মোটরসাইকেলের জন্য এইচআইডি ও প্রোজেক্টর লাইট

This page was last updated on 04-Jul-2024 06:01pm , By Shuvo Bangla

অনেক বন্ধুই মোটরসাইকেলের জন্য এইচআইডি ও প্রোজেক্টর লাইট সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছে যেমন এগুলো কিভাবে বাইকে লাগাতে হয় ইত্যাদি । তাই আমি আজ তাদের এ সম্পর্কে একটি ধারণা দেয়ার চেষ্টা করব ।

মোটরসাইকেলের জন্য এইচআইডি ও প্রোজেক্টর লাইট বিস্তারিত আলোচনা

সতর্কতাঃ  নিম্মে বর্ণিত পদ্ধতি কেবলমাত্র যেসব বাইকে এসি সরবরাহ ব্যবস্থা রয়েছে সেসব বাইকের ক্ষেত্রে প্রযোজ্য । কিছু বাইকে কয়েল প্যাচিয়ে যেতে পারে তাই দয়া করে এইচআইডি-র সরবরাহকারী দ্বারা নিশ্চিত হোন অথবা যে আগে এটা তার বাইকে করেছে তার সাথে কথা বলে নিশ্চিত হোন । প্রোজেক্টর ছাড়া জেনন ব্যাবহার আইনত অবৈধ....... এটা জেনে রাখার জন্য ভালো আইন, কিন্তু বাংলাদেশে এর কোন প্রয়োগ নেই...... তারা শুধু সিসি নিয়ে মাথা ঘামায়......

প্রথমেই এইচআইডি সম্পর্কে বলিঃ

১. বিভিন্ন প্রকারের এইচআইডি.... এইচ১, এইচ৩,এইচ৪, এইচ৭ । ২. এইচ৪ দুই ধরনের পাওয়া যায়, সিঙ্গেল জেনন ও বাই জেনন । সিঙ্গেল জেননে নিচের বিমের জন্য  একটি হ্যালোজেন ভাল্ভ ও উপরের বিমের জন্য একটি জেনন থাকে । বাই জেননে উভয় বিমের জন্যই জেনন থাকে । ৩. বিভিন্ন ওয়াটের এইচআইডি- ৩৫ ওয়াট, ৫৫ ওয়াট, ১০০ ওয়াট । ৪. রঙের তাপমাত্রা সাধারনত ৩০০০-১২০০০ কেলভিন হয়ে থাকে । ৪৩০০ কেলভিনের উপরে ব্যাবহার করা উচিত নয় । এইচআইডি-র দাম ২০০০(কমদামী চায়না) টাকা থেকে ২০০০০(ফিলিপস) টাকা পর্যন্ত হয়ে থাকে । কিছু ডিলার সর্বাধিক ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে ।

Motorcycle_hid_projector

এখন আসি প্রোজেক্টরঃ      ১. প্রোজেক্টর বাংলাদেশের শুধুমাত্র কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় । ২. প্রোজেক্টর এর প্রকারভেদ উপরে উল্লেখিত এইচআইডি-র মতই । ৩. বাইজেনন প্রোজেক্টর কিছুটা দামী । ৪. একটি প্রোজেক্টর এ কেবল মাত্র নির্দিষ্ট বৈশিষ্ট্যের একটি এইচআইডি ব্যাবহার করা যাবে । ৫. প্রোজেক্টর এর দাম সাধারনত ২কে থেকে শুরু করে ১৫কে পর্যন্ত হয়ে থাকে ।

 বাইকে স্থাপনঃ ১. প্রথমেই হেডলাইট খুলে ফেলুন । ২. এখন রিফ্লেক্টর থেকে আয়নাগুলো পৃথক করে নিন । পুরো ব্যবস্থাটিকে একটি ওভেনের মধ্যে রাখুন কয়েক মিনিট পরেই গাম গলে গেলে সেগুলোকে সহজেই পৃথক করা যাবে । ৩. রিফ্লেক্টর এর বাকি অংশগুলো কেটে ফেলতে পারেন যদিও এটা প্রয়োজনীয় নয় । ৪. প্রোজেক্টর স্থাপন করার সময় খেয়াল রাখুন যাতে উপরের বিম নিচে বা নিচের বিম উপরে স্থাপিত না হয় । ৫. একবার যদি প্রোজেক্টরটি যথাস্থানে বসিয়ে ফেলেন তাহলে এটাকে ক্ল্যাম্প বা এম- সিল(খুবই কঠিন ও নড়াচড়া করে না)  ব্যাবহার করে লাগিয়ে দিন । ৬. আয়না রিফ্লেক্টরের পিছনে স্থাপন করুন যেভাবে আপনি এটা খুলেছিলেন । ৭. এখন প্রোজেক্টর- এ এইচআইডি স্থাপন করুন । আপনাকে অভিনন্দন কারণ এখন আপনার উচ্চ ক্ষমতার ফ্লাড লাইট রয়েছে । সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার ৪কে থেকে ৩০কে পর্যন্ত খরচ হতে পারে । তাই অন্ধকারে উজ্জ্বল আলো পেতে আপনার মোটরসাইকেলের জন্য এইচআইডি ও প্রোজেক্টর লাইট ব্যাবহার করুন । -রাসেল রাইডার  

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes