Shares 2
নারীদের জন্য সেরা ৫ টি স্কুটার কি কি ? জানুন বিস্তারিত
Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla
নারীদের জন্য সেরা ৫ টি স্কুটার নিয়ে আজকের এই আর্টিকেল। সময়ের সাথে সাথে নারীদেরও এখন নিজেদের কাজে বাইরে অনেক বেশি চলাচল করতে হয়। কিন্তু আমাদের দেশের সব দিক বিবেচনা করলে পাবলিক ট্রান্সপোর্টে সব সময় চলাচল করা বেশ কষ্টকর নারীদের জন্য। এর অন্যতম প্রধান কারনগুলো হচ্ছে , পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্ন রকমের হ্যারেজমেস্ট, করোনার সংক্রমণ, নারীদের কর্মসংস্থান অনুযায়ী যাতায়তের সুবিধা না থাকা।
নারীদের জন্য সেরা ৫ টি স্কুটার
TVS XL 100
TVS XL 100 আউট লুক অনেকের কাছেই পছন্দ না, কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে এই স্কুটারটি অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই স্কুটারটির মাইলেজ ৬০ কি.মি এবং এতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন। এটি Moped ক্যাটাগরির বাইক এবং ওজন ৮০ কেজি। Tvs Bikes এর সর্ম্পকে ডিটেইলস পেতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।
Hero Pleasure
Hero Pleasure স্কুটারে ব্যবহার করা হয়েছে ১০০ সিসি ইঞ্জিন এবং ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 6.9Bhp @ 7000RPM পাওয়ার এবং 8.1NM @ 5000RPM নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়। স্কুটারটিতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এই স্কুটারটির ওজন 101 Kg. চলুন Hero bike price in Bangladesh সর্ম্পকে দেখে আসি বিস্তারিতভাবে।
Tvs Zest
TVS Scooty Zest স্কুটারে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন এবং ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.8 BHP পাওয়ার এবং 8.7 NM নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়। স্কুটারটির ওজন 98.5 KG এবং ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 5 Liters । এই স্কুটারেও টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।
Honda Dio
Honda Dio স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন, ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8 BHP পাওয়ার এবং 8.91 NM টর্ক উৎপন্ন হয়। স্কুটারটিতে CBS Braking এবং টিউবলেস টায়ার যুক্ত করা হয়েছে। এই স্কুটারটির ওজন ১০৩ কেজি এবং স্পীডো মিটার , আরপিএম মিটার ডিজিটাল। All Honda bike price in Bangladesh সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন ।
Speeder Volex 125 CC
এটি ১২৫ সিসির স্কুটার , স্কুটারটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৫ লিটার এবং কোম্পানির মতে স্কুটারটির মাইলেজ 40 Kmpl । Speeder Volex 125 স্কুটারটির সামনে ব্যবহার করা হয়েছে Telescopic সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে Twin Shock সাসপেনশন। স্কুটারটির উভয় টায়ার টিউবলেস। স্কুটারটির উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন, আর নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
ধন্যবাদ
T
Published by Ashik Mahmud Bangla