চমক নিয়ে হাজির হলো TVS Apache RTR 160 4V

This page was last updated on 08-Jul-2024 02:15pm , By Saleh Bangla

অবশেষে বহুল প্রতীক্ষার পর টিভিএস এপাচি অটো বাংলাদেশ লঞ্চ করছে TVS Apache RTR 160 4V । ইন্ডিয়াতে এই বাইকটির তিনটি ভিন্ন মডেলে পাওয়া যাচ্ছে । তবে বাংলাদেশে শুধু ডাবল ডিস্ক ভার্সনেরটি পাওয়া যাবে, আশা করা যাচ্ছে যে তারা খুব শীঘ্রই সিঙ্গেল ডিস্ক ও এফআই ইঞ্জিন ভার্সন বাংলাদেশে নিয়ে আসবে ।

 অবশেষে চমক নিয়ে হাজির হলো TVS Apache RTR 160 4V

 TVS Apache RTR 160 4V বাইকটি বাংলাদেশে তিনটি কালারে পাওয়া যাবে । কালার গুলো হলো, নীল, লাল এবং কালো । তবে এর দাম ধরা হয়েছে যে ২,০৪,০০০ টাকা । টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি শুধু ডিজাইনেই পরিবর্তন আনেনি, তারা ইঞ্জিনেও অনেক পরিবর্তন এনেছে । বাইকটির অনেক কিছুই নেয়া হয়েছে এর বড় ভাই টিভিএস এপাচি আরটিআর ২০০ ৪ভি এর থেকে । 

TVS Apache RTR 160 4V

  • নতুন ১৬০সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ ভাল্ভ ইঞ্জিন
  • ইঞ্জিনটি অয়েল কুল্ড এবং বর্তমানে শুধুমাত্র কার্বুরেটর ইঞ্জিন দেওয়া হবে
  • ইঞ্জিনটি প্রায় ১৬.৩ বিএইচপি @ ৮০০০ আরপিএম এবং ১৪.৮ এনএম টর্ক @ ৬৫০০ আরপিএম দিতে সক্ষম
  • বাইকটি সেলফ এবং কিক দুইভাবে স্টার্ট করা যাবে এবং বাইকটিতে ৫টি গিয়ার সংযুক্ত থাকবে
  • বাইকটিতে ডাবল ক্রাডেল স্প্লিট সিংক্রো ফ্রেম যেটি বাইকটির ওজন ১৪৫ কেজি পর্যন্ত করে তুলেছে ।
  • নতুন ট্রাপেজিয়াম হ্যালোজেন হেডলাইট সাথে এলইডি ডিআরএল ।

  • এলইডি টেইললাইট
  • সিঙ্গেল সিট এবং নতুন ডিজাইনের গ্র্যাব রেইল
  • ডাবল ব্যারেল এক্সজস্ট সিস্টেম
  • আপ ফ্রন্টে টেলিস্কোপ সাস্পেনশন এবং রিয়ারে শোআ ব্র্যান্ডেড ৭ এডজাস্টবেল মনোশক সাস্পেনশন
  • বাইকটির সামনের চাকায় ৯০ সেকশন টায়ার এবং পিছনের চাকায়  ১৩০ সেকশন টায়ার
  • এছাড়াও বাইকটির সামনে ২৭০মিমি পেটাল ডিস্ক ব্রেক ২০০মিমি রিয়ার ডিস্ক ব্রেক সাথে মার্ড গার্ড রিয়ার হুইলে
  • বাইকটি ১২ লিটার ফুয়েল নিতে সক্ষম
  • নতুন স্পিডোমিটার, যদিও বাইকটির স্পিডোমিটারে এবিএস ওর্নিং লাইট দেওয়া আছে কিন্তু বাইকটিতে এবিএস নাই
  • পাইপ হ্যান্ডেল দেওয়া আছে ৩ পার্ট হ্যান্ডেলের বদলে

TVS Apache RTR 160 4V – Racing DNA Unleashed In Bangladesh

এই বছর আমরা দেখেছি যে ১৬০সিসি সিরিজের দুটি মোটরসাইকেল হোন্ডা এবং বাজাজ লঞ্চ করেছে । তবে টিভিএসও লঞ্চ করেছে তাদের ১৬০সিসি টিভিএস এপাচি আরটিআর ১৬০ । যা কমিউটার সেগমেন্টে অনেক কম বাজেটের একটি বাইক ।  যেহেতু টিভিএস আরটিআর ১৬০ ৪ভি লঞ্চ করছে , হোন্ডা এর উচিত হর্নেট এর এবিএস ভার্সন এবং বাজাজ এর উচিত এনএস এর ডাবল ডিস্ক ভার্সন বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করা ।