টিভিএস অটো বৈশাখী অফার ১৪২৫
This page was last updated on 14-Jul-2024 06:47am , By Saleh Bangla
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড তাদের মোটরসাইকেলের উপর টিভিএস অটো বৈশাখী অফার ১৪২৫ নিয়ে এসেছে । অফারটি ২০১৮ সালের ১৪ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অফারটি শুধুমাত্র টিভিএস অথোরাইজড ডিলারস এবং শো-রুমের জন্য প্রযোজ্য হবে। নতুন এই অফারে আপনি যদি টিভিএস এর নতুন মোটরসাইকেল ক্রয় করেন। তাহলে আপনি ৮০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন । নিচে আমরা অফারের উপর নির্ভর করে বর্তমানের টিভিএস বাইকগুলোর দাম তুলে ধরলাম ।
Model | Original Price | Offer price till 30th April 2018 |
RTR160 ( Duel Disc) | 186,900 | 179,900 |
RTR160 (Single Disc) | 177,900 | 172,900 |
RTR150 (Single Disc) | 172,900 | 164,900 |
Styker 125 | 129,000 | 124,900 |
Metro Plus (Disc) | 123,900 | 118,900 |
Metro Plus (Drum) | 118,900 | 113,900 |
Metro (Self Starter) | 104,900 | 99,900 |
Metro (Kick Starter) | 95,900 | 90,900 |
XL100 | 59,900 | 57,900 |
টিভিএস অটো বৈশাখী অফার ১৪২৫ অনুযায়ী তারা ১০০-১২৫সিসি বাইকের দাম প্রায় ৫০০০ টাকা কমিয়েছে। যেখানে এক্সএল ১০০ এর দাম প্রায় ২০০০ টাকার মত কম করা হয়েছে। সব থেকে দামের বেলায় বড় পরিবর্তন এনেছে আরটিআর সিরিজে । আরটিআর ১৫০তে তারা প্রায় ৮০০০ টাকার ডিস্কাউন্ট দিচ্ছে । এই বছরের জানুয়ারীর দিকে টিভিএস অটো বাংলাদেশ বাংলাদেশে টিভিএস এ্যাপাচি আরটিআর ১৬০ লঞ্চ করেছিল । ডিজাইনের দিক দিয়ে এ্যাপাচি আরটিআর ১৬০ একদম এ্যাপাচি আরটিআর ১৫০ এর মত করে ডিজাইন করা হয়েছে । সব থেকে বড় পরিবর্তন আনা হয়েছে ইঞ্জিনে । বর্তমানের নতুন ইঞ্জিন ১৬০ সিসি এবং ইঞ্জিনটি প্রায় ১৫.২ বিএইচপি পাওয়ার এবং ১৩.১ এনএম টর্ক দিতে সক্ষম । কোম্পানির মতে নতুন বাইকে ৪.৮ সেকেন্ডে ০-৬০ কি.মি. প্রতি ঘন্টা টপ স্পিড পাওয়া যাবে । নতুন বাইকটির ওজনও ১৩৭ কেজি এবং ফ্রন্টে ৯০ স্পেসিফিকেশন টায়ার এবং রিয়ারে ১১০ স্পেসিফিকেশন টায়ার দেওয়া আছে । টায়ারগুলো টিউবলেস এবং হুইলগুলো এ্যলয় হুইলের । বাইকের সামনে ২৭০ মি.মি. পেটাল ডিস্ক ব্রেক এবং রিয়ারে ১৩০মি.মি. ড্রাম ব্রেক দেওয়া আছে । কিছুদিন আগে তারা রিয়ারে ডিস্ক ব্রেক ভার্শন দেওয়া বাইক লঞ্চ করেছে ।
Also Read: টিভিএস এই করোনায় দিচ্ছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার এপ্রিল ২০২০
আর একটি বাইক যেটি আজকাল ধীরে ধীরে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে সেটা হল টিভিএস এক্সএল১০০ । এটি মপড মোটরসাইকেল কিন্তু বর্তমানে বাংলাদেশে টু হুইলারের মধ্যে সব থেকে কম দামের বাইক হল এটি । বাইকটি ১০০ সিসি এয়ার কুল্ড ইঞ্জিনের যেটা প্রায় ৪.৩ বিএইচপি পাওয়ার এবং ৬.৫ এনএম টর্ক দিতে সক্ষম । মোটরসাইকেলটি মূলত দুইজন বসার জন্য তৈরি করা এবং অনেক মালামালও নেওয়া যায় । বাইকটিতে শুধুমাত্র ১টি গিয়ার সংযুক্ত করা আছে, ড্রাম ব্রেকস, স্পুক হুইলস, খুব চিকন টায়ারস এবং বাইকের সামনে ১৩০ কেজি ওজন নেওয়ার মত সক্ষম । টিভিএস এর মতে বাইকটি প্রায় ৬৭ কি.মি. প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম এবং বর্তমানে এই বাইকটি ঢাকা এবং অন্যান্য মেট্রোপলিয়ন শহরে প্রচুর পরিমানে ডেলিভারীর জন্য ব্যবহার করা হচ্ছে ।