Shares 2

লিফান বাংলাদেশে লঞ্চ করল তিনটি নতুন মোটরসাইকেল!

Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla

Rasel Industries Ltd বাংলাদেশে লিফান এর একমাত্র ডিস্ট্রিবিউটর। তারা বাংলাদেশে লঞ্চ করেছে তিনটি নতুন মোটরসাইকলে । লঞ্চিং প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় মটো সলিউশনে। বর্তমানে মটো সলিউশন এই বাইক গুলোর প্রি-বুকিং নিচ্ছে। তারা বাইক গুলো এই বছরের ডিসেম্বরের দিকে ডেলিভারী করতে পারবে বলে ধারনা করা হচ্ছে।

lifan k19 price in bangladesh

 লিফান তাদের স্পোর্টস বাইক লাইন আপ KPR সিরিজের জন্য সবচেয়ে বেশি পরিচিত। বাইকটি বাংলাদেশে প্রায় ৫ বছর ধরে বেশ সুনামের সাথে চলছে। বর্তমানে তিনটি ভার্সন রয়েছে এই বাইকের। সেগুলো হচ্ছে KPR150, KPR 165 carb এবং KPR165 Fi ।lifan k19 লিফান কে১৯

তিনটি বাইকের মধ্যে রয়েছে Lifan K19, ক্রুজার বাইক।  K19 এর ফিচার্স এর মধ্যে রয়েছে ওয়াটার কুলিং ইঞ্জিন এর সাথে সামনের দিকে ডিস্ক ব্রেক এবং এর সাথে আরও যুক্ত করা হয়েছে টিউবলেস টায়ার। বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর হেডলাইট, যা সবার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। বাংলাদেশে ক্রুজার বাইকের একটি ডিমান্ড রয়েছে, তবে মার্কেটে ক্রুজার বাইকের তেমন অপশন নেই।

Click To See First Impression Lifan K19


বাইক গুলোর দাম

Model NamePrice (BDT)
Lifan K192,60,000
Lifan KPT150 ABS2,75,000
Lifan X-Pect 1501,75,000


লঞ্চিং এর দ্বিতীয় বাইক হচ্ছে Lifan KPT150 এই বাইকটি একটি এডভেঞ্চার স্পোর্টস বাইক। তবে নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এটা ছাড়া কেপিটি এর অন্যান্য সব কিছু আগের মতই আছে, তবে ইঞ্জিনের ক্ষেত্রে দেয়া হয়েছে NBF2 EFI ইঞ্জিন।

Click Here For All Lifan Motorcycle Price In BDlifan kpt 2020

 সবশেষে রয়েছে Lifan X-Pect 150, যা একটি অফ রোড মোটরসাইকেল। বাইকটি এই ব্র্যান্ডের সম্পূর্ন নতুন একটি বাইক এবং বাংলাদেশে লিফানের প্রথম অফরোড মোটরসাইকেল। লিফান বেশির ভাগ সময়ে তাদের উচ্চ সিসির মোটরসাইকেল গুলো নিয়ে কাজ করে থাকে, এর মধ্যে রয়েছে স্পোর্টস বাইক, এডভেঞ্চার বাইক, অফ রোড বাইক এবং ক্রুজার বাইক।lifan x pect 2020

সব গুলো মোটরসাইকেল মটো সলিউশনে ডিসপ্লে করা হবে। আপনার চাইলে সবাই সেখানে গিয়ে বাইক গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তারা সব গুলো বাইকের প্রি-বুকিং নেয়া শুরু করেছে, আশা করা যাচ্ছে বাইক গুলো এই বছরের ডিসেম্বরে দিকে ডেলিভারী করা হবে। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla