টিভিএস অটো বাংলাদেশ বিপিএল ফাইনাল অফার ফেব্রুয়ারি ২০১৯
This page was last updated on 28-Jul-2024 01:23pm , By Saleh Bangla
টিভিএস অটো বাংলাদেশ বিপিএল ফাইনাল অফার ফেব্রুয়ারি ২০১৯
টিভিএস অটো বাংলাদেশ বিপিএল ফাইনাল ২০১৯ উপলক্ষে তাদের মোটরসাইকেলে দিচ্ছে বিশাল ছাড়। এই অফারটিতে টিভিএস এর ৬ টি মোটরসাইকেলের উপর বিশেষ ছাড় রয়েছে । যার মধ্যে একটি হচ্ছে টিভিএস এর ফ্ল্যাগশিপ মোটরসাইকেল TVS Apache RTR 160 ।
নতুন বছরের মাত্র দ্বিতীয় মাস শুরু হয়েছে, এরই মধ্যে টিভিএস অটো বাংলাদেশ বাইকারদের জন্য নিয়ে এসেছে ডিস্কাউন্ট অফার । যাতে করে বাইকাররা তাদের পছন্দের টিভিএস মোটরসাইকেল কেনার এক অভাবনীয় সুযোগ পান । এর আগে গত মাসে বিপিএল টি ২০ লিগের শুরুতে তাদের আরও একটি টিভিএস বিপিএল এক্সাইটমেন্ট ২০১৯ অফার ছিল।
Model | New Price | Old Price |
RTR 160 (SD) YELLOW | 1,64,900 | 1,74,900 |
RTR 160 (SD) | 1,68,900 | 1,74,900 |
RTR 160 (DD) | 1,75,900 | 1,81,900 |
Stryker 125 | 1,17,900 | 1,23,900 |
Metro Plus 110 (Drum) | 1,03,900 | 1,09,900 |
Metro Plus 110 (Disc) | 1,10,900 | 1,16,900 |
Metro 100 (KS) | 86,900 | 88,900 |
Metro 100 (ES) | 92,900 | 94,900 |
XL 100 | 56,900 | 59,900 |
টিভিএস এর এই নতুন অফারটি বিপিএল ফাইনাল এর উত্তেজনা ধরে রাখার জন্য দেয়া হয়েছে । অফারটিতে থাকছে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং ন্যূনতম ২০০০ টাকা পর্যন্ত ছাড় । শুধু মাত্র TVS Apache RTR 160 সিঙ্গেল ডিস্ক হলুদ কালার বাইকটিতে দিচ্ছে ১০,০০০ টাকা ডিস্কাউন্ট ।
তবে বিস্ময়কর ভাবে তারা তাদের নতুন 160cc মোটরসাইকেল TVS Apache RTR 160 4V কোন ছাড় দিচ্ছে না। বিপিএলের ২০১৯ সালের ফাইনালে সাকিব আল হাসান ম্যান অব সিরিজ হিসাবে একটি নতুন TVS Apache RTR 160 4V জিতেছে। ডিজাইন , লুকস এবং স্টাইলের দিক দিয়ে এই বাইকটি এই সেগমেন্টের অন্যতম আকর্ষণীয় একটি মোটরসাইকেল। সম্প্রতি আমরা TVS Apache RTR 160 4V একটি রিভিউ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি । বাইকটি সম্পর্কে আরও জানতে আপনি রিভিউটি পড়তে পারেন ।
RTR 160 4V এর আগে টিভিএস এর ১৬০ সিরিজের আর একটি বাইক হচ্ছে TVS Apache RTR 160 । এই বাইকটি হচ্ছে TVS Apache RTR 150 এর আপগ্রেডেড ভার্সন। যেখানে টিভিএস বাইকটিতে শুধু ইঞ্জিন ছাড়া তারা আর কোনও পরিবর্তন করেনি । আমরা এই বাইকটি টেস্ট করেছি যার রিভিউ আপনারা আমাদের ওয়েবসাইটে পড়তে পারেন এবং টেস্ট রাইডের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। টিভিএস তাদের কমিউটার বাইক গুলোতেও ডিসকাউন্ট অফার দিচ্ছে। সেগুলো হচ্ছে TVS Stryker, TVS Metro Plus 110, TVS Metro and TVS XL 100। এই সমস্ত মোটরসাইকেল গুলো তাদের নিজস্ব সেগমেন্টে অন্যতম মোটরসাইকেল ।
এই নতুন বছরে আমরা ইতোমধ্যে অনেক মোটরসাইকেল কোম্পানি তাদের মোটরসাইকেলের মূল্য কমিয়েছে বা বিভিন্ন অফার দিচ্ছে । টিভিএস বিপিএল ফাইনাল এক্সাইটিং ২০১৯ অফারটি এই মাসের শেষ পর্যন্ত চলবে । আমরা আশা করি এই ডিসকাউন্ট অফারটি বাইকারদেরকে তাদের পছন্দের বাইক খুঁজে বের করতে সহায়তা করবে। ধন্যবাদ।