৫ম ঢাকা বাইক শোতে ইয়ামাহা নিয়ে আসছে নতুন কয়েকটি মোটরসাইকেল !!!

This page was last updated on 13-Jul-2024 07:41am , By Saleh Bangla

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস লিমিটেড ঘোষণা করেছে যে, তারা শুধু মাত্র ৫ম ঢাকা বাইক শো ২০১৯-এ অংশগ্রহণ করতে যাচ্ছে না বরং তারা প্রদর্শনীতে নিয়ে আসছে কিছু এক্সক্লুসিভ বাইক। 

৫ম ঢাকা বাইক শোতে ইয়ামাহা নিয়ে আসছে নতুন কয়েকটি মোটরসাইকেল !!!

Yamaha Motorcycle

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ সবসময় বাংলাদেশের বাইকারদের তাদের বাইকের মাধ্যমে সারপ্রাইজ করে আসছে । তাই সবাই আশা করেছে যে তারা ৫ম ঢাকা বাইক শো ২০১৯  এর জন্য সত্যিই আকর্ষণীয় কিছু পরিকল্পনা করেছে । এই ইভেন্টটিতে তারা কিছু এক্সক্লুসিভ বাইক প্রদর্শন করার পরিকল্পনা করছে যা তারা এই বছর মার্কেটে আনবে। 

exclusive bikes

২০১৯ ঢাকা বাইক শোতে ইয়ামাহা এক্সক্লুসিভ বাইক তালিকাটি স্পষ্টভাবে Yamaha MT 15 দিয়ে শুরু হবে যেটা কিনা এই সেগমেন্টের সবচেয়ে আক্রমনাত্মক এবং আকর্ষণীয় নেকেড স্পোর্টস মোটরসাইকেলগুলির মধ্যে একটি । Yamaha MT 15 কয়েক মাস আগে থাইল্যান্ডে Yamaha M Slaz পরিবর্তে লঞ্চ করা হয়। ইয়ামাহা শীঘ্রই বাংলাদেশে এটি লঞ্চ করার পরিকল্পনা করছে। yamaha xtz 125 feature review

৫ম ঢাকা বাইক শো ২0১৯ তে ইয়ামাহার প্যাভিলিয়ন হচ্ছে হল-৩ এ ।  Yamaha MT 15 সহ আরও কিছু নতুন আকর্ষণীয় বাইক প্রদর্শন করতে যাচ্ছে ইয়ামাহা । উল্লেখযোগ্য মডেল গুলোর মধ্যে রয়েছে Yamaha XTZ সিরিজ। ইয়ামাহা বাংলাদেশ Yamaha XTZ 125 এবং Yamaha XTZ 150 প্রদর্শন করতে যাচ্ছে। Yamaha XTZ 125 ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে যেখানে Yamaha XTZ 150 প্রথমবারের মত প্রদর্শন হতে যাচ্ছে।

 

সীমাবদ্ধতা থাকলেও, বাংলাদেশে অফ-রোড মোটরসাইকেল গুলোর জন্য চাহিদা রয়েছে । দর্শকদের প্রতিক্রিয়াতে, আশা করছি যে, ইয়ামাহা মোটরসাইকেল শীঘ্রই বাংলাদেশে Yamaha XTZ 150 লঞ্চ করবে। 

yamaha nmax 155 abs seat storage system

 তারা আরও নিয়ে আসছে Yamaha NMax 150 – একটি আরামদায়ক স্কুটার এবং বাংলাদেশের সবচেয়ে দামি স্কুটার।  Yamaha NMax 150 একটি বড় আকারের স্কুটার যার ব্রেকিং সিস্টেমে ABS  রয়েছে । ইয়ামাহা আরও দুটি মডেলের বাইক ডিসপ্লে করতে যাচ্ছে যে দুটি খুবই কম পাওয়া যায়- তার মধ্যে একটি হচ্ছে Yamaha Ray ZR Street Rally আর অন্যটি Yamaha R15 V3 Movistar Edition। Yamaha Ray ZR Street Rally হচ্ছে ইয়ামাহার অফ- রোড স্কুটার, আর Yamaha R15 V3 Movistar হচ্ছে ২০১৮ এর Yamaha MotoGP সিরিজের কম্বিনেশন বাইক।  

ray zr street rally

ইয়ামাহা মোটরসাইকেলের পক্ষ থেকে এটি সত্যি একটি বড় পদক্ষেপ হবে কারণ তারা এই সমস্ত এক্সক্লুসিভ বাইকগুলি প্রদর্শন করবে যা কেবল জনগনের ভীরই নয়  বরং বাংলাদেশের বাইক প্রেমীদের মনোযোগও  আকর্ষণ করবে।