এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Yamaha FZS Fi Deluxe
This page was last updated on 30-Jul-2024 07:41am , By Raihan Opu Bangla
ইয়ামাহা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি তারা নতুন একটি মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে। নতুন এই বাইকটি হচ্ছে Yamaha FZS Fi Deluxe। এই বাইকটি সম্পূর্ন নতুন ভাবে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে।
Yamaha FZS Fi মডেলটি বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মডেল। ১৫০সিসি সেগমেন্টে ব্রেকিং ও কম্ফোর্ট নিয়ে বাইকটি অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছে। ডিজাইন লুকস ও স্টাইলের ক্ষেত্রে বাইকটি কমিউটার সেগমেন্টে বেশ জনপ্রিয়।
নতুন এই Yamaha FZS Fi Deluxe বাইকটির ডিজাইন বা লুকসের ক্ষেত্রে বিশেষ কোন পরিবর্তন আনা হয়নি। Yamaha FZS Fi Deluxe দেয়া হয়েছে ১৪৯সিসি ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন যা 7,250 rpm এ 12.4 BHP এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট এবং 5,500 rpm এ 13.6 Nm এর সর্বোচ্চ টর্ক প্রদান করে থাকে।
এছাড়া এই নতুন এফজেডএস এফআই ডিলাক্স বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল-চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) এর সাথে আসে যা বাইকের ব্রেকিং কর্মক্ষমতা বাড়ায় এবং রাস্তায় রাইডারের নিরাপত্তা নিশ্চিত করে।
নতুন ভাবে এই বাইকটিতে স্পিডোমিটারটি উন্নত করা হয়েছে। এতে আধুনিক ফিচার্স সহ ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত করা হয়েছে। বাইকটিতে একটি এলইডি হেডল্যাম্প রয়েছে যা কম আলোর পরিস্থিতিতেও চমৎকার আলোকসজ্জা প্রদান করে। FZS Fi Deluxe-এর ইন্সট্রুমেন্ট ক্লাস্টার হল একটি সম্পূর্ণ ডিজিটাল LCD ডিসপ্লে যা বাইকের গতি, RPM, ফুয়েল লেভেল এবং গিয়ার পজিশনের তথ্য প্রদান করে।
ইয়ামাহা এফজেডএস ফাই ডিলাক্স লঞ্চ করার বিষয়ে মন্তব্য করতে গিয়ে, এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস বলেছেন, "বাংলাদেশে ইয়ামাহার এফজেড সিরিজের সর্বশেষ সংযোজন লঞ্চ করতে পেরে আমরা আনন্দিত।
মোটরসাইকেল যা শক্তি, কর্মক্ষমতা এবং শৈলীকে একত্রিত করে এবং আমরা আত্মবিশ্বাসী যে এটি সারা দেশের মোটরসাইকেল প্রেমীদের দ্বারা ভালভাবে গ্রহণ করবে।" ইয়ামাহা এফজেডএস এফআই ডিলাক্সের দাম ধরা হয়েছে ২,৭০,০০০ টাকা।
আপনি যদি এই বাইকটি দেখতে চান অথবা ক্রয় করতে আগ্রহী হন তবে আপনি ইয়ামাহা মোটরসাইকেল এর অথোরাইজড শোরুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।