ডিএমপি ওয়ারি এবং বাইকবিডির মধ্যে ট্র্যাফিক ব্যবস্থা উন্নয়নে মত বিনিময় সভা
This page was last updated on 29-Oct-2024 04:58am , By Raihan Opu Bangla
ট্রাফিক পক্ষ - ২০২৪ উপলক্ষে ট্রাফিক ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক দেশের জনপ্রিয় বাইকিং কমিউনিটি বাইকবিডির সাথে ট্র্যাফিক সচেতনতামূলক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
ট্র্যাফিক পক্ষ - ২০২৪
এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের সম্মানিত ডিসি জনাব আনোয়ার সাঈদ স্যার, এডিসি, এসি সহ ট্রাফিক ওয়ারী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাইকবিডির পক্ষ থেকে বাইকবিডির ফাউন্ডার শুভ্র সেন, সিইও হাসান সেতু সহ অন্যান্য সবাই উপস্থিত ছিলেন।
এসময় ট্রাফিক ওয়ারী বিভাগের সম্মানিত ডিসি মহোদয় বাইকার উদ্দেশ্য বিভিন্ন ট্রাফিক সচেতনতামূলক পরামর্শ দেন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বাইকারদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তারা ট্র্যাফিক ব্যবস্থা কিভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে কথা বলেন।
এছাড়া যেখানে সেখানে পার্কিং, অনিয়ন্ত্রিণ ব্যাটারি রিকশা, যেখানে সেখানে বাস থামানো, যাত্রী উঠানামা করানো, এক দিকে চলাচল, নো এন্ট্রি সহ বিভিন্ন অভিযোগ উঠে আসে। এছাড়া বাইকারদের হেলমেট এবং কাগজপত্র ছাড়া বাইক চালানোর ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে।
সেই সাথে বাইকারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্যাফিক আইনের প্রয়োগ, মানুষের মাঝে ট্র্যাফিক আইনের সচেতনতা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যেখানে ঢাকার ট্র্যাফিক ব্যবস্থার উন্নতি কিভাবে করা যায় সে ব্যাপারে মতামত প্রদান করা হয়।
সাধারন বাইকারদের পক্ষ বাইকবিডির ফাউন্ডার শুভ্র সেন মোটরসাইকেলে ফগ লাইটের ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে কথা বলেন এবং কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপারে আরো সচেতন করতে এই বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো।
আরও পড়ুনঃ Bike Price In Bangladesh
বাইকারদের মধ্যে আরও ট্র্যাফিক আইন সম্পর্কে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় তা নিয়ে ট্র্যাফিক বিভাগ ও বাইকবিডির মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ট্র্যাফিক ব্যবস্থা উন্নয়নে ট্র্যাফিকের সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়ে কার্যক্রম পরিচালনার কথাও উঠে এসেছে।
আমরা টিম বাইকবিডি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে বাইকবিডি এবং আইন প্রয়োগকারী সংস্থা এক যোগে কাজ করবে।