Shares 2
বাইক চালানোর সময় সামনে গর্ত থাকলে যে ভুলগুলো কখনোই করবেন না
Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla
বেশি গতিতে বাইক চালাচ্ছেন হঠাৎ দেখলেন সামনে গর্ত , এই সময়টতে আমরা অধিকাংশ মানুষ কিছু ভুল করি নিজের অজান্তেই। আর এই ভুলগুলোর কারনে অনেক সময় আমাদের বড় ধরণের দূর্ঘটনার সম্মুখীন হতে হয়। আজ আমি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
সামনে গর্ত থাকলে যে ভুলগুলো কখনোই করবেন না
আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন আশাকরি আপনি অনেকটায় নিরাপদ থাকতে পারবেন।
১- বাইক চালানোর সময় যদি হঠাৎ সামনে গর্ত চোখে পরে তাহলে আমরা অধিকাংশ মানুষ ঘাবড়ে যায়। আর যখন আমরা ঘাবড়ে যায় নিজের অজান্তেই একটা বিপদে পরে যায়। তাই বাইক রাইড করার সময় পরিস্থিতি যেমনই হউক না কেনো কখনো ঘাবড়ে যাবেন না।
২- ঘাবড়ে গিয়ে আমরা সবাই যেই ভুলটা করি বাইকের হ্যান্ড ব্রেক অর্থাৎ সামনের চাকার ব্রেক শক্ত করে চেপে ধরি বাইক থামানোর জন্য। কিন্তু এই কাজটা কখনো করা যাবে না, আপনার যদি ইমারজেন্সি ব্রেক করার দরকার হয় সেক্ষেত্রে ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন। ইঞ্জিন ব্রেক করতে না পারলে বাইকের দুই চাকার ব্রেক সমানভাবে ধরুন , যাতে আপনার বাইক স্লিপ না করে।
৩- যদি গর্ত খুব বড় না হয় তাহলে অযথা ব্রেক করার দরকার নেই , বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে চালিয়ে চলে যান। আমরা অনেকেই চিন্তা করে থাকি বাইকের ক্ষতি হবে , কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন ইমারজেন্সি ব্রেক করতে গিয়ে আপনি যদি পরে যান সেক্ষেত্রে কিন্তু ক্ষয় ক্ষতি অনেক বেশি হবে।
৪- সামনে গর্ত চোখে পরা মাত্রই বাইকের পিকাপ ছেড়ে দিন এবং সম্ভব হলে বাইকের গিয়ার ডাউন করে ফেলুন এতে আপনার বাইকের গতি কিন্তু অনেকটাই কমে যাবে।
পরিশেষে একটা কথাই বলবো বাইক চালানোর সময় যেমন পরিস্থিতি সামনে আসুক না কেনো কখনো নার্ভাস হয়ে যাবেন না। চেষ্টা করুন ঠান্ডা মাথায় নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিপদ মোকাবিলা করতে।
T
Published by Ashik Mahmud Bangla