কাওয়াসাকি মোটরসাইকেল টেস্ট রাইড ক্যাম্পেইন !
This page was last updated on 12-Jan-2025 09:32pm , By Saleh Bangla
কাওয়াসাকি বাংলাদেশ তাদের মোটরসাইকেলগুলো নিয়ে টেস্ট রাইড ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছে! তারা বাংলাদেশের বাইকপ্রেমীদের কাওয়াসাকি মোটরসাইকেল সম্পর্কে ভালোভাবে জানানোর জন্য আয়োজন করেছে কাওয়াসাকি টেস্ট রাইড ক্যাম্পেইন!
কাওয়াসাকি মোটরসাইকেল টেস্ট রাইড ক্যাম্পেইন !
কাওয়াসাকি বাংলাদেশ আয়োজন করেছে কাওয়াসাকি টেস্ট রাইড ক্যাম্পেইন এর। এই টেস্ট রাইড ক্যাম্পেইনে যে কেউ কাওয়াসাকি মোটরসাইকেল টেস্ট রাইড করতে পারবেন, এবং এই জাপানিজ বাইকের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কাওয়াসাকি বাংলাদেশে গত বছর অফিশিয়ালি তাদের যাত্রা শুরু করে। সারাবিশ্বেই কাওয়াসাকি সাধারনত প্রিমিয়াম কোয়ালিটি বাইক ডিজাইন করার দিকে ফোকাস করে থাকে, ফলে বাংলাদেশে যেসকল মডেল রয়েছে, সেগুলোর এর ব্যতিক্রম নয়। বর্তমানে কাওয়াসাকি এর লাইনআপে ডার্ট, ডুয়াল স্পোর্টস, এবং স্ট্রীট বাইক রয়েছে। তাদের বেশিরভাগ স্পোর্টস বা নেকেড স্পোর্টস বাইক সাধারনত ২৫০সিসি থেকে শুরু হয়, ফলে এই সেগমেন্টের বাইকগুলো তারা বাংলাদেশে আনতে পারেনি।
Also Read: কাওয়াসাকি জেড১২৫ ভার্স কেটিএম ১২৫ ডিউক কম্পারিজন রিভিউ
বর্তমানে কাওয়াসাকি এর লাইনআপে রয়েছে Kawasaki KLX 150BF, একটি পিউর অফ-রোড মেশিন। Kawasaki D-Tracker, একটী ডুয়াল স্পোর্টস বাইক, এবং তারপরে রয়েছে Kawasaki Z125 Pro এবং Kawasaki KSR Pro, যেগুলো পকেট বাইক এবং কমিউটিং এর জন্য অসাধারন অপশন।
আমরা কাওয়াসাকি কেএলএক্স ১৫০বিএফ বাইকটি টেস্ট রাইড এবং রিভিউ করেছি, যেটি একটি পিউর অফ-রোড, যার ভালো অন-রোড এবিলিটি রয়েছে। Kawasaki কাওয়াসাকি খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে Kawasaki Ninja 125 এবং Kawasaki Z125, যেগুলো কোম্পানির লেটেস্ট স্পোর্টস এবং নেকেড স্পোর্টস বাইক। আশা করা যাচ্ছে তারা শীঘ্রই বাইকদুটি বাংলাদেশে ইনট্রোডিউস করবে এবং এই সেগমেন্টে তাদের লাইন আপ কে সমৃদ্ধ করবে।
Also Read: কাওয়াসাকি জেড১২৫ ভার্স কেটিএম ১২৫ ডিউক কম্পারিজন রিভিউ
কাওয়াসাকি টেস্ট রাইড ক্যাম্পেইন ৮ এবং ৯ই ফেব্রুয়ারী ২০১৯ এ অনুষ্ঠিত হবে। ইভেন্ট এর ভেন্যু হচ্ছে পূর্বাচল, নীলা মার্কেট। টেস্ট রাইড ক্যাম্পেইন শুরু হবে সকাল ১১টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। কাওয়াসাকি বাইক টেস্ট রাইড দিতে ইচ্ছুক যে কাউকে অবশ্যই নিজের ড্রাইভিং লাইসেন্স নিয়ে স্পটেই রেজিস্ট্রেশন করতে হবে। কাওয়াসাকি বাইকারদের সেফটি নিয়েও প্রচন্ড সচেতন, কাজেই তারা রাইডার এর জন্য সেফটি গিয়ার আবশ্যক করেছে।
কাওয়াসাকি বাংলাদেশ এর কাওয়াসাকি টেস্ট রাইড ক্যাম্পেইন খুবই চমৎকার একটি ইভেন্ট, এবং এই টেস্ট রাইড ক্যাম্পেইন এর কারনে যারাই কাওয়াসাকি মোটরসাইকেল কেনার কথা ভাবছেন বা কাওয়াসাকি মোটরসাইকেল এর ব্যাপারে ইন্টারেস্টেড, তারা বাইকটি সম্পর্কে বিশদ জানতে এবং বুঝতে পারবেন।