খুব শীঘ্রই এসিআই মোটরস লঞ্চ করতে যাচ্ছে Yamaha FZ-X!
This page was last updated on 01-Aug-2024 10:56am , By Shuvo Bangla
বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল তাদের প্রিমিয়াম কোয়ালিটির মোটরসাইকেল এর জন্য জনপ্রিয়। শুধু মাত্র যে আমাদের দেশ তাই নয়, পুরো বিশ্ব জুড়ে ইয়ামাহা তাদের প্রিমিয়াম মোটরসাইকেল এর জন্য বিখ্যাত। বাংলাদেশে এসিআই মোটরস হচ্ছে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, তারা বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে Yamaha FZ-X। ইয়ামাহা এর অনেক বাইক রয়েছে যা ইতিমধ্যে বেশ জনপ্রিয়। এদের মধ্যে Yamaha R15 V3, Yamaha MT-15 উল্লেখ যোগ্য বাইক মডেল। আমরা জানি যে বাংলাদেশের তরুণ বাইকারদের স্বপ্নের এবং আকর্ষণীয় বাইক হচ্ছে Yamaha R15 V3।
খুব শীঘ্রই এসিআই মোটরস লঞ্চ করতে যাচ্ছে Yamaha FZ-X!
গত মাসেই ইন্ডিয়াতে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Yamaha FZ-X। এই বাইকটির সাথে ইয়ামাহা তাদের আধুনিক প্রযুক্তি Y Connect যুক্ত করেছে।
চলুন দেখে নেই এই Y Connect এপ কি আছে -
- মিসড কল এলার্ট ও ইনকামিং এলার্ট আপনার ফোনে কোন ধরনের ইনকামিং/মিসড কল আসলে আপনার ড্যাশ বোর্ডে যে মিটার রয়েছে সেখানে থেকে সাথে সাথে নোটিফিকেশন শো করবে।
- এসএমএস ও ইমেইল এসএমএস/ইমেইল এর নোটিফিকেশনও আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিন ক্লাস্টার প্যানেলে। যত বার আপনি এসএমএস বা ইমেইল পাবেন ততবার আপনাকে দেখানো ও নোটিফিকেশন দেয়া হবে
- এপ কানেক্টিভিটি ফোনের Y Connect এপ এর সাথে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে স্ক্রিন সব সময় কানেক্ট রয়েছে কিনা সেটা শো করে থাকে
- ফোন ব্যাটারি লেভেল এমনকি আপনি এই এপের মাধ্যমে আপনার মোবাইলের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটাও দেখতে পাবেন।
এই এপটি ব্যবহার করতে হলে বাংলাদেশ গর্ভমেন্ট অথোরাইজ ইয়ামাহা বাইক আমদানী কারকদের কাছ থেকেই বাইকটি ক্রয় করতে হবে, নয়ত এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হবে না। এর মানে দাড়াচ্ছে আপনি আন-অফিশিয়াল ভাবে এই বাইকটি ক্রয় করলে এই এপ বা Y Connect প্রযুক্তি ব্যবহার করতে পারবেন না।
Yamaha FZ-X বাইকটির কনসেপ্ট হচ্ছে আপনি রাস্তার রাইড করার সময় সেটি উপভোগ করবেন। বাইকটির রেট্রো লুকস ও আরামদায়ক রাইড নিশ্চয়তা প্রদান করে থাকে। তাই সাধারণ ভাবে বলা যায় বাইকটি ডিজাইন করা হয়েছে রাইডের স্বাধীনতা উপভোগ করার জন্য।
বাইকটিতে সম্পূর্ন নতুন ভাবে যুক্ত করা হয়েছে LED হেডলাইট এবং DRL, যা বাইকটিতে রাতে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এই বাইকের টেইল লাইট LED ও সেই সাথে এর আকৃতি হচ্ছে ওভাল আকৃতির। বাইকটির লেন্স মাঝামাঝি ভাবে পজিশন করা হয়েছে যা একে আরও ক্লাসিক লুকস এনে দিয়েছে। FZ-X বাইকটিতে দেয়া হয়েছে এয়ার কুল্ড, ফোর স্ট্রোক, ১৪৯সিসি, SOHC, দুটি ভাল্ব যুক্ত, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেক্ট, ব্লু কোর ইঞ্জিন।
এছাড়া বাইকটির সামনের ডিস্ক ব্রেকের সাথে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ও সেই সাথে দুটি ক্যালিপার। বাইকটির সিট দেয়া হয়েছে টাক এবং রোল ডিজাইন ও সেই সাথে স্লিপ যা না করে সেই ধরনের ক্রাফট দেয়া হয়েছে। তো বাইকটি এই সেগমেন্টের মানে ক্যাফ রেসার টাইপের দেখা গেলেও এর পাওয়ার টর্ক সব কিছু মিলিয়ে একটি প্যাকেজ মোটরসাইকেল। যা আপনাকে আরামদায়ক রাইডের সাথে রাস্তার স্বাধীনতা দেবে। আশা করছি খুব শীঘ্রই বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে।