Shares 2
সুজুকি বাংলাদেশ এর ২০২৫ সালের প্রথম কোয়ার্টার মাইলস্টোন সেলিব্রেশন
Last updated on 10-Apr-2025 , By Raihan Opu Bangla
বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড সুজুকিকে নিশ্চয় নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশে সুজুকি এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লি.। অত্যান্ত আনন্দের সাথে তারা জানিয়েছেন, সুজুকি বাংলাদেশ ২০২৫ সালের প্রথম কোয়ার্টার এর মাইলস্টোন অর্জন করেছে।
সুজুকি সেলিব্রেশন

Also Read: Suzuki Bike Price In Bangladesh
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে র্যানকন মোটরস সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের সর্বমোট ১১ হাজার ৩০০ ইউনিট বাইক সিকেডি আকারে উৎপাদন করেছে। এর অর্থ দাড়াচ্ছে যে সুজুকি শুধু মাত্র মার্চ ২০২৫ এ প্রায় ১২ হাজার ইউনিট উৎপাদন করেছে। এ থেকে বোঝা যায় সুজুকি মোটরসাইকেল উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে।
এই সময় পর্যন্ত শুধু মাত্র মার্চ মাসে তাদের ওয়্যারহাউস হতে সর্বমোট ১২ হাজার ১১ টি বাইক ডিলারদের উদ্দেশ্যে ডিসপ্যাচ করা হয়েছে এবং বিষ্ময়কর ব্যাপার হচ্ছে মাত্র মার্চ ২০২৫ এ তারা সর্বমোট ১৪ হাজার ৯৯৭ টি, অর্থাৎ প্রায় ১৫ হাজার বাইক বাংলাদেশের বাজারে বিক্রয় করেছে। এই পরিসংখ্যান থেকে আমরা বলতে পারি যে সুজুকি মার্চ ২০২৫ তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।

Also Read: Bike Price In Bangladesh
Also Read: Suzuki Motorcycle Showroom In Bangladesh
সুজুকি বাংলাদেশ তথা র্যানকন মোটরসের এই অসামান্য মাইলফলক অর্জনের জন্য বাইকবিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং আমরা আশাবাদী, সুজুকির এই অর্জন থেকে অন্যান্য ব্র্যান্ডগুলোর মধ্যেও একই ভাবে মোটরসাইকেলের গুণগত মান এবং বিক্রয়পরবর্তী সেবা প্রদান করার একটি সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করবে যা বাংলাদেশের শিল্প ও অর্থনীতি তো বটেই, সর্বপরি বাংলাদেশের সাধারণ বাইকার এবং বাইকিং কম্যুনিটির জন্য ভাল কিছু বয়ে নিয়ে আসবে।

T
Published by Raihan Opu Bangla