বাইক লিয়ে লম্বা ভ্রমনে আমরা- নাহিদ
This page was last updated on 04-Jul-2024 03:57am , By Shuvo Bangla
দীর্ঘ দেড় মাসের পরিকল্পনার পর ৮ জুলাই সন্ধ্যায় ঢাকা থেকে ৯ টি বাইকে ১৪ জন হিল্ট্রেকের উদ্দেশ্যে রওনা দেই। ৯ তারিখ সকালে সাজেক পৌছাই। সাজেকে কিছু অপ্রিতিকর ঘটনার কারনে আমাদের দুটি বাইক ঢাকার উদ্দেশ্যে রওনা দেই ।
বাইক লিয়ে লম্বা ভ্রমনে আমরা
The Riderz এর Sohel ভাই এবং এনায়েম ভাই ঢাকায় আমাদের জন্যে অপেক্ষায় ছিলেন আমাদের হিলট্রেক শেষে কুয়াকাটা ট্যুরের জন্যে কিন্তু আমাদের বাকি টিম হিলট্রেক শেষ করতে বেশ কিছু দিন সময় লাগার কারে তারা সময় মত ট্যুরের সিদ্ধান্ত নেন। আমি সোহেল ভাই সোহাগ ভাই এবং মাওয়া থেকে Rasel ভাইকে ঐ কাপড়েই কোন প্রস্তুতি ছাড়াই ট্যুরের জন্যে নিয়ে যাই।
ঐ দিকে Shahin ভাইয়ের কিছু ব্যাস্ততার কারনে আটকে যান। আমাদের সাথে আসতে পারেন নি। আমরা শরীয়তপুর ঐ দিন থেকে পরদিন সকালে কুয়াকাটার উদ্দেশে রওনানা দেই ও দুপুর ১২ টা নাগাদ কুয়াকাটা পৌছাই।
ঐ দিকে শাহিন ভাই আমাদের ছবি দেখে একাই গাজীপুর থেকে দুপুর ১২ টায় পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ কুয়াকাটা উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যায় কুয়াকাটা পৌছে আমাদের অবাক করে দেন। রাতে কুয়াকাটা থেকে পরের দিন সকালে আমরা খুলনার উদ্দেশে রওনা দেই এবং পথিমধ্যে খান জাহান আলীর মাজার ও বাগেরহাটের ষাট গম্ভুজ মসজিদ অবলোকন করি।
খুলনা শহরে পৌছানোর আগে খুলনার প্রসিদ্ধ খান জাহান আলী সেতু (রুপসা সেতু) অতিক্রম করে খুলনা শহরে পৌছে দুপুরের খাবার খাই। অতপর খুলনা বিশ্ববিদ্যালয় ঘুরে গোপালগঞ্জ হয়ে& ঢাকার উদ্দেশে রওনা দেই।
বাংলাবান্ধা ও রাজশাহী কথন: ১৯ তাং শাহিন ভাই কল করে বললো ভালো লাগছে না। চলেন কোথাও থেকে ঘুরে আসি। ২০ তারিখ ঢাকায় আসার পর সকালেই শাহিন ভাই বলে পশ্চিম ও উত্তরাঞ্চলে যাবেন, যে কথা সে কাজ তখনি আমরা যমুনা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেই।
যমুনা ব্রিজ থেকে বগুড়ার বিখ্যাত দই ও নাস্তা করে বাংলাবান্ধার উদ্দেশে রওনা দিয়ে প্রায় দুপুর ২ টা নাগাদ বাংলাবান্ধা পৌছাই। বাংলাবান্ধা থেকে পঞ্চগড় দুপুরের খাবার খেয়ে রাত্রে রাজশাহী পোছে ঐ রাত্র রাজশাহী থেকে সারা দিন রাজশাহী ঘুরে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই ও রাত্রে ঢাকা পৌছাই
এই ট্যুরে আমি যে সকল জেলায় ঘোরেছিঃ ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনি, খাগড়াছড়ি
ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা,ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ
গাজীপুর, টাংগাইল, সিরাজগঞ্জ, গাইবান্ধা, রংপুর, নিলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর।
প্রত্যেক ট্যুরে কিছু অনুপ্ররনার মানুষ থাকে তাদের কথা না বললেই নয় যেমন হিলট্রেকের অনুপ্রেরনায় ছিলেন Mrk Sabuz, Hossain Bin Sayeed, Salman Farshy Ayon Sagar Ahmed Brz Rider Parves ভাই।
কুয়াকাটা ট্যুরের অনুপ্রেরনায় ছিলেন #সোহেল ভাই #সোহাগ ভাই। আর এক জনের কথা অনসিকার্য যিনি না থকলে হয়ত আমার এই কোন ট্যুরই দেওয়া সম্ভব হত না এবং উত্তর পশ্চিমাঞ্চলে ভ্রমনের অনুপ্রেরনা আমাদের #সাহিন ভাই। ট্যুরে আমার পাশে সব সময় থাকার জন্যে #সাহিন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট কবরো না :)
- Nahid Talukdar