Shares 2
মোটরসাইকেল সার্ভিসিং এর মোট ২২টি আবশ্যিক কাজ
Last updated on 04-Jul-2024 , By Shuvo Bangla
মোটরসাইকেল ধুলাবালি লেগে থাকুক আর না থাকুক, বাইকের পারফরমেন্স টিপটপ থাকুক এটা কিন্তু আমরা সবাই চাই। #মোটরসাইকেল_সার্ভিসিং_এজন্য_গুরুত্বপূর্ণ_ভূমিকা_রাখে।
মোটরসাইকেল সার্ভিসিং এর মোট ২২টি আবশ্যিক কাজ
"মোটরসাইকেল সার্ভিসিং"সময়মতো সার্ভিসিং করলে পাশাপাশি যত্ন নিলে দীর্ঘদিন ইঞ্জিনে হাত দিতে হয়না। রাস্তায় কোথাও দাড়াতে হয়না। এটা হলো সুনির্দিষ্ট কিছু কাজের সমষ্টি। আপনার মোটরসাইকেল যেখানেই সার্ভিসিং করান, খেয়াল করে নিম্নের ২২টা কাজ নিশ্চিত করুন। #প্রথম_কাজ : মোটরসাইকেল ধুয়ে মুছে পরিষ্কার করুন। ভালোভাবে কম্প্রেস বাতাস দিয়ে শুকিয়ে ফেলুন। #দিতীয়_কাজ : স্পার্ক প্লাগ, প্লাগের স্থান পরিষ্কার করুন , প্লাগ এর গ্যাপ (০.৮ - ০.৯ এমএম ) ঠিক করুন। #তৃতীয়_কাজ : ভাল্ভ / টেপেট ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা দেখুন , না থাকলে ঠিক করুন। (হাতের আন্দাজে করলেভালো হবে না, পারফেক্ট চাইলে ফিলার গজ দিয়ে কাজটা করুন।) #চতুর্থ_কাজ : আইডল আরপিএম ঠিক করুন। ১০০০ আরপিএম মধ্যে রাখুন #পঞ্চম_কাজ : ফুয়েল লাইনের কোথাও লিক , ফাটা আছে কিনা দেখুন। চেক করুন। #ষষ্ঠ_কাজ : এয়ার ফিল্টার নির্দেশিকা অনুসারে পরিস্কার করুন। #সপ্তম_কাজ : ইঞ্জিন অয়েল , অয়েল ফিল্টার পরিবর্তন করুন। #অষ্টম_কাজ : সামনের এবং পিছনের ব্রেক চেক করুন। সমন্বয় করুন। #নবম_কাজ : ক্লাচ লিভার ফ্রি প্লে চেক করুন। সমন্বয় করুন। (সাধারনত ১০-১৫ এমএম।) #দশম_কাজ : চাকার হল অবস্থা দেখুন , কাচ, ছোট পিন, পেরেক কোথাও লুকাই আছে কিনা দেখুন। পরিষ্কার করুন। মেয়াদ উত্তীর্ণ মার্কিং স্পর্শ করলে চাকা পরিবর্তন করুন। #১১তম_কাজ : উভয় চাকার বিয়ারিং ঢিলা বা ক্ষতিগ্রস্ত কিনা চেক করুন। #১২তম_কাজ : হ্যান্ডেল বার ডান দিকে বাম দিকে মসৃন ভাবে ঘুরতেছে , কোথাও টাইট ঢিলা অনুভুত হলে এডজাস্ট করুন। #১৩তম_কাজ : সামনের চাকার ফোর্ক (সাসপেন্সান ), পিছনের চাকার শক (সাসপেন্সান ) ঠিকভাবে কাজ করছে, তেল লিক হচ্ছে না চেক করুন। #১৪তম_কাজ : ড্রাইভ চেইন বেশি ঢিলা , বেশি টাইট থাকলে এডজাস্ট করুন , চাকার দুপাশের মার্কিং অনুযায়ী চেইন সমান্তরাল করুন। নির্দেশিত লুব্রিক্যান্ট চেইন এ লাগান। #১৫তম_কাজ: সকল নাট বোল্ট চেক করুন , ঢিলা হলে টাইট করুন। #১৬তম_কাজ : সকল বাতি, ইলেকট্রিকেল সুইচ পরীক্ষা করুন। #১৭তম_কাজ : চাকার হাওয়ার প্রেসার চেক করুন, প্রয়োজনে হাওয়া দিন। #১৮তম_কাজ : আইডল আরপিএম এ নির্গত ধোয়ায় কার্বন ডাই অক্সাইড পরিমাপ করুন, সমন্বয় করুন। (প্রধান সার্ভিস সেন্টার ছাড়া সম্ভব না।) #১৯তম_কাজ : সকল নড়াচড়া স্থান (মেটাল টুমেটাল) চেক করুন, লুব্রিক্যান্ট দিন।সাইড স্ট্যান্ড, সেন্টার স্ট্যান্ড ,স্প্রিং এর দুই প্রান্ত। #২০তম_কাজ : উভয় চাকার ব্রেক সুইচ চেক করুন। #২১তম_কাজ : ক্লাচ ক্যাবল , থ্রটল ক্যাবল চেক করুন, লুব্রিক্যান্ট দিন। #২২তম_কাজ : উপরের সব শেষ হলে একটা টেস্ট ড্রাইভ দিন।এরপর ক্লিন করেপালিশ করুন।আশা করি আপনার মোটরসাইকেল চমত্কার পারফরমেন্স দিবে। #সাইড_নোট : ১. সার্ভিসিং এর পর ফ্রন্ট ডিস্ক পানি দিয়ে ধুয়ে নিবেন। ২. বাইকের কাগজ পত্র ঠিকঠাক আছে নিশ্চিত করুন। ৩. আপনার কাজ করা অবস্থায় মেকানিক অন্যজনের কাজ ধরলে , ওই দোকানে কাজ করাবেন না।
-Redwan Refat
T
Published by Shuvo Bangla