Shares 2
হিরো একাডেমি - লার্ন টু রাইড
Last updated on 06-Feb-2025 , By Raihan Opu Bangla
হিরো মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে হিরো অন্যতম ব্র্যান্ড। হিরো বাংলাদেশে শুরু করেছে রাইডিং ট্রেইনিং প্রোগ্রাম।
হিরো একাডেমি - লার্ন টু রাইড
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/2.%20February%202025/yamaha%20february%202025%20300-x-250.webp)
Hero Academy-তে চলছে স্কুটার রাইডিং লার্নিং সেশন “লার্ন টু রাইড”। আগামী ৭ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাজমহল রোড প্লে গ্রাউন্ড, মোহাম্মদপুর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুটার রাইডিং ট্রেইনিং।
আপনি যদি এই রাইডিং সেশনে অংশ গ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন তবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://niloyhero.com/HeroAcademy
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/1.%20January%202025/suzuki%20january%202025%20in%20article.webp)
তারিখ: ৭ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
সময় : সকাল ১০টা থেকে বিকাল ৪টা
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2023/October%202023/kixx%20in%20article%206th%20para%20october%202023.webp)
লোকেশন: তাজমহল রোড প্লেগ্রাউন্ড, মোহাম্মদপুর।
গুগল ম্যাপ : https://maps.app.goo.gl/Qp1kzd1d8MxiFL2E6
রেজিস্ট্রেশন সবার জন্য বাধ্যতামূলক। তাই আপনাকে রেজিস্ট্রেশন করে আসতে হবে অথবা অন স্পট রেজিস্ট্রেশন করতে পারবেন। এর সাথে সাথে রাইডিং শেখার জন্য কেডস/স্নিকার্স থাকা আবশ্যক।
বিস্তারিত জানতে হিরো মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ মেসেজ করে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া হিরো মোটরসাইকেলের স্কুটার সম্পর্কে জানতে হিরো মোটরসাইকেল বাংলাদেশ এর অথোরাইজড শোরুম এ যোগাযোগ করুন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla