Shares 2

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ৭ম ঢাকা বাইক শো-২০২৩

Last updated on 30-Jul-2024 , By Raihan Opu Bangla

“সেমস-গ্লোবাল ইউএসএ” এর আয়োজনে আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে “১৬তম ঢাকা মোটর শো ২০২৩” । এই প্রদর্শনী চলাকালীন সময় একই সাথে চলবে “৭ম ঢাকা বাইক শো-২০২৩”, “৬ষ্ঠ ঢাকা অটোপার্টস শো ২০২৩” এবং “৫ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩” । (১৬-১৮) মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ৭ম ঢাকা বাইক শো-২০২৩

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ৭ম ঢাকা বাইক শো-২০২৩

এ উপলক্ষ্যে ০৫ মার্চ, ২০২৩ ১২:৩০ ঘটিকায়, জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস্ গ্লোবাল এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক জনাব তানভীর কামরুল ইসলাম এবং জনাব অভিষেক দাস, ডিরেক্টর, ইন্টারন্যাশনাল মার্কেটিং।

সেমস্ গ্লোবাল এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব মেহেরুন এন. ইসলাম সংবাদ মাধ্যমকে এই প্রদর্শনী আয়োজনের নানান বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “ঢাকা মোটর শো” মোটর প্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের একটি ওয়ানস্টপ প্লাটফর্ম। কোভিড-১৯ মহামারীর পর ২০২২ সালে আমরা খুব সফলভাবে “ঢাকা মোটর শো” এবং "টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো" সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন সফল্ভাবে সম্পন্ন করতে পেরেছিলাম এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা মহল থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায় নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এই বছর ১৬তম ঢাকা মোটর শো-২০২৩ আয়োজন করতে যাচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ৭ম ঢাকা বাইক শো-২০২৩

ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী যা এই শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে।

যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য “ঢাকা মোটর শো”, “ঢাকা বাইক শো”, “ঢাকা অটোপার্টস শো” এবং “ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো”, তে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরো ১৫ টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৩০০টি প্রদর্শক, ৫৫০টি বুথের মাধ্যমে অংশ নিচ্ছে। এছাড়াও, ২৫ টিরও বেশি ভারতীয় কোম্পানি এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

ঢাকা বাইক শো বাংলাদেশের মোটরসাইকেল, স্কুটারস, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন এবং আনুষাঙ্গিক যন্ত্রাংশ সমুহের প্রদর্শনীর সর্ববৃহৎ শো যা সংশ্লিষ্ট পণ্যসমূহের বাজারকে প্রসারিত করতে ভূমিকা পালন করছে।

সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ৭ম ঢাকা বাইক শো-২০২৩

ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের বাণিজ্যিক যানবাহন শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী। যা বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির উৎপাদন, বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

ঢাকা অটোপার্টস শো বাংলাদেশর একমাত্র বৃহত্তম আন্তর্জাতিক গাড়ি এবং অটো কম্পোনেন্ট প্রদর্শনী। এটি অটোকম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন নতুন মডেল উপস্থাপন করার জন্য বিশ্বব্যাপী সমাদৃত অটো-কম্পোনেন্ট ব্যবসার একটি চমৎকার প্লাটফর্ম। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল ১০.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

Published by Raihan Opu Bangla