বাইক ব্রেক করলে বাজে একটা শব্দ হয় কেনো এবং এর সমাধান

This page was last updated on 11-Jul-2024 04:43pm , By Ashik Mahmud Bangla

বাইক ব্রেক করলে বাজে একটা শব্দ  হওয়া অধিকাংশ বাইকের কমন একটা সমস্যা। প্রতিটি বাইকারের কাছে নিজ নিজ বাইকের শব্দটা খুব পছন্দের। কিন্তু বাইক থেকে যদি বাজে কোন শব্দ আসে তা আমাদের সবার কাছেই বিরক্তির প্রধান কারন। এমনটা হয়তো আপনার সাথে অনেকবার হয়েছে। এমটা হওয়ার পর আপনি হয়তো মেকানিকের কাছে গিয়েছেন সে ঠিক করে দিয়েছে, কিন্তু কিছুদিন চালানোর পর আবার সেই সমস্যা শুরু।

আপনি বাইক চালালে আপনাকে এই সমস্যার সম্মুখীন হতেই হবে, কিন্তু এটা তেমন কোন বড় সমস্যা না। আজ আমরা জানবো বাইক ব্রেক করলে কেনো বাজে শব্দ আসে এবং এই শব্দ ঠিক করার উপায় কি এই সম্পর্কে। 

১- ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলেঃ

বাইকের ব্রেক প্যাড যখন ক্ষয় হয়ে যায় তখন ব্রেক ধরলে এই রকম বাজে শব্দ হতে পারে। মূলত ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে ড্রাম বা ডিস্কের সাথে ব্রেক প্যাড এর লোহার ঘর্ষণ এর ফলে এই রকম বাজে শব্দ হয়। বাইকের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে আপনার বাইকের ব্রেকিং আর স্মুথ থাকবে না। আপনি যখন বাইক ব্রেক করবেন তখন সঠিক সময়ে বাইক ব্রেক হবে না। আর এই সময়টিতে বাইক ব্রেক করলে ব্রেক থেকে বাজে একটা শব্দ আসবে। আপনি আপনার বাইকে যদি ডিস্ক ব্রেক হয় তাহলে ডিস্ক প্রয়োজনের তুলনার অতিরিক্ত গরম হয়ে যাবে এই সময়। এর সমাধান হচ্ছে বাইকের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে দেরী না করে দ্রুত ব্রেক প্যাড পরিবর্তন করে ফেলুন।

  

২- ব্রেকের মধ্যে বালু ঢুকলেঃ

বাইকের ব্রেক ধরলে কিচ কিচ শব্দ হবার অন্যতম প্রধান কারন হচ্ছে ব্রেকে বালু প্রবেশ করা। আমরা সবাই জানি আমাদের দেশের রাস্তায় বালুর কোন কমতি নেই। তাই বাইকের ব্রেকে বালু চলে যাওয়া কমন একটা ব্যাপার। আমরা যখন বৃষ্টিতে বাইক চালাই তখন কাঁদা বাইকের ব্রেকে লেগে থাকে। আর আমরা যদি বাইকটি পরিষ্কার করে না রাখি তখন এই ভেজা কাঁদা শুকিয়ে বালু হয়ে যায় এবং আমাদের বাইকের ব্রেকে প্রবেশ করে। পরে যখন চালানোর সময় ব্রেক প্রেস করা হয় তখন বাজে শব্দ হয়। এই সমস্যাগুলো সাধারণত ডিস্ক বাইকে বেশি লক্ষ্য করা যায়। আপনার বাইকে যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে বাইকের ব্রেক ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে ডিস্কটি মুছে ফেলুন। আমরা যখন দোকান থেকে বাইক ওয়াশ করায় তখন ওয়াশ করার পর অনেক সময় বাইকের ডিস্কে তেল দিয়ে দেয় কিন্তু এমন কাজটি করা উচিৎ না। এতে আপনার বাইকের ব্রেকিং সাময়িক সময়ের জন্য সমস্যা করতে পারে। যদি বাইকের ডিস্কে তেল লেগে যায় তাহলে দ্রুত সেটা ওয়াশ করিয়ে নিন। যদি আপনার বাইকে ড্রাম ব্রেক থাকে এবং ওয়াশের পর এই সমস্যা ঠিক না হয় তাহলে ব্রেক খুলে চেক করে দেখুন ব্রেক প্যাড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে খোলা অবস্থায় সেটিকে ওয়াশ করে ফেলুন, আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। 

৩- নিয়মিত খারাপ রাস্থায় বাইক চালালেঃ

আপনি যদি নিয়মিত খারাপ রাস্থায় বাইক চালান তবে ব্রেক থেকে বাজে শব্দ আসা স্বাভাবিক। খারাপ রাস্তায় চালালে বার বার ব্রেক ধরার দরকার হইয়ে থাকে। বার বার ব্রেক করার ফলে ব্রেক প্যাডে স্প্রিং হাল্কা হয়ে যায়। তখন বাইক চালালে ব্রেক ড্রামের সাথে লেগে থাকে ফলে শব্দ করে। এছাড়াও খারাপ রাস্তায় ধূলাবালি বালুকণা অনেক বেশি থাকে। যেগুলো বাইকের ব্রেকে প্রবেশ করলেও সেখান থেকে বাজে শব্দ আসতে পারে। বাইকের ব্রেক থেকে মূলত এই কারনগুলোর জন্য বাজে শব্দ আসে। আর বাইকের ব্রেক থেকে বাজে শব্দ আসা খুব কমন একটা সমস্যা। এর থেকে রক্ষা পেতে আপনার প্রিয় বাইকটিকে সব সময় পরিষ্কার রাখুন। যদি আপনি আপনার বাইকের ব্রেকের যত্ন নেন তাহলে আপনাকে এই সমস্যার সম্মুখীন খুব কম হতে হবে।  

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Upcoming Bikes