ট্রাফিক জ্যামের ভেতর দিয়ে কেমন ভাবে রাইডিং করা উচিৎ, এর কিছু টিপস

This page was last updated on 12-Jan-2025 05:43pm , By Shuvo Bangla

ট্রাফিক জ্যাম , বাংলাদেশে যেটা খুবই একটা পরিচিত শব্দ । এমনকী চোখ বন্ধ করলে আপনি লাস্ট যে সিন টা দেখতে পাবেন সেটা হয়ত আপনি কোন প্রচুর ট্রাফিকের ভেতর দিয়ে রাইড করছেন এবং সেখানকার কোলাহল , বিরক্তি ও আরও অনেক কিছু । আসলেই এটা অনেক বিরক্তিকর একটা মুহুর্ত । ট্রাফিক জ্যামে পড়েননি এমন রাইডার মনে হয় বাংলাদেশে খুবই কম আছেন । সবারই এই তিক্ত অভিজ্ঞতাটা কমবেশী আছে । ট্রাফিকের ভেতর রাইডিংটা আসলেই একটা দুঃসপ্নের মত ।

ট্রাফিক জ্যামের ভেতর রাইডিং এর কিছু টিপস

বিশেষ করে যারা নতুন বাইক চালানো শিখেছেন বা এই ধরণের রোডে নতুন রাইড করছেন । ট্রাফিকের ভেতর দিয়ে রাইডিং এর সময় অনেক ছোটখাট দূর্ঘটনা ঘটে থাকে যেগুলো আপনার ও আপনার বাইকের ক্ষতি করতে পারে । আজ আমাদের আলোচনার বিষয় হল এই ট্রাপিকের ভেতর দিয়ে কেমন ভাবে রাইডিং করা উচিৎ বা সবোর্চ্চ পরিমাণ নিরাপত্তার সাথে কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় ? আমরা বেশ কয়েকটি পয়েন্ট নোটিশ করেছি যেগুলো মেনে চললে আপনি ট্রাফিকের ভেতর দিয়ে বেশ আরামদায়কভাবে ও নিরাপত্তার সাথে রাইডিং করতে পারবেন । তো চলুন , শুরু করা যাক ।

Also Read: সিলেটে ট্রাফিক পুলিশের সাথে ইফতারের আয়োজন করেছে সিলেট বাইকিং কমিউনিটি।

যানবাহনের ড্রাইভার এবং মিররের দিকে নজর রাখুন 

ট্রাফিকের ভেতর আয়না এবং বিভিন্ন গাড়ির জানালা দিয়ে ড্রাইভারদের মুভমেন্ট লক্ষ করাটা একটা ভাল প্রাকটিস । এর ফলে আপনি কোন গাড়ি হঠাৎ মুভ করলে আগে থেকেই বুঝতে পারবেন । বেশীরভাগ ড্রাইভাররাই কোন সিগন্যাল ছাড়া ডানে বা বামে কোন দিকে মোড় নেন না । তাই , অন্যান্য যানবাহনের দিকে সবসময়ই নজর রাখুন । ট্রাফিকের ভেতর অন্যমনস্ক হওয়া মোটেই উচিৎ না ।

আপনার মিররকে বিশ্বাস করুন , কিন্তু পুরোপুরি নয় 

আপনার বাইকের মিরর গুলো আপনার অনেক কাজের একটা জিনিস । এটা আপনার জীবনকে রক্ষা করতে অনেক ভূমিকা রাখে । কিন্তু এটাও ঠিক যে মিরর গুলো সবসময় পুরো কাহিনী বলে না । মানে , মিররে যা দেখেন তার বাইরেও অনেক কিছু ঘটতে পারে । তাই , আপনার মিরর এর উপর সম্পূর্ণ ভরসা করা একেবারেই ঠিক না । আপনার মিররে কোনকিছূ দেখে মুভ করার আগে বা কোন ডিসিসন নেবার আগে নিজের চোখে একবার দৃশ্যটা দেখে সেওর হন ।

একটা গাড়ি এবং অফর‌্যাম্প এর ভেতর পড়বেন না

এটা সবসময় মেনে চলুন । কখনও এমন পরিস্থিতির ভেতর পড়বেন না যে আপনি একটা যানবাহন এবং একটা অফর‌্যাম্প এর ভেতর পড়ে গেছেন । অফ র‌্যাম্প হল একটা শর্ট রোড যেটা একটা হাইওয়ে শেষ হবার পর যানবাহন আস্তে আস্তে স্লো করে । এসময় স্পীড যথেষ্ঠ কম রাখুন এবং দেখেশুনে রাইডিং ককরুন । এইভাবে প্রতিবছরই অনেক রাইডার মারা যায় । তাই , ট্রাফিকের ভেতর রইডিং এর সময় বিষয়টা মাথায় রাখুন ।

ব্রেক এ সবসময় হাত রাখুন

ট্রাফিকের ভেতর আপনাকে অবশ্যই সবকিছু একটু দ্রুততা সাথে করতে হবে , নাহলে আপনার সময়ের অপচয় বাড়তে থাকবে । তাই এই সময় দ্রুত মুভমেন্টেরও প্রয়োজন পড়ে । কিন্তু এটাও মাথায় রাখা দরকার , দ্রুত মুভমেন্টের সাথে আপনাকে যেকোন সময় দ্রুত থামতেও হতে পারে । তাই , আপনার হাতটি সবসময়ই ব্রেকের উপর রাখুন যেন আপনার সামনের কোন গাড়ি হঠাৎ করে থামলে আপনিও সেই সাথে রেসপন্স করতে পারেন ।

নিজেকে সো করান

একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রাফিকের ভেতর আপনার নিজেকে অন্যদের কাছে ভালভাবে সো করা । ট্রাফিকের ভেতর এমমন পজিশনে আপনি থাকতে পারেন যে আপনার পেছনের কোন ড্রাইভার আপনাকে দেখতে পাচ্ছে না । ফলে তার মুভমেন্টের সময় সে আপনার উপস্থিতিটা নজরে আনবে না । আর এটা মারাত্মক এক্সিডেন্ট ঘটাতে পারে । তা্ই , এমনভাবে পজিশন নিন যে অন্যান্য প্রাইভাররা আপনাকে দেখতে পায় অ দরকার হলে উজ্জ্বল রঙের কোন ড্রেসআপ করুন এবং উজ্জ্বল রঙের হেলমেট ইউজ করুন ।

একটু বেশী পাওয়ার খরচ করুন

ট্রাফিকের ভেতর বাইকের তেল একটু বেশী খরচ করুন । বেশী খরচ বলতে অন্য কোন উপায়ে বেশী খরচ করতে বলিনি , জাস্ট এই সময় আপনার বাইকটি আপনি সাধারণত যে গিয়ারে রাখেন তার থেকে একটা গিয়ার কমিয়ে রাখুন । কারন, এর ফলে সামনের কোন গাড়ি মুভ করলে আপনিও সাথে সাথে খুব দ্রুত সামনের দিকে মুভ করতে পারবেন । আর , এই সময় বাইক বেশী গিয়ারে থাকলে হঠাৎ করে জোরে মুভ করতে গেলে আপনার স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে । আর এই সময় সেফটির জন্য অবশ্যই ব্রেকিং এর বিষষয়টা মাথায় রাখবেন । জোরে স্পীড আপ করার পর হঠাৎ করে আপনাকে থামতেও হতে পারে । জোরে মুভ করলে আপনার আশে পাশের যানবাহনগুলো আপনার উপস্থিতিও টের পেয়ে যাবে ।

স্লো করলে কোন দিকে অবস্থান নিবেন 

যখন ট্রাফিক থেমে থাকে তখন আপনার পজেশন কেমন হওয়া উচিৎ । এই সময় আপনার সামনের কোন যানবাহনের পেছনে না থেকে বাম বা ডান পাশে থাকার চেষ্ট করুন । কারণ , এর ফলে আপনি ট্রাফিকের ভেতরও ওভারটেকিং এর একটা সুযোগ পাবেন । আর , সামনের কোন গাড়ি হঠাৎ করে ব্রেক করলেও আপনার তেমন ক্ষতি হবার কোন সম্ভাবনা থাকবে না ।

আশেপাশে সবকিছুর দিকে নজর রাখুন

ট্রাফিকের ভেতর সবসময় আপনার আশেপাশের এরিয়া আপনার চোখ দিয়ে স্ক্যান করতে থাকুন , আপনার মিররের দিকে সবসময় নজর রাখুন এবং আপনার আশেপাশে কী ঘটছে সেটার দিকে নজর রাখুন । ভালভাবে খেয়াল করলে আপনি ট্রাফিক থেকে বের হয়ে যাবার বা এগিয়ে যাবার কোন সুযোগ পেয়ে যেতে পারেন । আর এটা আপনাকে অনেক সেফটিও প্রদান করবে । যদি এরিয়াটা অনেক লম্বা হয় , তাহলে শুধু আপনার পেছনে ও সামনে নজর রাখলেও হবে ।

সামনের গাড়ির মুভমেন্টের ক্ষেত্রে সতর্ক হোন

যদি দেখতে পান যে আপনার সামনের কোন কার থেমে রয়েছে এবং বামে মোড় নেবার প্রস্তুতি নিচ্ছে , তাহলে প্রস্তুত হোন । এক্ষেত্রে হঠাৎ করে স্পীড আপ করে চলে যেতে চাইলে ড্রাইভার যদি আপনার দিকে কেয়ার না করে তাহলে আপনি বিপদে পড়তে পারেন । তাই , কারের চাকার দিকে , ড্রাইভারের স্টিয়ারিং এর দিকে নজর রাখুন এবং ডিসিসন নিন আপনার এই সময় এক্সেলেরেট করা উচিৎ , নাকি ব্রেক করা উচিৎ নাকি আস্তে আস্তে পাস করা উচিৎ ?