Shares 2
সুজুকি হায়াবুসার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সুজুকি লঞ্চ করেছে সুজুকি হায়াবুসার লিমিটেড এডিশন
Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla
সুজুকি মোটরসাইকেল জনপ্রিয় মডেল সুজুকি হায়াবুসা (Suzuki Hayabusa) এর ২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নিয়ে আসতে যাচ্ছে এর নতুন এডিশন। বাইকটি এর স্পোর্টি লুকস ডিজাইন এবং গতি জন্য অনেক বেশি জনপ্রিয়। প্রতিটি বাইক লাভারের কাছে স্বপ্নের বাইক হচ্ছে সুজুকি হায়াবুসা।
বিশ্ববাজারে হায়াবুসা অন্যতম স্ট্রিট স্পোর্টস মোটরসাইকেল যা, দ্রুততম বাইক হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। আসলে হায়াবুসা হচ্ছে পাওয়া এবং হাই পারফর্মেন্সের একটি দারূণ সমন্বয়ের উৎকৃষ্ট উদাহরন।
এই বছর, সুজুকি মোটরসাইকেল এই আইকনিক মডেলের মোটরসাইকেলের ২৫তম বার্ষিকী উদযাপন করছে। তাই সুজুকি এই বাইকটির একটি বিশেষ সংস্করণ মডেল লঞ্চ করার মাধ্যমে বাইকটির উজ্জ্বল অতীতের ইতিহাস কে ধরে রেখে বাইকটিকে নতুনত্ব প্রদানের চেষ্টা করেছে।
নতুন সুজুকি হায়াবুসা ২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে যেই মডেলটি লঞ্চ করা হচ্ছে এটি এই মডেলের লিমিটেড এডিশন হিসেবে বাজারে আসবে। এই লিমিটেড এডিশনটি প্রযুক্তিগত দিক থেকে এবং সেই সাথে এর কসমেটিক ডিজাইনে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে।
এই বাইকটির কসমেটিক ডিজাইন শুধু নয়, ২৫তম বর্ষপূর্তিতে মডেলটি একই বিস্ময়কর ভাবে এর পারফরম্যান্স ধরে রেখেছে, যার কারনে হায়াবুসাক কিংবদন্তিতে রূপান্তর হয়েছে। বাইকটিতে দেয়া হয়েছে ১৩৪০সিসি ইনলাইন-ফোর ইঞ্জিন, যা একে করে তুলতে অপ্রতিদ্বন্দী। এছাড়া রয়েছে ৬-স্পিড গিয়ার বক্স, যা থেকে ১৯০ পিএস শক্তি এবং ১৫০ এনএম টর্ক উৎপন্ন হয়ে থাকে।
সুজুকির ডুয়াল-থ্রটল-ভালভ সিস্টেম এবং সুজুকি ড্রাইভ মোড সিলেক্টর সহ ইঞ্জিনটিতে অনেক উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যা রাইডারদের সুনির্দিষ্ট ভাবে নিয়ন্ত্রণ বজায় রেখে বাইকটি রাইডিং এ পূর্ন আনন্দ নেয়া যায়।
এর শক্তিশালী ইঞ্জিনের সাথে অনেক ফিচার্স যুক্ত করা হয়েছে। মডেলটিতে উন্নত ইলেকট্রনিক সিস্টেম দেয়া হয়েছে যা এর কর্মক্ষমতা এবং সেফটি দুটো দিকেই উন্নত করেছে।
এর মধ্যে রয়েছে একটি উন্নত ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, মাল্টিপল রাইডিং মোড এবং উন্নত অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এছাড়া সুজুকি হায়াবুসার ফিচারের তালিকায় আরও থাকছে ক্রুজ কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফ্টার এবং কর্নারিং এবিএস।
সুজুকি হায়াবুসার ২৫তম বর্ষপূর্তি যেই মডেলটি লঞ্চ করেছে সেটি খুবই সীমিত আকারে লঞ্চ করেছে। মানে এটি একটি লিমিটেড এডিশন মডেলের মোটরসাইকেল। তাছাড়া হায়াবুসার ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখার নিদর্শন হিসেবে এই ভার্সনটিকে লঞ্চ করা হচ্ছে। আশা করি এই ভার্সনটি হায়াবুসা লাভারদের এই ভার্সনটি ভালো লাগবে।
T
Published by Raihan Opu Bangla