Shares 2

সুজুকি জিক্সার আটটি ভিন্ন সংস্করণে এখন বাংলাদেশের বাজারে

Last updated on 25-Jul-2024 , By Raihan Opu Bangla

সুজুকি জিক্সার আটটি ভিন্ন সংস্করণে এখন বাংলাদেশের বাজারে। র‌্যানকন মোটরবাইকস লিমিটেড, তথা সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ বর্তমানে বাজারে সুজুকি জিক্সারের আটটি ভিন্ন সংস্করণ প্রদর্শন করছে। বর্তমানে তারা এই সিরিজটিতে জিক্সার এবং জিক্সার এসএফ মিলিয়ে প্রতিটিতে চারটি ভিন্ন ভিন্ন ভেরিয়েন্ট বাজারজাত করছে। সুতরাং সেই ভিন্ন ভিন্ন ভার্শনগুলি নিয়েই আমাদের আজকের আলোচনা।

সুজুকি জিক্সার আটটি ভিন্ন সংস্করণে এখন বাংলাদেশে

suzuki gixxer variant

সুজুকি জিক্সার আটটি ভিন্ন সংস্করণে এখন বাংলাদেশের বাজারে

সম্প্রতি সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ, তাদের প্রায় সবকটি মোটরসাইকেল সেগমেন্টে আপডেট নিয়ে এসেছে। সেই অনুযায়ী তাদের স্ট্রিট-স্পোর্টস সিরিজটিও নতুন এক আকর্ষনীয় লিফটআপ পেয়েছে। তাদের আপডেটেড প্রডাক্টলাইনে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফের একদম নতুন সংস্করণ যুক্ত হয়েছে।

জিক্সার এবং জিক্সার এসএফ-এর নতুন এই সংস্করনে প্রতিটিতে দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি ভিন্ন মডেল যুক্ত হয়েছে। এছাড়াও নতুন মডেলের সাথে সাথে গিক্সার এবং জিক্সার এসএফের পূর্ববর্তী সংস্করণগুলিও চলমান রয়েছে। আর আগের সিরিজটিতেও রাখা রয়েছে চারটি আলাদা মডেল। সুতরাং আমরা সুজুকি জিক্সারের আটটি ভিন্ন সংস্করণ নিয়ে আজ আলোচনা করবো।

new suzuki gixxer and new suzuki gixxer sf

নতুন সুজুকি জিক্সার ও জিক্সার এসএফ

সুজুকি মোটরসাইকেল সদ্য গতমাসেই বাংলাদেশের বাজারে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ এর নতুন সিরিজটি ছেড়েছে। নতুন সিরিজে তাদের মোটরসাইকেলের চারটি ভিন্ন মডেল রয়েছে। নতুন এই প্রডাক্টলাইনটি হলো New Gixxer 155, New Gixxer 155 FI-ABS, New Gixxer SF, এবং New Gixxer SF-FI ABS.

এখানে চারটি বাইকেই তাদের বেসিক স্ট্রাকচারাল এবং মেকানিকাল প্রোফাইল কমন। তবে মডেলভেদে কিছু ফিচার এনহ্যান্সমেন্ট এবং নতুন টেকনিক্যাল আপডেট প্রতিটি মডেলকে আলাদা পরিচয় দিয়েছে। সুতরাং এখানে সেই আইডেনটিক্যাল ফিচারগুলিই সংক্ষেপে আমরা তুলে ধরবো।

suzuki gixxer fi abs and suzuki gixxer sf fi abs

New Gixxer 155 & New Gixxer 155 FI-ABS

নতুন Gixxer 155 মডেলটি যথারীতি একটি স্ট্রিট-নেকেড মডেল। তবে নতুন এই ব্রিডটি এর এক্সটেরিয়র ও টেকনিক্যাল ট্যুইকিংয়ে বেশ বড় ধরনের পরিবর্তন পেয়েছে। নতুন মডেলটিতে পুরো বডি ডিজাইন, লুক, রাইডিং, ও সিটিং ইরগনোমিক্সসহ সম্পূর্ণ নতুন এক প্রফাইল পেয়েছে। আর সম্পূর্ণ নতুন কালার-স্কিম সিরিজটিকে নতুন একটি আইডেনটিটি দিয়েছে।

টেকনিক্যাল আপডেটের ভিন্নতায় নতুন জিক্সার এখন দুটি ভিন্ন ভেরিয়েন্ট নিয়ে এসেছে। রেগুলার ভার্শনটি প্রচলিত কার্বুরেটর ফুয়েল-ফিডিং ফিচারযুক্ত। আর অন্য ভার্শনটিতে রয়েছে নতুন ইলেকট্রনিক  ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম।

আর অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে দুটি ভার্শনেই রয়েছে সলিড হাইড্রলিক ডিস্ক-ব্রেকিং সিস্টেম। আর Gixxer 155 FI-ABS মডেলটিতে বাড়তি ফিচার হিসেবে আরো রয়েছে সিঙ্গেল-চ্যানেল এবিএস ফিচার। ফলে এই ভার্শনটি পুরোটাই Electronic Controlling Unit বা ECU দ্বারা নিয়ন্ত্রিত।

new suzuki gixxer sf and gixxer sf fi abs

New Gixxer SF & New Gixxer SF-FI ABS

নতুন Gixxer SF মডেলটি আগের মতোই স্পোর্টস-ইন্সপায়ার্ড ফুল-ফেয়ার্ড স্ট্রিট-স্পোর্টস মডেল। তবে এটি আগের তুলনায় এখন আরো অনেক স্পোর্টি ও এ্যাট্রাক্টিভ ডিজাইনের। নতুন এই মডেলটিও দুটি ভিন্ন ভার্শনে বাজারে এসেছে। দুটো ভার্শনই একইরকম নতুন এক্সটেরিয়র, রাইডিং, ও কন্ট্রোলিং আপডেট পেয়েছে। সেইসাথে এটি পেয়েছে একটি দুর্দান্ত কালার ও গ্রাফিক্স স্কিম।

টেকনিক্যাল আপডেটের ক্ষেত্রে, নতুন Gixxer SF নতুন Gixxer 155 এর মতোই ফিচারযুক্ত। নতুন Gixxer SF ও Gixxer SF-FI ABS মূলত: নতুন Gixxer 155 ও Gixxer 155 FI-ABS এর টেকনিক্যাল ফিচারগুলিই পেয়েছে। ফলে নতুন Gixxer SF প্রচলিত কার্বুরেটর এবং Gixxer SF-FI ABS ইলেকট্রনিক  ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম নিয়ে এসেছে।

আর ব্রেকিং সিস্টেমে, নতুন জিক্সার এসএফ এর দুটি মডেলেই উভয় চাকাতেই রয়েছে একই মাপের হাইড্রোলিক ডিস্ক-ব্রেকিং সিস্টেম। আর Gixxer SF-FI ABS ভার্শনে বাড়তি হিসেবে সামনের চাকায় রয়েছে সিঙ্গেল-চ্যানেল এবিএস ফিচার।

suzuki gixxer single disc and gixxer sf

সুজুকি জিক্সার ও জিক্সার এসএফ – পুরাতন ভার্শন

সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ, সুজুকি জিক্সার এর নতুন সিরিজের সাথে সাথে তাদের পুরাতন সিরিজটিও বাজারে সচল রেখেছে। আগের সিরিজটির জিক্সার এবং জিক্সার এসএফ ব্যাজের অধীনে তাদের মোট চারটি মডেল এখন বাজারে রয়েছে। মডেলগুলি হলো Gixxer 155, Gixxer 155 Dual-Tone, Gixxer SF, ও Gixxer SF-FI.

আগের সিরিজের এই চারটি মডেলই মূল্য ও বাজারে থাকা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশ প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্যসম্পন্ন। ফলে সিরিজটি এখনও ভিন্ন কাষ্টমার রেঞ্জ ধরে রেখেছে। তো যাই হোক, মডেলগুলির সংক্ষিপ্ত ফিচার নিম্নে তুলে ধরা গেল।

suzuki gixxer 155 single disc and suzuki gixxer double disc

Gixxer 155 & Gixxer 155 Dual Tone

পুরানো সিরিজের, Gixxer 155 মডেলটি মূলত: ইকোনমিক ও স্ট্যান্ডার্ড ফিচারের সলিড একটি ভার্শন। এতে কার্বুরেটর ফুয়েল-ফিডিং সিস্টেমের সাথে সমস্ত বেসিক ফিচারই রয়েছে। এতে হুইল, ব্রেক, ও সাসপেনশনেও রয়েছে স্ট্যান্ডার্ড নেকেড স্ট্রিট-স্পোর্টস ফিচার। এর পেছনে রয়েছে ড্রাম-টাইপ ব্রেক আর সামনে রয়েছে রেগুলার হাইড্রলিক ডিস্ক ব্রেক।

অপরদিকে এই সিরিজের ড্যুয়্যাল-টোন ভার্শনটিতে সকল স্ট্যান্ডার্ড ফিচারের সাথে সাথে আকর্ষনীয় ড্যুয়্যাল-টোন কালার-স্কিম রয়েছে। এতেও কার্বুরেটর ফুয়েল ফিডিং সিস্টেম রয়েছে। তবে বাড়তি হিসেবে এর উভয় চাকাতেই রয়েছে হাইড্রলিক ডিস্ক ব্রেকিং সিস্টেম।

suzuki gixxer sf and suzuki gixxer sf fi

Gixxer SF & Gixxer SF-FI

সুজুকি জিক্সারের পুরানো সিরিজে সুজুকি এসএফ এর বর্তমানে দুটি ভেরিয়েন্ট বাজারে রয়েছে। Gixxer SF এর রেগুলার মডেলটি কার্বুরেটর ফুয়েল ফিডিং সিস্টেমযুক্ত। আর বাইকটির ব্রেকিংয়ে দুই চাকাতেই রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেকিং সিস্টেম।

তবে Gixxer SF-FI মডেলটিতে রেগুলার Gixxer SF এর সমস্ত সাধারণ ফিচারের সাথে সাথে বাড়তি বৈশিষ্ট্য যোগ হয়েছে। এতে প্রচলিত কার্বুরেটর সিস্টেমের পরিবর্তে ইলেকট্রনিক  ফুয়েল-ইঞ্জেকশন সিস্টেম রয়েছে। এছাড়া হুইল, ব্রেক, ও সাসপেনশন সিস্টেমসহ অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে জিক্সার এসএফ এর পুরানো দুটো ভার্শনই মোটামুটি একই ফিচারযুক্ত।

বর্তমানে বাংলাদেশে সকল Suzuki Gixxer এর দামঃ

Model NamePrice
New Gixxer SF Fi with ABS2,79,950 BDT
New Gixxer SF (Carb)2,59,950 BDT
New Gixxer Fi with ABS2,39,950 BDT
New Gixxer SF (Carb)2,19,950 BDT
Gixxer SF Fi2,19,950 BDT
Gixxer SF (Carb)2,09,950 BDT
Gixxer (Duel Disc )1,99,950 BDT
Gixxer (Single Disc)1,74,950 BDT

তো বন্ধুরা, মোটামুটি এই ছিলো বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সুজুকি জিক্সারের আটটি ভিন্ন সংস্করণের সংক্ষিপ্ত চিত্র। নিঃসন্দেহে এটি বর্তমানে কোন একক মোটরসাইকেল  সিরিজের বৃহত্তম মডেল প্রদর্শন। তবে আমরা এখনো জানি না সুজুকি বাংলাদেশ এই বৃহত্তম প্রডাক্টলাইন চালিয়ে যাবে কিনা। তবে যাই হোক না কেন বিষয়টি এখন পর্যন্ত বেশ আকর্ষণীয় এবং কাষ্টমার-ফ্রেন্ডলি তাতে কোনও সন্দেহ নেই। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla