Runner Automobiles Ltd। কথা কম, টাকা বেশি - ঈদ অফার ২০১৯
This page was last updated on 29-Dec-2024 09:08pm , By Ashik Mahmud Bangla
Runner Automobiles Ltd বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড । তাদের অনেক ভাল ভাল কিছু মডেলের মোটরসাইকেল রয়েছে । রানার মোটরস বাংলাদেশী অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড যারা বাংলাদেশের বাইরেও মোটরসাইকেল রপ্তানী করে থাকে । রানার এই ঈদ উপলক্ষে দিচ্ছে, "কথা কম, টাকা বেশি" অফার । এছাড়া রানারে অন্যান্য মডলের উপর থাকছে ক্যাশব্যাক ।
Runner Automobiles Ltd। কথা কম, টাকা বেশি - ঈদ অফার ২০১৯
রানার মোটরসাইকেল তাদের কাস্টোমার সার্ভিস এবং মোটরসাইকেল এর পারফর্মেন্স এর জন্য অনেক বেশি জনপ্রিয় । যদিও বেশির ভাগ মডেল ই হচ্ছে কমিউটার সেগমেন্টের । এই ঈদ উল আযহা উপলক্ষ্যে প্রতিটি মোটরসাইকেল কোম্পানি দিচ্ছে ঈদ অফার ।
৫০,০০০/- টাকা জয়ের গল্পঃ ইব্রাহিম খলিল ঢাকা বসবারত একজন লোক, যিনি ঢাকার বাড্ডাতে থাকেন । তার কাজের কারনে, তিনি সচরাচর অনেক ভ্রমন করে থাকেন । বাস, ভীড় এবং ট্রাফিক এর কারনে ভ্রমন করাটা একটু কষ্টদায়ক ও সময়ের ব্যাপার ।
তাই তিনি ভাবছিলেন একটা মোটরসাইকেল ক্রয় করার । এক দিন তিনি নিউজ পেপারে একটি বিজ্ঞাপন দেখলেন । বিজ্ঞাপনটি ছিল রানার মোটরস এর । এই ঈদ উল আযহা উপলক্ষ্যে রানার অটোমোবাইলস শুরু করেছে, "কথা কম, টাকা বেশি" অফার । এই ক্যাম্পেইন এ কাস্টোমার পাচ্ছেন নিশ্চিত ১৬,০০০/- টাকার ক্যাশব্যাক । এছাড়া লাকি ড্র এর মাধ্যমে পেয়ে যেতে পারেন ৫০,০০০/- পর্যন্ত ক্যাশব্যাক ।
এই বিজ্ঞাপনটি দেখার পর ইব্রাহিম খলিল ক্রয় করেন Runner Bullet 100 বাইকটি এবং লাকি ড্র এর মাধ্যমে পেয়ে যান ৫০,০০০/- টাকা ক্যাশব্যাক । ১৬,০০০/- টাকা নিশ্চিত ক্যাশব্যাক তো থাকছেই, সেই সাথে আপনিও হয়ে যেতে পারেন পরবর্তি উইনার, বলেছেন মিস্টার শিবলী আহমেদ, সহকারী মার্কেটিং ম্যানেজার, রানার অটোমোবাইলস লিমিটেড । জ্যাকপট জয়ের পর মিস্টার ইব্রাহিম খলিল কে আমন্ত্রন জানানো হয় রানারের তেজগাও হেড-অফিসে ।
Also Read: Allahar Dan Motors in Savar, Dhaka
সেখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেয়া হয় প্রাইজ, সেখানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রেজাউল চৌধুরী । Runner Bullet 100 ১০০সিসি সেগমেন্টের মোটরসাইকেল গুলোর মধ্যে Runner Bullet 100 অন্যতম । বাইকটি ১০০সিসি সেগমেন্ট এর অন্যতম লুকস এবং এপিয়্যারেন্স সমৃদ্ধ বাইক । বাইকটির ব্যালেন্সিং এবং মাইলেজ ভাল বলে বাইকটি এর কাস্টোমারদের কাছে অনেক জনপ্রিয় ।
বাইকটি ১০০ একটি বাইক । এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ৯৭.৩৫ সিসি ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ারকুল্ড, ডি-সিডিআই ইঞ্জিন । ইঞ্জিন থেকে ৬.৪ BHP @৭৫০০ rpm এবং ৭ NM টর্ক @ ৫৫০০ rpm পর্যন্ত শক্তি উপন্ন করতে সক্ষম । এই মোটরসাইকেলটি তাদের জন্য ভাল যারা মাইলেজ এর সাথে একটু সুন্দর লুকস ও কম সিসি সমৃদ্ধ বাইক খুজছেন । এছাড়া বাইকটির রাইডিং ও সিট অনেক আরামদায়ক বিদায় এটি একটি বাড়তি সুবিধা দেয় ।
Also Read: Bike Showroom in Habiganj: Mohonpur, Habiganj Sadar
প্রত্যেক মোটরসাইকেল কোম্পানি এই ঈদ উল আযহা উপলক্ষ্যে দিচ্ছে বিভিন্ন অফার, এক্ষেত্রে রানারও পিছিয়ে নেই । Runner Automobiles Ltd এই ঈদে নিয়ে এসেছে "কথা কম, টাকা বেশি" অফার । আশা করি এই অফারে আপনি আপনার পছন্দের রানার মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন ।
ধন্যবাদ ।