কিভাবে আপনার গ্রুপের জন্য জার্সি বানাবেন?

This page was last updated on 30-Jul-2024 06:04pm , By Raihan Opu Bangla

বর্তমানে বাংলাদেশে বাইকের অনেক গ্রুপ রয়েছে। তবে এর সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। কারণ এখন বাংলাদেশের বাইকিং কমিউনিটি অনেক বেশি বিস্তৃত। বাংলাদেশে বাইকিং গ্রুপ গুলো নিজেরদের গ্রুপের জার্সি তৈরি করে থাকেন। এতে করে তারা গ্রুপ রাইডিং বা মিট আপের সময় তারা এই জার্সি পরে থাকেন। 

কিভাবে আপনার গ্রুপের জন্য জার্সি বানাবেন?

তবে অনেকেই ভাবেন যে কিভাবে এই জার্সি গুলো তৈরি করবেন। কোথায় তৈরি করবেন, কত টাকা খরচ হবে। এসব নিয়ে অনেকেই একটু দ্বিধাদ্বন্দে থাকেন। আর এজন্যই আপনি সহজে যেন আপনার গ্রুপের জার্সি তৈরি করতে পারেন তার জন্য একটি সমাধান নিয়ে এসেছি। 

বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা গ্রুপের জার্সি তৈরি করে থাকেন। তবে সবাই কোয়ালিটি সম্পন্ন জার্সি তৈরি করতে পারে না। খুব কম কোম্পানি রয়েছে যারা বাইকারদের জন্য জার্সি সহ অন্যান্য এক্সেসরিজ তৈরি করতে পারে। 

এই সকল কোম্পানির ভেতর CODS (কোডস) অন্যতম একটি কোম্পানি। তারা বাইকারদের জন্য জার্সি, বাফ, টি-শার্ট সহ অন্যান্য এক্সেসরিজ তৈরি করে থাকে। এছাড়া তারা কাস্টোমাইজ টি-শার্ট, জার্সি তৈরি করতে থাকে।

CODS একটি জনপ্রিয় ফ্যাশন ও স্টাইল ব্র্যান্ড। বিশেষ ভাবে বাইকারদের কাছে এই ব্র্যান্ডটি অনেক বেশি সুপরিচিত। বাইকারদের বিভিন্ন ধরনের জার্সি, টিশার্ট থেকে শুরু করে অনেক স্টাইলিশ এক্সেসরিজ তারা তৈরি করে থাকে।

২০১৭ সাল থেকে “Fashion with your own bike” স্লোগান নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম বাইকার দের জন্য ফ্যাশনেবল পোশাকের কাজ শুরু করে CODS।  বিজনেস এর শুরুতেই আকর্ষণীয় কালার ও ডিজাইন এর জার্সি, ওয়িন্ডব্রেকার এর পাশাপাশি বাইকার দের জন্য ভিন্ন মাত্রার বিশ্বমানের পোশাক বাংলাদেশে তৈরি করে বাইকারদের মন জয় করে।

বিগত ৫ বছরে বাংলাদেশি বাইকার বন্ধুদেরকে সাথে নিয়ে –CODS পৌঁছে গেছে বাংলাদেশের সকল প্রান্তে। বিশেষ ভাবে বাইকার, বাইসাইক্লিস্ট ও কার রেসার কাস্টমারদের কাছে এই পোশাক ব্র্যান্ডটি অনেক বেশি সুপরিচিত।

কিভাবে আপনার গ্রুপের জন্য জার্সি বানাবেন?

CODS এর পুরো মানে হচ্ছে "Creation of your Desired Styles"। বাইকারদের পাশাপাশি এই ক্লদিং কম্পানিটি বিগত ৫ বছরে বাইক ও অটোমোবাইল আমদানিকারক দের কাছে এখন বিশ্বস্ত ক্লদিং সাপ্লাইয়ার। CODS বর্তমানে ৫০০ এর অধিক বাইক ও বাইসাইকেল গ্রুপ, ১০০ এর অধিক অটোমোবাইল  ও টেকনোলজি কোম্পানির জন্য পোশাক উৎপাদন ও সরবরাহ করেছে।

এখন প্রশ্ন হতে পারে CODS থেকে আপনি কিভাবে আপনার গ্রুপের জন্য জার্সি তৈরি করবেন। তাছাড়া এখানে খরচের একটি বিষয় জড়িত রয়েছে। তাই এই বিষয় গুলো আপনাকে CODS এর সাথেই আলোচনা করতে হবে। 

জার্সি তৈরি করার ক্ষেত্রে আপনার নিজের ডিজাইন, স্টাইল, লুকস, কালার সহ অনেক গুলো বিষয় জড়িত রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে আপনি নিজের জার্সির ডিজাইন নিজেই তৈরি করে নিতে পারবেন অথবা আপনি CODS এর তৈরি করা ডিজাইনও নিতে পারবেন। 

কিন্তু আপনি যদি CODS এর থেকে জার্সি ডিজাইন করে থাকেন তবে সেটার জন্য কোন চার্জ দিতে হবে না। CODS আপনাকে এই ডিজাইনটি ফ্রী করে দিচ্ছে। কিন্তু আপনি এই ডিজাইনটি বাইরে ব্যবহার করতে পারবেন না। শুধু মাত্র কোডস থেকেই আপনি ডিজাইনটি প্রিন্ট করতে পারবেন।

এরপর আপনি আপনার কোয়ান্টিটি মানে কত গুলো বানাতে চাচ্ছেন, কি ম্যাটেরিয়াল দিয়ে বানাতে চাচ্ছেন কোন ম্যাটেরিয়ালের দাম কেমন এসব নিয়ে আলোচনা সাপেক্ষে অর্ডার করতে পারবেন। খরচ অনেকটাই আপনার অর্ডার এর উপর নির্ভর করে থাকবে। 

কিভাবে আপনার গ্রুপের জন্য জার্সি বানাবেন?

এছাড়া চাইলে আপনি যদি শুধু নিজের জন্য মানে ব্যক্তিগত ভাবেও জার্সি বা টিশার্ট বানাতে চান তবে আপনি সেটাও করতে পারবেন। সেটার জন্য আলাদা ভাবে আপনাকে প্রসেস করতে হবে। 

সর্বোপরি আপনি আপনার বা আপনার গ্রুপের জন্য যেই মান ও পরিমান টি-শার্ট বা জার্সি বানাতে চান, তার জন্য নির্ভর যোগ্য প্রতিষ্ঠান হচ্ছে CODS। তাই আপনি আপনার পছন্দের জার্সি বা টি-শার্ট বানাতে CODS এর উপর ভরসা রাখতে পারেন। ধন্যবাদ। 

CODS Address: 

Level-A&B5, House#16, Road#11, Sector# 10,

Uttara 1230 Dhaka, Bangladesh

ফোনঃ ০১৭৫৫-৬৯৮৭৭৯

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes