Shares 2
ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা - ধারা এবং শাস্তি - ২০২১
Last updated on 15-Jul-2024 , By Raihan Opu Bangla
নতুন সড়ক পরিবহণ আইন কার্যকর হওয়ার পর থেকে ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে, আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি কোন অপরাধ করলে সেটা আমাদের দেশের আইন অনুযায়ী কোন ধারা ভঙ্গ হয় , শাস্তি কি , জরিমানা কতো এই সব কিছু থাকবে আজকের আর্টিকেলে।
ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা - ধারা এবং শাস্তি - ২০২১
ড্রাইভিং লাইসেন্স এর জরিমানাঃ
ধারাঃ ৬৬
অপরাধের ধরণঃ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান ও গণপরিবহন চালনা বিধি নিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনধিক ২৫ হাজার টাকা। দন্ডঃ অনধিক ৬ মাস।
ধারাঃ ৬৭
অপরাধের ধরণঃ ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর সংক্রান্ত ধারা ৬ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনধিক ৫ হাজার টাকা। দন্ডঃ অনধিক ১ মাস।
ধারাঃ ৬৮
অপরাধের ধরণঃ বিদেশী নাগরিক দিয়ে এই আইন, বিধি বা প্রবিধানের কোন বিধান বা লাইসেন্স প্রদত্ত শর্ত অমান্য সংক্রান্ত ধারা ৯ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনধিক ৩০ হাজার টাকা।
ধারাঃ ৬৯
অপরাধের ধরণঃ কর্তৃপক্ষ ব্যতিত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত , প্রদান বা নবায়নে বিধি নিষেধ সংক্রান্ত ধারা ১০ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনূন্য ১ লক্ষ টাকা অনধিক ৫ লক্ষ টাকা। দন্ডঃ অনূন্য ৬ মাস অনধিক ২ বছর।
ধারাঃ ৭০
অপরাধের ধরণঃ ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বাতিল করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মোটরযান চালানোর উপর বিধি নিষেধ সংক্রান্ত ১২ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনধিক ২৫ হাজার টাকা। দন্ডঃ অনধিক ৩ মাস
ধারাঃ ৭১
অপরাধের ধরণঃ ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বাতিল করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মোটরযান চালানোর উপর বিধি নিষেধ সংক্রান্ত ১২ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনধিক ৫ হাজার টাকা দন্ডঃ অনধিক একমাস।
ধারাঃ ৯৬
অপরাধের ধরণঃ মোটর ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা বা পরিচালনা সংক্রান্ত ধারা ৬৩ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানাঃ অনধিক ১ লক্ষ টাকা দন্ডঃ কর্তৃপক্ষ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল বন্ধ করতে পারবে। ট্রাফিক আইন মেনে চলুন , নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন। ধন্যবাদ।
তথ্যসূত্রঃ BRTA Sheba
T
Published by Raihan Opu Bangla