আয়োজিত হয়ে গেল ক্লাব কেপিআর ২০২০ এর পিকনিক !
This page was last updated on 04-Aug-2024 05:18am , By Ashik Mahmud Bangla
গত তিন বছর ধরে ক্লাব কেপিআর তাদের বাৎষরিক বনভোজন আয়োজন করে আসছে । এবার তাদের লোকেশন ছিল মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, রূপগঞ্জ, নারায়নগঞ্জ । এই পর্যন্ত আয়োজিত হওয়া সকল ইভেন্টের মধ্যে এই ইভেন্টি অন্যতম বড় ইভেন্ট ছিল । প্রায় ৮৫০+ বাইকার এই ইভেন্টে অংশ গ্রহন করেছিল । তাদের অনেকে পরিবার পরিজন, বন্ধু-বান্ধবসহ এই ইভেন্টে অংশ নিয়ে ছিল । পুরো ইভেন্টটি আয়োজন করেছিল ক্লাব কেপিআর এবং সহযোগী হিসেবে তাদের সাথে ছিল রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
এই ইভেন্টের শুরু হয় সকালে কয়েকটি দলের ক্রিকেট ম্যাচের মাধ্যমে । সূর্য ওঠার সাথে সাথে ঢাকা এবং আসে পাশ থেকে বাইকাররা ইভেন্ট প্রাঙ্গনে এসে উপস্থিত হয় । বেশির ভাগ বাইক ছিল লিফান কেপিআর, তবে আমরা অন্যান্য ব্র্যান্ডের বাইকও দেখেছি । ইভেন্টটি সকলের জন্যই উন্মুক্ত ছিল, যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই এই ইভেন্টে অংশ গ্রহন করতে পেরেছেন । এই ইভেন্টে বাইকারদের জন্য অনেক গেমসের ব্যবস্থা ছিল । যেমন স্লো রেস, মিউজিক্যাল চেয়ার, বস্তা দৌড়সহ অনেক কিছু । দুপুরের খাবারের আগে বাংলাদেশের অন্যতম স্টান্ট গ্রুপ Road Riderz তাদের স্টান্ট শো পারফর্ম করে ।
রোড রাইডার্জ এর স্টান্ট শোটি কো-অর্ডিনেট করেছিল হাসান সেতু ও চিন্ময় সরকার । এছাড়া পালসার স্টান্ট ম্যানিয়ার কয়েকজন প্রতিযোগী এখানে তাদের পারফর্মেন্স শো করেছে । সূর্যাস্তের আগেই পুরস্কার বিতরনি অনুষ্ঠান শুরু হয় । যিনি প্রথম হয়েছেন তিনি পেয়েছেন KYT NFR Carbon হেলমেট । প্রায় ৪৫জন ভিন্ন ভিন্ন প্রতিযোগী ভিন্ন ভিন্ন প্রতিযোগীতায় পুরস্কার পান এবং এছাড়া র্যাফেল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।
Also Read: যাত্রা শুরু করল নতুন বাইকিং ক্লাব
বাইকারদের জন্য এটি একটি দারুন ইভেন্ট ছিল । যদিও আসে পাশে ঘুরে দেখার মত তেমন অবস্থা ছিল না, তবুও বাইকাররা তাদের বাইকার ভাইদের সাথে অনেক দিন পর দেখা করেছেন, আড্ডা দিয়েছেন । বলা যায় নিজেদের মধ্যের ভাতৃত্বকে আরও দৃঢ় করেছেন ।
আমরা রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান নুরুল আবরার রাসেল এর সাথে কথা বলেছিলাম এই ইভেন্টের ব্যাপারে । তিনি বলেছেন 'গত তিন বছর ধরে এই আয়োজন করা হচ্ছে, আশা করা যাচ্ছে ধীরে ধীরে এই আয়োজন আরও বড় করা হবে' । অবশেষে সবার জন্য ছিল ডিজে পার্টি, যেখানে অনেক বাইকার হেলমেট ডান্স করেছে । ধন্যবাদ ।