গিয়ারএক্স বাংলাদেশে লঞ্চ করেছে তাদের নতুন হেলমেট GearX X1
This page was last updated on 06-Jan-2025 04:59pm , By Raihan Opu Bangla
গিয়ারএক্স বাংলাদেশে লঞ্চ করেছে তাদের নতুন হেলমেট GearX X1
বাংলাদেশে প্রথম ECE 22.06 সার্টিফাইড হেলমেট লঞ্চ করে গিয়ার এক্স বাংলাদেশ ইউকে এর বিখ্যাত RURoc হেলমেট ব্র্যান্ডের মাধ্যমে। তার ই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম বারের মত কোন বাংলাদেশি হেলমেট ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছে ECE 22.06 সার্টিফাইড আরেকটি হেলমেট ব্র্যান্ড X1.
ECE 22.06 ইউরোপের লেটেস্ট এবং অত্যন্ত সেফ একটি সার্টিফিকেশন। বর্তমানে মার্কেটের অন্যান্য ECE সার্টিফাইড হেলমেট গুলো ECE 22.05। বর্তমানে প্রাইস রেঞ্জে X1 হেলমেট টি মার্কেটের সবচেয়ে সেফ হেলমেট।
Also Read: GearX Bangladesh Official Helmet Partner Of BikeBD
X1 হেলমেট টি টেস্টিং এবং সার্টিফিকেশন হয়েছে ইটালি থেকে। এই হেলমেট টি বর্তমানে পাওয়া যাবে ৫টি গ্রাফিক্সে।
হেলমেট সিস্টেমঃ
- PINLOCK System: PINLOCK 70 Max Vision
- Retention System: Micrometric Locking Mechanism
- EPS Structure: Multi-Density
- Removable Interior: Available
- Visor Ratchet System: Quick Release System
- Weight: 1450±50 g
- Standard Certificate: ECE R22.06
- Visor Color: Black
Also Read: All Gearx Accessories In Bangladesh
ভেন্টিলেশন সিস্টেম
- 3 Air Intakes
- 4 Air Exhausts
হেলমেট টি গিয়ার এক্স বাংলাদেশের মিরপুর ৬০ ফিটের ফ্ল্যাগশিপ আউটলেট এবং অন্যান্য অথরাইজড ডিলার পয়েন্টেও পাওয়া যাবে। এছাড়া গিয়ারএক্স বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট https://gearxbd.com থেকে সহজে কিনতে পারবেন এবং ফ্রি হোম ডেলিভারি পাবেন। আর প্রতিটি হেলমেটের সাথে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, ফ্রি হেলমেট ওয়াশ এবং স্পেয়ার পার্টস এর এভাইলেবিলিটি তো থাকছেই।