বিজয় দিবসে রাঙ্গুনিয়া বাইক লাভার্সের দিনব্যাপী কর্মসূচী
This page was last updated on 14-Jul-2024 11:12am , By Ashik Mahmud Bangla
বাংলাদেশের বাইকিং গ্রুপের মধ্যে অন্যতম জনপ্রিয় গ্রুপ হচ্ছে রাঙ্গুনিয়া বাইক লাভার্স সিটিজি । কিছুদিন আগে এই গ্রুপের প্রতিষ্ঠাতা আহসান হাবিব সাজ্জাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারান । তাই এবার বিজয় দিবস এ রাঙ্গুনিয়া বাইক লাভার্স আহসান হাবিব সাজ্জাদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত শহীদের স্মরনের নানা আয়োজন করেছিল ।
বিজয় দিবসে রাঙ্গুনিয়া বাইক লাভার্সের দিনব্যাপী কর্মসূচী
সোমবার(১৬ডিসেম্বর) সকালে উপজেলার দোভাষী বাজার শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করে । এরপর দুপুর ১২টায় বিজয় দিবস উপলক্ষে মোটরসাইকেল র্যালি চন্দ্রঘোনা হতে শুরু হয়ে কাপ্তাই প্রশান্তি পার্কে গিয়ে শেষ হয় । এসময় সংগঠনের প্রায় শতাধিক সদস্য র্যালিতে অংশ নেয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাঙ্গুনিয়া বাইক লাভার্স নানা ধরনের আয়োজন করেছিল । চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাইকারদের একমাত্র সংগঠন Rangunia Bike Lover's CTG রাঙ্গুনিয়া বাইক লাভার্স এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালী ও সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আহসান হাবিব সাজ্জাদ এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিল সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
পরে প্রশান্তি পার্ক জামে মসজিদে সংগঠনের প্রতিষ্ঠাতা আহসান হাবীব সাজ্জাদ এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণের করা হয় এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।