টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট ফিচার রিভিউ

This page was last updated on 15-Jan-2025 01:03pm , By Ashik Mahmud Bangla

টিভিএস অটো সম্প্রতি তাদের এক্সএল১০০ মোপেডটির নতুন একটি ভার্শন বাজারে ছেড়েছে। নতুন কিছু বাড়তি ফিচার সমন্বয় করে তারা নতুন ভার্শনটির নাম দিয়েছে এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট । মুলত: নতুন সেই ফিচারসহ মোপেডটিকে আপনাদের কাছে তুলে ধরার জন্যে আজ আমরা হাজির হয়েছি। চলুন তাহলে আজকের টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট ফিচার রিভিউ এ।

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট


টিভিএস এক্সএল১০০ মুলত: টিভিএস অটো ইন্ডিয়ার একটি মাল্টি-পারপোজ ইউজ মোপেড। এটি আমাদের এই সাউথ-এশিয়ান সাব-কন্টিনেন্টে বিশেষকরে গ্রামাঞ্চলে বেশ জনপ্রিয়। আর সহজ কমিউটিং ফিচার ও বহন করার সক্ষমতা এর জনপ্রিয়তার অন্যতম কারন। আর বেশ খরচ-সাশ্রয়ী হবার কারনেও মোপেডটি সাধারনের পছন্দের তালিকায় উপরের দিকে।

Also Read: TVS Star HLX 125 Price In Bangladesh

ডিজাইনের দিক দিয়ে টিভিএস-এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট মূলত: টিভিএস এক্সএল১০০ এরই উত্তরসূরী। শুধু কিছু ফিচারই এতে আলাদা। আর সেইসাথে এই ভার্শনটির কালার-স্কিম আলাদা। আর বর্তমান বাজারে এটার সাতটি আলাদা শেড দেখা যায়।

তো এই মোপেডটি একটি রাগড-স্টিল ফ্রেমের উপর ডিজাইন করা। যা কিনা অন-বোন ফ্রেম বলে অভিহিত করা যায়। তাই এর ডিজাইন খুবই স্ট্রেইট আর প্র্যাক্টিকেল। আর এতে বাড়তি কোন বডি প্যানেলের আড়ম্বরই নেই।

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

মোপেডটির ইঞ্জিনটি মুলত: এর ফ্রেমের নিচের দিকে বসানো। আর এর উপরে ষ্টিলের প্লেটদিয়ে মোড়ানো। এই প্লেটিংটি চালকের সিট আর হেলানো ফুয়েল-ট্যাঙ্কের মাঝে একটি ফাঁকাস্থান সৃষ্টি করে। আর আয়তাকার এই ফাঁকা স্থানটিতে সহজেই কোনকিছু বহন করা যায়।

Also Read: TVS Wego Review By Team BikeBD

তো এই মোপেডটির সিট মুলত: স্ট্রেইট, আপ-রাইট, কমফোরটেবল, আর দুভাগে বিভক্ত। এর রাইডার-সিট ফিক্সড হলেও পিলিয়ন সিটটা আলাদা করা যায়। আর সিটটা তুলে ফেলে ফাঁকাস্থানটি বড়সড় ক্যারিয়ার হিসেবে ব্যাবহার করা যায়।

এছাড়াও মোপেডটিতে পরিপূর্ণ স্ট্রিট-লিগ্যাল ফিচারের সমন্বয় রয়েছে। এতে রয়েছে বেশ শক্তিশালি হেডলাইট, টেইল-লাইট, টার্নিং-ইন্ডিকেটর, হর্ণ ও সিগন্যাল। এর ছিমছাম ওডো কাউন্টারটি এ্যানালগ। আর এসব ছাড়াও এতে মাড-গার্ড, ক্র্যাশ-গার্ড, শড়ি-গার্ড প্রভৃতি যথাযথভাবে বসানো রয়েছে।

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

হুইল, ব্রেক, সাসপেনশন – রাইডিং ও কন্ট্রোলিং ফিচারসমূহ

নতুন টিভিএস-এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট মূলত: রাগড অন-বোন ষ্টিল ফ্রেমে ডিজাইন করা। এটা বেশ টাফ, হেভি-ডিউটি, আর মোটামুটি ধারনাতীত ভার বহনে সক্ষম। আর একারনেই এটা সাধারন পরিশ্রমী জনসাধারনের দৈনন্দিন চলাচলের প্রয়োজনসমূহ মেটাতে পারে। আর এই চরিত্রের সাথে মিলিয়েই এর হুইল, ব্রেক, সাসপেনশনগুলো ডিজাইন করা।

Also Read: Tvs bike showroom in Thana Para: TVS World

টিভিএস এক্সএল১০০ চাকা মুলত: হেভি-ডিউটি ১৬ইঞ্চি সাইজের স্টিল স্পোক-রিমের। এর টায়ারগুলি টিউব টাইপ। তাই এসব ভারবহনে অত্যন্ত সক্ষম। আর এর ব্রেকগুলিও ড্রাম-টাইপ হওয়ায় এর মেইনটেন্যান্স অত্যন্ত কম।

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

এতে রয়েছে সামনের দিকে হাইড্রলিক টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। আর পেছনে রয়েছে সুইং-আর্ম এটাচড ডাবল সাসপেনশন। এই সাসপেনশনগুলো মুলত: সিলড হাইড্রলিক টাইপ সাসপেনশন। সুতরাং এক্সএল১০০ মোপেড হলেও এর উভয় সাসপেনশনই হার্ডকোর কমিউটিং আর ভারবহনে অত্যন্ত সক্ষম।

Also Read: TVS Bike showroom in Chapainawabganj: Rafa Motors

রাইডিং পজিশনের ক্ষেত্রে, টিভিএস এক্সএল১০০ পাইপ-হ্যান্ডেলবার আর কন্ট্রোল-লিভার সমূহ নিয়ে সম্পূর্ণ আপরাইট। আর তাই ক্লাচ আর গিয়ার অপারেশন ছাড়া  এর রাইডিং অত্যন্ত সহজ। অটো সিঙ্গেল-গিয়ারের এই মোপেডটিতে থ্রটল আর ব্রেক কন্ট্রোল ছাড়া মুলত: রাইডারের আর কোন কাজই নেই।

আর সাধারন কিক-ষ্টার্ট ছাড়াও আই-টাচষ্টার্ট সেল্ফ ইলেকট্রিক ষ্টার্ট ফিচার সমৃদ্ধ। আর একারনেই মোপেডটি আলাদা আবহাওয়া আর পরিস্থিতি সাপেক্ষে ঝামেলাহীনভাবে ব্যবহার করা যায়। আর এতোসবের পরেও এর হালকা ৮৬কেজির ওজন মোপেডটির রাইডিং, কন্ট্রোলিং ও হ্যান্ডেলিং আরো সহজ করে তুলেছে।

Also Read: Tvs bike showroom in Lalmohon: M/S Meghna Auto

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট – ইঞ্জিন ফিচার

নতুন টিভিএস-এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট এর ইঞ্জিনটি মুলত: একটি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফোর-ষ্ট্রোক ইঞ্জিন। এটি কার্বুরেটরযুক্ত আর বেশ ফুয়েল-ইকোনোমিক। এর ইগনিশন ও বেশ সরল, আর তা ফ্লাইহুইল ম্যাগনেটো দ্বারা নিয়ন্ত্রিত। এই কমিউটার ইঞ্জিনটি সর্বোচ্চ ৩.২কিলোওয়াট পাওয়ার আর ৬.৫এনএম টর্ক উৎপাদন করতে পারে। সেহিসেবে বলা যায় একটি মোপেড ইঞ্জিন হিসেবে এটা মোটামুটি যথেষ্ট।

Also Read: TVS Phoenix 125 Review By Team BikeBD

টিভিএস এক্সএল১০০ এর ইঞ্জিন অপারেশন খুবই সহজ, কেননা এটা অটো সিঙ্গেল-গিয়ার পরিচালিত। আর এর ক্লাচটাও অটোমেটিক সেন্ট্রিফিউগাল-ওয়েট-ক্লাচ। তাই এতে আলাদা করে ক্লাচ বা গিয়ার সামলানোর কোন ঝামেলাই নেই। কেবল থ্রটল ধরে রাখলেই চলে। আর নতুন হেভিডিউটি আই-টাচষ্টার্ট এ ইলেকট্রিক-ষ্টার্ট ফিচার থাকায় তা সার্বিকভাবে ব্যবহার আরো সহজ।

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

TVS XL100 Heavy Duty i-TouchStart – Specification

Specification

TVS XL100 Heavy Duty i-TouchStart

EngineSingle Cylinder, Four Stroke, Air Cooled, 2 Valve Engine
Displacement99.7cc
Bore x Stroke51.0mm x 48.8mm
Maximum Power3.2kW(4.3BHP)@6,000RPM
Maximum Torque6.5NM@3,500RPM
Fuel SupplyCarburetor
IgnitionFly wheel magneto 12 V, 90 W
Starting MethodKick & Electric (with i3s) Start
Clutch TypeCentrifugal Wet Type
LubricationWet Sump
TransmissionSingle Speed Gearbox (Final Drive: Roller Chain)

Dimension

Frame TypeBone Frame
Wheelbase1,228mm
Weight (Kerb)86Kg
Fuel Capacity4.0 Liters (Including 1.3 Liter Reserve)
Engine Oil

Wheel, Brake & Suspension

Suspension (Front/Rear)Telescopic Hydraulic & Spring Shock Absorbers/ Swing Arm with Hydraulic Shock Absorbers x 2
Brake system (Front/Rear)110mm Drum / 110mm Drum
Tire size (Front / Rear)Front: 2.5-16 41L6PR Rear: 2.5-16 41L6PR

Battery12V 3Ah (MF)
Headlamp12V 35/35W DC
SpeedometerAnalog

*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

Also Read: TVS Launches Apache RTR160 4V BD

এক নজরে টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

নতুন টিভিএস-এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট মুলত: একটি মোপেড বা কমিউটার। এটা খুব সাধারন ও হার্ডকোর কমিউটার ইউজারদের প্রয়োজন লক্ষ্য করে ডিজাইন করা। তবে সময়ের সাথে এতে আধুনিক ফিচার সমূহের সমন্বয় ঘটানো হয়েছে। আর পরিশেষে আমরা নতুন এই মোপেডটির মূল ফিচারগুলো আরেকবার একনজরে দেখে নেবার জন্যে সাজিয়েছি।

  • খুব সাধারন, শক্তিশালি আর প্র্যাক্টিক্যাল ডিজাইন।
  • সম্পূর্ণ ইকোনোমিক কমিউটিং ফোকাসড ডিজাইন।
  • চমৎকার পাওয়ার আর টর্ক সমন্বিত নয়েজ-ফ্রি, লো-মেইনটেন্যান্স আর ফুয়েল-ইকোনমিক ইঞ্জিন।
  • ঝামেলাহীন অটোমেটিক ক্লাচ ও গিয়ার অপারেশন
  • সাধারন কিক-ষ্টার্টার ও সেই সাথে আধুনিক ইলেকট্রিক ষ্টার্টার।
  • খুব সহজ ও ঝামেলাহীন রাইডিং ও কন্ট্রোলিং।
  • সুপরিসর ও আরামদায়ক সিট।
  • মালামাল বহনের সুবিধা অনেক বেশি। পেছনের সিট খুলে ফেলেও ভারী মালামাল বহন করা যায়।
  • সামনের চেসিস-প্লেটটাও মাল বহনে ব্যবহার করা যায়।
  • ফুল বডি মেটাল কন্সট্রাকশন।
  • হেভিডিউটি হুইল, ব্রেক, ও সাসপেন্শন সেটআপ।
  • বিল্টইন অনবোর্ড ইউএসবি গ্যাজেট চার্জার।
  • শক্তিশালি হেডলাইট আর ব্যাটারী সাশ্রয়ী এলইডি ডিআরএল।
  • মেইটেন্যান্স ফ্রি সিলড ব্যাটারী।
  • সংযুক্ত ক্র্যাশগার্ড, শাড়িগার্ড, চেইনকভার, সাইলেন্সার মাফলার, ইত্যাদি।
  • সবমিলিয়ে অত্যন্ত লো-মেইনটেন্যান্স প্রোফাইল

Also Read: TVS Bike showroom in Chandpur: Chand Traders

টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট

তো বন্ধুরা এই ছিল নতুন টিভিএস এক্সএল১০০ হেভিডিউটি আই-টাচষ্টার্ট এর সার্বিক পরিচিতি। আশাকরি আমাদের তথ্য আলোচনা আপনাদের ভালো লেগেছে। তো আমাদের সাথেই থাকুন। শীঘ্রই আমরা আবারো নতুন নতুন বাইকের পরিচিতি নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন।