উত্তরা মোটরস বাংলাদেশে নিয়ে এলো বাজাজ ভি১৫ : অনুষ্ঠানের আদ্যোপান্ত

This page was last updated on 11-Jan-2025 05:51pm , By Shuvo Bangla

উত্তরা মোটরস লিমিটেড গত রবিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে বাজাজ ভি১৫ উন্মুক্ত করেছে, যার দাম রাখা হয়েছে মাত্র ১৭৭,৫০০ টাকা। আর বাজাজ ভি১৫ নির্মাণে ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস ভিক্রান্ত-এর ইস্পাত ব্যবহার করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে ভিক্রান্ত খুবই সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। সেদিক থেকে অপরাজেয় বাজাজ ভি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকেই ধারণ করে।

বাংলাদেশের বাজারে বাজাজ ভি১৫ উন্মুক্ত করেছে

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

  • মতিউর রহমান—চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা মোটরস লিমিটেড।
  • মো. মোশাররফ হোসেন ভূঁইয়া—মাননীয় জ্যেষ্ঠ সচিব।
  • মেজর জেনারেল (অব) কে এম শফিউল্লাহ, বীর উত্তম (অতিথি বক্তা)
  • বিশাল গুপ্ত—এশিয়া অঞ্চলের কান্ট্রি ম্যানেজার, বাজাজ।

এবং উত্তরা মোটরস ও বাজাজ অটোর উচ্চপদস্থ কর্মকর্তারা।

জনাব মতিউর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে বিক্রয়ের দিক থেকে বাজাজ সবার আগে রয়েছে। দেশজুড়ে বাজাজের ২২৫টি ৩এস সেন্টার রয়েছে। পাশাপাশি রয়েছে দুইশতাধিক অথোরাইজড সার্ভিস ও স্পেয়ার ডিলার। আমাদের তথ্য মতে (যেটা ভুলও হতে পারে) গত চার বছরে বাংলাদেশের মোটরসাইকেল বাজারের ৩৫-৪০% বাজাজের দখলে রয়েছে।

Also Read: বাজাজ লঞ্চ করেছে BS-VI ইঞ্জিনসহ ১৬০সিসির সবচেয়ে পাওয়ারফুল বাইক!

এসময় তিনি বাংলাদেশ সরকারকে ২৫০ সিসি পর্যন্ত বাইক চালানোর অনুমতি দিতে অনুরোধ জানান। সেই সঙ্গে সিকেডি মোটরসাইকেলের ওপর থেকে শুল্ক কমানোর প্রস্তাবও রাখেন। এতে করে বেশি মানুষ মোটরসাইকেল ব্যবহারের সুযোগ পাবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব রাখবে। পাশাপাশি তিনি মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠানের জন্য একটি যুগোপযুগী নীতিমালা প্রণয়নেরও দাবি জানান, যাতে করে এই সেক্টরের অগ্রযাত্রা অব্যাহত থাকে।

Also Read: Uttara Motors Ltd. Pabna in Dhaka Road, Pabna

অনুষ্ঠানে অতিথি বক্তা মেজর জেনারেল শফিউল্লাহ একাত্তরের মুক্তিযুদ্ধে আইএনএস ভিক্রান্তের সাহসী ভূমিকার বর্ণনা দেন।

বাজাজ ভি১৫ এ রয়েছে ১৫০ সিসি এয়ার কুলড টুইন স্পার্ক ২ ভাল্ব ইঞ্জিন, যেটা ১১.৮ বিএইচপি ও ১৩ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। আর ১৫০ সিসিতে এয়ার কুলড বাইকগুলোর মাঝে এর টর্ক সবচেয়ে বেশি। সর্বোপরি বাইকটি দেখতে ক্যাফে রেসারের মতো, ইঞ্জিনের সাউন্ড বেশ জোরালো ও পালসার এএস১৫০’র চেয়ে ভালো।

সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক। আর আনন্দের বিষয় হলো এবার বাজাজ সরু টায়ারের পরিবর্তে মোটা টায়ার অর্থাৎ পিছনের চাকায় ১২০ সাইজের টায়ার ব্যবহার করেছে এবং সামনের ১৮ ইঞ্চি হুইলের চেয়ে পিছনে ২ ইঞ্চি ছোটো হুইল দিয়েছে। এর সামনের ফর্কটি ৩৩ মিমি টুইন স্প্রিং লোডেড হাইড্রলিক টাইপ এবং পিছনেরটি গ্যাস ফিলড সাসপেনশন।

বাজাজ ভি১৫-এর হেডলাইট ৫৫/৬০ ওয়াটের হ্যালোজেন বাল্ব। তাছাড়া এর স্পিডোমিটার সম্পূর্ণ নতুন ধরনের, যেটা আবার জ্বালানির পরিমাণের ওপর নির্ভর করে রঙ পরিবর্তন হয়। অন্যদিকে শহর ও হাইওয়েতে নির্বিঘ্নে চলার জন্য এর হ্যান্ডেলবার বেশ প্রশস্থ রাখা হয়েছে। বাইকের ফ্রেমটি ডাবল ক্র্যাডলের। আর ভি১৫ এর পিছনের কাউল খুলে ফেলে একে টু-সিটারও বানানো সম্ভব।

Also Read: উত্তরা মোটরস লিমিটেড দিচ্ছে বাজাজ ডিস্কভার এ ৮০০০/- ছাড় !

রায়

বাজাজ ভি১৫-এর চেহারাসুরত ও নির্মাণ মানের দিক থেকে বলা যায়, যারা ১৮০,০০০ হাজারের নিচে ১৫০ সিসি বাইক কিনতে চান তাদের জন্য ভি১৫ ভালো একটি অপশন। সত্যি বলতে কি, তারা এতো কম দাম নির্ধারণ করেছে দেখে আমি আশ্চর্যই হয়েছি। ও, আরেকটি কথা বলে রাখা দরকার, পুরো বাইকটিই কিন্তু রণতরীর ইস্পাত দিয়ে বানানো হয়নি, শুধু জ্বালানি ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে। আর বাজাজ ভি১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে টিম বাইকবিডি’কে আমন্ত্রণ জানানোয় উত্তরা মোটরসকে আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশে তিনটি ভিন্ন রঙে বাজাজ ভি১৫ পাওয়া যাবে : পার্ল হোয়াইট, ইবোনি ব্ল্যাক ও হিরোয়িক রেড। আর আশা করা যায় উত্তরা মোটরস আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে বাজাজ অ্যাভেঞ্জার বাজারে ছাড়বে।

বাজাজ ভি১৫ এর স্পেসিফিকেশন

ইঞ্জিন ও পারফরম্যান্স
ইঞ্জিন টাইপসিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার কুলড ডিটিএস-আই
ডিসপ্লেসমেন্ট১৪৯.৫ সিসি
সর্বোচ্চ ক্ষমতা১১.৮ বিএইচপি @ ৭৫০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক১৩ নিউটন মিটার @ ৫৫০০ আরপিএম
সর্বোচ্চ গতি১০৯ কিমি/ঘণ্টা
মাইলেজ৭৫ কিমি/লিটার
বোর৫৬ মিমি
স্ট্রোক৫৮.৮ মিমি
স্টার্টকিক ও সেলফ
জ্বালানি সরবরাহকার্বুরেটর
কুলিং সিস্টেমএয়ার কুলড


ট্রান্সমিশন
গিয়ার বক্স৫ স্পিড
ক্লাচওয়েট, মাল্টিপল
ট্রান্সমিশন টাইপম্যানুয়াল


জ্বালানি
জ্বালানির ধরণপেট্রল
জ্বালানি ধারণক্ষমতা১৩ লিটার
রিজার্ভ১.৭ লিটার
ফুয়েল গজহ্যা
ডিজিটাল ফুয়েল গজহ্যা


ব্রেক
সামনেডিস্ক
পিছনেড্রাম
সামনের ব্যাস২৪০ মিমি
পিছনের ব্যাস১৩০ মিমি


টায়ার
সামনে৯০/৯০-১৮
পিছনে১২০/৮০-১৬
টাইপটিউবলেস
র‌্যাডিয়াল টায়ারহ্যা
হুইল সাইজ
সামনে১৮ ইঞ্চি
পিছনে১৬ ইঞ্চি
হুইল বেজ১৩১৫ মিমি


সাসপেনশন
সামনেটেলিস্কোপিক
পিছনেটুইন-স্প্রিং লোডেড হাইড্রলিক টাইপ- গ্যাস ফিলড
চেসিস/ ফ্রেমডাবল ক্রেডল চেসিস


ইলেকট্রিকাল
ব্যাটারি টাইপমেইনটেন্যান্স ফ্রি
ব্যাটারি ক্যাপাসিটি১২ ভোল্ট- ৪ অ্যাম্পিয়ার আওয়ার ভিআরএলএ
ভোল্ট১২ ভোল্ট
হেডল্যাম্প৫৫/৬০ ওয়াট
টেইল ল্যাম্পএলইডি
লো ব্যাটারি ইন্ডিকেটরহ্যা
লো ফুয়েল ইন্ডিকেটরহ্যা
টার্ন সিগনাল ল্যাম্পবাল্ব
পাস সুইচহ্যা


আয়তন
দৈর্ঘ্য২০৪৪ মিমি
উচ্চতা১০৭০ মিমি
প্রস্থ৭৮০ মিমি
স্যাডল হাইট৭৮০ মিমি
কার্ব ওজন১৩৫.৫ কেজি
গ্রাউন্ড ক্লিয়ারেন্স১৬৫ মিমি
মোট ওজনপ্রযোজ্য নয়
ওজন বহন ক্ষমতাপ্রযোজ্য নয়


ফিচার
স্পিডোমিটারঅ্যানালগ
ওডোমিটারঅ্যানালগ
সিট টাইপসিঙ্গেল
কনসোল অ্যানালগ ও ডিজিটাল
হ্যান্ডেল টাইপসিঙ্গেল পিস


Latest Bikes

Tailg SAIBEI F71

Tailg SAIBEI F71

Price: 149990

Tailg MENGSU R30

Tailg MENGSU R30

Price: 109990

Vida V2

Vida V2

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Maxivo DK 350S

Maxivo DK 350S

Price: 0

Maxivo NF300

Maxivo NF300

Price: 0

Maxivo SP 325R

Maxivo SP 325R

Price: 0

View all Upcoming Bikes