Shares 2
হাইওয়েতে বাইক ডাকাতি - নিরাপদ থাকতে ৬ টি জিনিস মেনে চলুন
Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla
হাইওয়েতে বাইক ডাকাতি এবং গাড়ি ডাকাতির সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে । আপনি যদি গণমাধ্যম ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনেকেই ডাকাতির সম্মুখীন হচ্ছে। রাতে চলার পথে এমন বিপদ থেকে বাচতে আমরা বেশ কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে পারি। আজ এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
হাইওয়েতে বাইক ডাকাতি - নিরাপদ থাকতে করনীয় কি কি ?
১- রাতের বেলা একা বাইক রাইড করা থেকে বিরত থাকুনঃ
যেহেতু বর্তমান সময়ে ডাকাতির সংখ্যা বেড়ে গেছে তাই চেষ্টা করুন রাতের বেলা উক্ত সড়কগুলোতে একা না যেতে। যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে ওই সড়কগুলোতে আপাতত রাতে বাইক রাইড করা থেকে বিরত থাকুন। যদি ওই দিকে যাওয়ার প্রয়োজন হয় তাহলে দিনের বেলা রওনা দিন অথবা গ্রুপ রাইড করুন। বর্তমান সময়ে এই সড়কে গ্রুপ রাইড করতে হলে সবাই একসাথে থাকুন।
২- লুকিং গ্লাসে খেয়াল রাখুন
আপনি যখন ঢাকা চট্টগ্রাম সড়ক দিয়ে রাতের বেলা চলবেন তখন লুকিং গ্লাসের দিকে খেয়াল রাখুন। কেউ আপনাকে ফলো করছে কিনা সেদিকে বিশেষভাবে নজর রাখুন। কোন গাড়ি অথবা বাইককে যদি সন্দেহ লাগে সেক্ষেত্রে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করুন।
৩- ভালো মানের লাইট ব্যবহার করুন
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতে বাইক রাইড করতে হলে সামনের দিকে ভালোভাবে খেয়াল রাখুন। আর আপনি তখনি খেয়াল রাখতে পারবেন যখন আপনার বাইকের হেডলাইটের আলো ভালো হবে। তাই বাইকের আলো পর্যাপ্ত না থাকলে রাতে বাইক রাইড করা থেকে বিরত থাকুন।
৪- হেডলাইট বন্ধ করে ফেলুন
যদি দেখেন আপনার সামনে ডাকাতি হচ্ছে আর আপনি নিরাপদ দূরত্বে আছেন সেক্ষেত্রে বাইকের হেডলাইট বন্ধ করে দিন। সুযোগ পেলে বাইক ঘুরিয়ে পিছে চলে যান, তবে একটা জিনিস মনে রাখবেন ভিডিও করার নেশায় কখনো নিজে এগুলার মধ্যে এগিয়ে যাবেন না , তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন।
৫- নিকটস্থ পেট্রোল পাম্পে আশ্রয় নিন
রাতে রাইডের সময় যদি আপনার সামনে এমন কিছু হয় তাহলে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ কোন পেট্রোল পাম্পে আশ্রয় নিতে অথবা সামনে পিছনে কোন বড় বাজার পেলে সেখানে আশ্রয় নিন।
৬- বড় পরিবহন এর পিছনে থাকুন
রাতে রাইডের সময় আপনার যদি কোন রাস্তায় সন্দেহ মনে হয় সেক্ষেত্রে আপনি বড় কোন পরিবহণের পিছনে থাকুন । তবে সব সময় পরিবহণ থেকে নিরাপদ একটা দূরত্ব বজায় রেখে বাইক রাইড করুন। কারন পরিবহণের ব্রেক আর বাইকের ব্রেক এক হয় না।
রাস্তায় চলার পথে আমাদের অনেক বিপদ আসতে পারে, কিন্তু বিপদে কখনো মাথা গরম করা যাবে না। আর আমরা আশাকরি ঢাকা - চট্রগ্রাম সড়কে যে ডাকাতি বেড়েছে দ্রুত সেটা আইন শৃঙ্খলা বাহিনী দমন করে ফেলবে।
T
Published by Ashik Mahmud Bangla