ফাইনালি ৫০০ সিসি পাস

This page was last updated on 30-Jul-2024 06:51am , By Ashik Mahmud Bangla

ফাইনালি ৫০০ সিসি পাস

কিছুদিন আগে বাংলাদেশের কিছু পত্রিকায় এই নিয়ে বেশ কিছু নিউজ প্রকাশ হয়, কিন্তু নিউজগুলো ছিলো অসমাপ্ত। যার ফলে আমাদের মাঝে হাই সিসি বাইক অনুমোদন নিয়ে অনেক প্রশ্ন তৈরী হয়। বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল আমদানি সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। বিআরটিএ যারা বাংলাদেশে সকল যানবাহনের অনুমতি দেয় , বর্তমানে তারা ১৬৫ পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়।


বাংলাদেশে কয়েক বছর ধরে মোটরসাইকেল বিক্রি বেড়েছে। উৎপাদনে যাওয়ার সাথে সাথে অনেক মোটরসাইকেল কোম্পানি বিগত বছরগুলিতে তাদের বাইকের দাম কমাতে পেরেছে এবং দাম কমার সাথে অনেক বাইকার আজকাল ভালো বাইকগুলো তাদের হাতে পাচ্ছে। আমরা জানি যে Ifad Autos ইতিমধ্যেই বিশ্বের অন্যতম ক্লাসিক মোটরসাইকেল ব্র্যান্ড Royal Enfield সাথে কাজ করছে।

বাংলাদেশ সরকার একটি গেজেট প্রক্রিয়াধীন অবস্থায় রেখেছে , যেখানে বলা হয়েছে যে মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানিগুলো বাংলাদেশে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল তৈরির জন্য যন্ত্রাংশ আমদানি করতে পারবে। আমদানি করার অর্থ হচ্ছে বাংলাদেশের বাজারে বাইক বিক্রির জন্য, কারন এই গেজেটে বিক্রির উপর কোন নিষেধাজ্ঞা নেই। তবে এখনো এই গেজেট প্রকাশ করা হয় নি। তবে বিভিন্ন কোম্পানির সূত্র মতে ৫০০ সিসি পাস সংক্রান্ত গেজেটটা দ্রুত সবার সামনে প্রকাশ করা হবে।

Bajaj-Dominer-400

গেজেট প্রকাশের আগ পর্যন্ত এটা বলা বেশ মুশকিল হচ্ছে যে, কবে নাগাদ ৫০০ সিসির বাইকগুলো আমাদের দেশের বাজারে দেখা যাবে। তবে আমরা আশাবাদী গেজেট প্রকাশের পর সর্বনিম্ন ৬ মাস থেকে ১৮ মাস সময় লাগতে পারে বাইকগুলো বাংলাদেশে আসতে।

ইতিমধ্যে যে কোম্পানি গুলো ৫০০ সিসির আবেদন করেছে

কাওয়াসাকি ( Asian Motorbikes Limited ) ,ইফাদ ( Ifad Autos ) , টিভিএস ( TVS Auto Bangladesh Ltd ) , সুজুকি ( RANCON MOTORBIKES LTD ) , বাজাজ ( Uttara Motors Ltd. ) , রানার ( Runner automobiles )  এই কোম্পানিগুলো আবেদন করেছে।

যে কোম্পানিগুলো ৫০০ সিসির অনুমোদন পেয়েছে

ইফাদ ( Ifad Autos ) , টিভিএস ( TVS Auto Bangladesh Ltd ) , সুজুকি ( RANCON MOTORBIKES LTD ) , রানার ( Runner automobiles )