ট্যাক্স-টোকেন এর ডেট ফেল - অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড

This page was last updated on 18-Nov-2023 02:50am , By Ashik Mahmud Bangla

আমাদের মাঝে অনেকেই আছেন যারা বাইকের ট্যাক্স-টোকেন এর ডেট ফেল করলেও সেটা বলতে পারেন না। আবার অনেকেই আছেন যাদের মনেই থাকে না , ট্যাক্স-টোকেন এর ডেট ফেল হয়ে গেছে। যখন রাস্তায় পুলিশ আটকায় এবং মামলা দিতে চায় তখন আমাদের মনে হয় ট্যাক্স -টোকেন তো আপডেট করতে হবে। কিন্তু কথা হচ্ছে ট্যাক্স-টোকেন এর ডেট ফেল করলে জরিমানা কত হতে পারে। আজ এই সম্পর্কে আইন কি বলে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

ট্যাক্স-টোকেন

ট্যাক্স-টোকেন এর ডেট ফেল করলে জরিমানা কত

সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৭ নং আইনএকাদশ অধ্যায়ে ট্যাক্স-টোকেন ব্যতীত বা মেয়াদউত্তীর্ণ ট্যাক্স-টোকেন ব্যবহার করিয়া মোটরযান চালনা সংক্রান্ত ধারা ২৬ এর বিধান লঙ্ঘনের দণ্ড ,
৭৬। যদি কোনো ব্যক্তি ধারা ২৬ এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

এখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারছেন ট্যাক্স টোকেন আপডেট থাকা কতটা জরুরি। তাই বাইকের ট্যাক্স টোকেন নিয়ে কখনো অবহেলা করবেন না তাহলে আপনি বিপদে পরতে পারেন।

অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ

অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতি

আমরা অনেকেই অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ করতে চায়, কিন্তু আমরা অধিকাংশই অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। এখন আপনি চাইলে খুব সহজে ঘরে বসে আপনার বাইকের ট্যাক্স টোকেন অনলাইনে রিনিউ করে নিতে পারবেন। অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতি সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন।

বিআরটিএ এর সকল ফি পরিশোধ করা যাবে বিকাশে

বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ডিজিটাল নিবন্ধন সার্টিফিকেট, মোটরযানের ফিটনেস ইস্যু ও নবায়ন, ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন এবং রুট পারমিট ইস্যু ও নবায়নসহ সব সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন গ্রাহক। ফি পরিশোধের পর গ্রাহকের দেওয়া ঠিকানায় পরবর্তী কয়েক কার্যদিবসের মধ্যে ট্যাক্স টোকেন পৌঁছে যাবে। ফি পরিশোধ করতে গ্রাহককে বিআরটিএর সার্ভিস পোর্টালে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

নিজে নিরাপদ থাকতে চাইলে বাইকের সব ডকুমেন্ট আপডেট রাখুন এবং দেশের আইন কানুন সম্পর্কে জানুন।