বাজেটের ভেতর বাংলাদেশের ৩টি জনপ্রিয় স্কুটার - ওয়াসিফ আনোয়ার

This page was last updated on 28-Jul-2024 03:27pm , By Raihan Opu Bangla

স্কুটার বর্তমানে অনেক বাইকারের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু মাত্র নারীরাই নয় অনেক পুরুষ বাইকারও মোটরসাইকেল এর চেয়ে স্কুটারে বেশি প্রাধান্য দিচ্ছেন। আজ আমরা তাই বাংলাদেশে পাওয়া যায় এমন ৩টি জনপ্রিয় স্কুটার এর কথা বলব, যা আপনার বাজেট এর মধ্যেই ক্রয় করতে পারবেন।

বাজেটের ভেতর বাংলাদেশের ৩টি জনপ্রিয় স্কুটার 

স্কুটার স্পিড এর দিক থেকে মোটরসাইকেল এর চেয়ে স্কুটার কিছুটা ভারী ও ধীর। কিন্তু এক রকম ইঞ্জিন ক্যাটাগরিতে ০-৬০ কিলোমিটার স্পিড গতিতে স্কুটার অনেক বেশি এগিয়ে থাকবে। 


স্কুটারের সাসপেনশন অনেক সফট, আন্ডার স্টোরেজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি রাইড করতে শেখা সহজ, কারন কোন গিয়ার বা ক্লাচ নেই। আমি এই লিস্টে ৩টি স্কুটার নিয়েছি, যা বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যাচ্ছে ও আপনার বাজেট বা ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।


৩টি জনপ্রিয় স্কুটার

  • Hero Pleasure - ১,২২,৯৯০/- টাকা

বাংলাদেশে মোটরসাইকেল ও স্কুটার ব্র্যান্ডের মধ্যে হিরো অন্যতম ব্র্যান্ড। স্কুটার বিক্রয়ের দিক থেকে হিরো অন্যতম একটি জনপ্রিয় ব্র্যান্ড। Hero Pleasure একটি সাধারণ ১০০সিসি সেগমেন্টের একটি স্কুটার। স্কুটারটির দেয়া হয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সামনের দিকে ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট। এছাড়া আরও যুক্ত করা হয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, আন্ডার স্টোরেজ এর সাথে বুট লাইট।  

আমরা বেশ কয়েক বছর আগে হিরো প্লেজার স্কুটারটি টেস্ট রাইড করেছিলাম। সেই সময় থেকে এই স্কুটারটি সেভাবে কোন পরিবর্তন আনা হয়নি। অনেক বাইকারের কাছে এই স্কুটারটি প্রথম পছন্দের তালিকায় থেকে থাকে।

  • TVS Wego – ১,৪৪,৯০০/- টাকা


আমাদের কাছে অফিশিয়াল কোন তথ্য নেই, তবুও আমাদের ধারণা যে TVS Wego স্কুটারটি বিক্রয়ের দিক থেকে দ্বিতীয় বা অন্যতম বেশি বিক্রি হওয়া স্কুটার। স্কুটারটির ১১০সিসি সেগমেন্টের এবং এর ডিজাইন ও বাইরের লুকস বেশ বড়, যা অনেক বাইকারের কাছে পছন্দের। যদিও এই স্কুটারটিতে হিরো প্লেজারের মত এত ফিচার্স নেই তবে তবে কম মেইন্টেনেন্স ও সহজেই রাইড করা যায় বলে এটি বেশ জনপ্রিয় বলা যায়। 

  • Honda Dio – ১,৪৬,৯০০/- টাকা


এই স্কুটারটি ১১০সিসি সেগমেন্টের অন্যতম স্মার্ট স্কুটার। এই স্কুটারটিতে দেয়া হয়েছে এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, সামনের ও রেয়ারের দিকে রিট্রেক্টেবল হুক, সিবিএস এর সাথে ইকুয়েলাইজার, ১৮ লিটার স্টোরেজ, ডিজিটাল স্পিডোমিটার, এবং ১১০সিসি ইঞ্জিন, যা থেকে 8 BHP শক্তি উৎপন্ন হয়। 


এই স্কুটারটি ইউনিসেক্স স্কুটার নারী পুরুষ উভয় রাইড করতে পারবেন।  

স্কুটার বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, বাইকার্স যাদের বাজেট কম এবং প্রতিদিনের গণ পরিবহনের ঝামেলা এড়িয়ে চলতে চান তারা, আবার অন্য দিকে ভাড়াও বেশি এবং রাস্তায় এখন গণ পরিবহণ অনেক কম। 


এছাড়া গণ পরিবহণ করোনাকালীন সময়ে সেফ নয়। তাই আপনি সব কিছু থেকে নিজেকে সেফ করার জন্য এই ৩টি জনপ্রিয় স্কুটার ক্রয় করতে পারেন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes