেলটি কেনার ব্যাপারেসহায়তা করেন । রিসেপশনঃ এখানে বাইকারা তাদের সেলস ফর্মালিটিস ও প্রয়োজনীয় সকল কাগজ সংগ্রহ করতে পারবেন। বেশির ভাগ ইয়ামাহা 3s সেন্টারে রিসিপশনিস্ট মেয়ে, যারা কাস্টোমার সার্ভিসের ব্যাপারটি দেখাশোনা করেন। 

yamaha service center

 স্টক জোনঃ এখানে বাইক স্টক করা থাকে। বাইকারা নিজেদের পছন্দ অনুযায়ী মডেল পছন্দ করতে পারবেন। যদি কোন ধরনের মডেলে পছন্দের সমস্যা হয় তবে কালার কম্বিনেশন পছন্দ করতে পারবেন। 

Also Read: Yamaha R15 V2 & R15S এ ১২,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার

মোটরসাইকেল সার্ভিস বর্তমানে বাংলাদেশের বেশির ভাগ ইয়ামাহা মোটরসাইকেল ফুয়েল ইঞ্জেক্ট। তাই মোটরসাইকেল সার্ভিস এর ক্ষেত্রে এসিআই মটরস দক্ষ ও প্রশিক্ষিত স্পেশান ট্রেইনড মেকানিক নিয়োগ করেছে এফআই সার্ভিস দেয়ার জন্য এবং এফআই এর জন্য আলাদা টুলস ব্যবহার করা হয়। 

yamaha motorcycle service center

 ডায়গনস্টিক টুলসঃ এই টুলস এর মাধ্যমে ফুয়েল ইঞ্জেক্ট সিস্টেমের সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। এছাড়া এটি খুব অল্প সময় নিয়ে থাকে সমস্যা সমাধানের জন্য। এই পর্যন্ত অন্য কোন কোম্পানির 3s সেন্টারে এই ধরনের টুলস নেই। ওআইডিটিঃ এই টুলস দিয়ে বাইকের যেকোন সমস্যা সহজেই খুজে পাওয়া সম্ভব। যদি কোন সমস্যা ধরা পরে তবে যাতে করে খুব সহজেই সমস্যার সমাধান করা যায়। ফুয়েল ইঞ্জেক্ট ক্লিনারঃ এই ক্লিনার হেল্প করবে ফুয়েল ইঞ্জেক্ট ক্লিন করার জন্য। এই সময়ে যেই সব বাইক লাইক R15, FZS এবং Fazer বাংলাদেশে আসছে সেগুলো ফুয়েল ইঞ্জেক্ট। আর খারাপ জ্বালানির জন্য প্রতি সময়ে ক্লিন করতে হয়। 

Also Read: Yamaha Riding Fiesta 2018: What Was The Event About?

 ওয়েটিং রুমঃ যখন বাইকারা বাইক সার্ভিসং করবেন তখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অপেক্ষা করতে পারবেন। যা গ্লাস দ্বারা ঘেরা। এছাড়া সময় কাটানোর জন্য এখানে আছে ফ্রি ওয়াই-ফাই , ম্যাগাজিন ও নিউজপেপার পড়ার বাবস্থা। 

মোটরসাইকেল স্পেয়ার্স সবশেষে আসে 3s এর শেষ পার্ট স্পেয়ার্স পার্টস। এখানে আপনি সকল স্পেয়ার্স পার্টস পাবেন। যা এসিআই মোটরস ডিসট্রিবিউটর হিসেবে যেসব মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে এসেছে তার সকল পার্টস পাবেন। আপনি নিশ্চত ভাবে সব অরিজিনাল পার্টস পাবেন এবং পার্টসের দাম অলমোস্ট ফিক্সড। 

yamaha spare parts

Also Read: Yamaha Bike Showroom in Purana Palton: Crescent Enterprise South

 ইয়ামাহা 3s সেন্টারে কাস্টোমার বাইক কিনতে পারবে যারা অথোরাইজড ডিলার রয়েছে তাদের কাছ থেকে। আবার একই সাথে সার্ভিস (ফ্রি সার্ভিস ও পেইড সার্ভিস) দুটো এক জায়গা পাবেন। এছাড়াও স্পেয়ার্স পার্টেসের ফিডব্যাক ও পাবেন সেখান থেকে। এই ছিল আমাদের 3s সেন্টার নিয়ে আলোচনা। ভবিষ্যতে আমরা এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। কিভাবে 3s সেন্টারে কাজ হয় এবং কিভাবে এফআই এর সমস্যার সমাধান করা হয়। আজ এ পর্যন্তই। ভাল থাকুন। সুস্থ থাকুন। হেলমেট পরে বাইক চালান।