বাজাজ পালসার এনএস ১৬০ এ চলছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার !!!

This page was last updated on 28-Jul-2024 12:19pm , By Saleh Bangla

২০১৯ সাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছি, এবং বিভিন্ন কোম্পানি একের পর এক অফার ঘোষনা করছে অথবা বাইকের দাম কমাচ্ছে! এই ধারাবাহিকতাতেই বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ, বাজাজ পালসার এনএস ১৬০ বাইকে দিচ্ছে বিশাল পরিমান ডিসকাউন্ট!

বাজাজ পালসার এনএস ১৬০ বাইকে দিচ্ছে বিশাল পরিমান ডিসকাউন্ট!

bajaj pulsar ns160 review বাজাজ পালসার এনএস১৬০

বাজাজ পালসার এনএস ১৬০ বর্তমানে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় ১৬০ সিসির মোটরসাইকেল। এটা মূলত এর ডিজাইন, এগ্রেসিভ পারফর্মেন্স, গ্রেট সার্ভিস এবং সহজলভ্যতা এবং, এর নাম – পালসার এর কারনে সুপরিচিত। পালসার সর্বদাই ভালো পার্ফরমেন্স এবং দীর্ঘস্থায়িত্বতার জন্য এক সুপরিচিত নাম, এবং নতুন বাজাজ পালসার এনএস ১৬০ বাইকটিও ব্যতিক্রম নয়। ২০১৯ সালের শুরুতেই বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ প্রতিটি বাজাজ পালসার এনএস ১৬০ এর সাথে স্ক্র্যাচ কার্ড এর ভিত্তিতে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে! এই অফারটি চলবে সম্পূর্ন জানুয়ারী মাসজুড়ে, এবং সারা বাংলাদেশের প্রতিটি বাজাজ এর শোরুম!  

Click Here For The Video Review of Bajaj Pulsar NS160

প্রতিটা বাজাজ পালসার এনএস১৬০ কেনার পরে ক্রেতা একটি স্ক্র্যাচ কার্ড পাবেন, এবং এই স্ক্র্যাচ কার্ডে তারা সর্বনিন্ম ৫০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। বর্তমানে বাজাজ পালসার ১৬০ এর বিক্রয়মূল্য হচ্ছে ১,৯৯,৫০০ টাকা, এবং প্রতিটি বাইকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে। 

bajaj pulsar ns160 test ride review

বাজাজ পালসার এনএস ১৬০ সেগমেন্ট এর অন্যতম জনপ্রিয় একটি বাইক – বিশেষত, তরুন বাইকার এবং বাংলাদেশের পালসার ফ্যানদের জন্য। আমরা বেশ কিছুদিন আগেই বাইকটি সম্পূর্ন টেস্ট রাইড করে বাইকটির কমপ্লিট টেস্ট রাইড রিভিউ পাবলিশ করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে বাইকটির ভিডিও রিভিউ পাবলিশ করেছি। বাজাজ পালসার এনএস ১৬০ এর সবচাইতে জনপ্রিয় কম্পিটিটর হচ্ছে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর। ২০১৯ এর শুরুর দিকে হোন্ডা তাদের হর্নেট ১৬০আর বাইকে বিশাল মূল্যহ্রাস করেছে, এবং এখন এই রেসে বাজাজ পালসারও অংশ নিয়েছে। এখন, সকলের চোখ হচ্ছে সেগমেন্ট এর অন্যতম জনপ্রিয় ১৬০ সিসির বাইক, টিভিএস এপাচি আরটিআর ৪ভি এর দিকে! 

bajaj pulsar ns160 review bikebd

২০১৯ সালে ইতিমধ্যেই বড় বড় বাইক কোম্পানি যেমন হোন্ডা, বাজাজ, হিরো, ইত্যাদি ব্র্যান্ড এর দাম কমানো বা ডিসকাউন্ট অফার দেয়া শুরু করেছে। কাজেই, বাংলাদেশের বাইকপ্রেমীদের জন্য এখনই একটী বেশ ভালো সময় তার পছন্দের বাইকটি কেনার! আশা করা যাচ্ছে এই দাম কমানোর বা ডিসকাউন্ট অফার দেয়ার এই স্রোতে বংলাদেশের আরো মোটরসাইকেল কোম্পানিগুলোও যোগ দেবে, এবং ২০১৯ এর জানুয়ারী মাস বাংলাদেশের বাইকারদের জন্য একটী সেলিব্রেশন এর মাস হবে!